দেশের কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকারের অধীনস্থ একাধিক সেক্টরে লক্ষাধিক কর্মী নিযুক্ত আছেন। আর সরকার সেক্টর অনুযায়ী বেতনের পাশাপাশি আরো একাধিক ভাতা প্রদান করে থাকে কর্মীদের। আর সেইসব ভাতার মধ্যে উল্লেখযোগ্য হল মহার্ঘভাতা বা DA। কেন্দ্রের বেতন কমিশন অনুযায়ী এই ভাতা পরিবর্তিত হয়। আর কেন্দ্রের দেখানো এই পথেই দেশের সমস্ত রাজ্যও হাঁটে। অর্থাৎ কেন্দ্র সরকারের মতোই একইভাবে রাজ্য সরকারি কর্মীদের DA পরিবর্তন করে দেশের রাজ্যগুলি।
সামনেই লোকসভা ভোট। দেশের গণতন্ত্রের সবথেকে বড় উৎসব এই নির্বাচন। সেই কারণেই চলতি বছরের শুরুতেই যেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আসবে এক বড়সড় সুখবর, তা মোটামুটি নিশ্চিত। এদিকে কেন্দ্রের মতোই অন্যান্য রাজ্যের সরকারগুলি কর্মীদের মহার্ঘভাতা প্রদান করে থাকে। সম্প্রতি, মধ্যপ্রদেশ, ওড়িশা, কর্ণাটক, ঝাড়খণ্ড সহ বেশ কয়েকটি রাজ্য সরকার তাদের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বাড়িয়েছে। যার ফলে খুশির জোয়ার এসেছে সেইসব রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে।
তবে ভোটের আগে কর্মীদের খুশি করার তালিকায় নাম জুড়ে নিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। কিছুদিন আগেই কর্মীদের ডিএ বাড়ানো হয়েছিল ৪ শতাংশ হারে। মে মাস থেকেই সেই বর্ধিত হারে টাকা পাবেন কর্মীরা। একইসঙ্গে ঈদের বোনাসও দেওয়া শুরু হয়েছে সরকারি কর্মীদের। তবে এবার থেকে ভোটের ডিউটিকে কেন্দ্র করে আরো এক সুখবর শোনালো রাজ্য সরকার। কারণ এবার থেকে প্রায় সিংহভাগ সরকারি কর্মী, যারা ভোটের ডিউটি করবেন, তাদের আনা হল ওয়েস্ট বেঙ্গল হেলথ ফর অল ইমপ্লোইজ এন্ড পেনশনার্স ক্যাশলেস মেডিকেল ট্রিটমেন্ট স্কিমের আওতায়।
জানা গেছে, এই স্কিমের আওতায় যেকোনোরকম শারীরিক অসুস্থতায় সরকারি চিকিৎসার সুবিধা পাবেন আর্মড পুলিশ, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ ও হোম গার্ড, ড্রাইভার, ফাস্ট লেবেল চেকিং, ইভিএম কমিশনিংয়ের কাজে নিযুক্ত কর্মীরা। একইসঙ্গে বিইএল, ইসিআইএল ইঞ্জিনিয়াররাও ভোটের দিন ও ভোট পরবর্তী গণনার দিন এই সুবিধা পাবেন সরকারের তরফে। উল্লেখ্য, ভোটগ্রহণ যেহেতু সরকারি কাজ, তাই এই কাজের সময় কোনো কর্মী অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসার দায়িত্বও যে নেবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, তা এবার নিশ্চিত করা হল।