প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Salary Hike: ভোটের আগেই বাস কর্মীদের জন্য বড় সুখবর, শীঘ্রই বাড়ছে মাসিক বেতন

বাংলার বুকে এখন এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানোর মাধ্যম কিন্তু একাধিক রয়েছে। শহরাঞ্চলে রয়েছে ট্রেন পরিষেবা। এছাড়াও শহর ও মফঃস্বল এলাকায় রয়েছে সরকারি ও বেসরকারি বাস পরিষেবা। এছাড়াও ট্যাক্সি…

Published By: Debaprasad Mukherjee | Published On:

বাংলার বুকে এখন এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানোর মাধ্যম কিন্তু একাধিক রয়েছে। শহরাঞ্চলে রয়েছে ট্রেন পরিষেবা। এছাড়াও শহর ও মফঃস্বল এলাকায় রয়েছে সরকারি ও বেসরকারি বাস পরিষেবা। এছাড়াও ট্যাক্সি পরিষেবা ব্যক্তিগতভাবে দ্রুত গন্তব্যে পৌছনোর জন্য একটি ভালো বিকল্প। তবে এতে খরচ বেশি। তবে এই খরচের সমস্যার সমাধানের পথ খুঁজে দিয়েছে কিছু মোটর বাইক সংস্থা। কম খরচে বাইক বুক করে দ্রুত পৌঁছানো যায় নির্দিষ্ট গন্তব্যে। এককথায় এখন রাজ্যের বুকে কোটি কোটি গাড়ি চলে। তবে বাস পরিষেবা হল সর্বাপেক্ষা জনপ্রিয়।

সেই কারণেই বাস কর্মীরা পরিবহন ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাস কর্মী ছাড়া বাস চলাচল অসম্ভব। আর তেমনটা হলে একাংশের জনজীবন থমকে দাঁড়িয়ে পড়বে। তাই সরকারি বাস কর্মীদের খুশি রাখতে চায় সরকার। বর্তমানে পশ্চিমবঙ্গে একাধিক পরিবহন বিভাগ রয়েছে, যেগুলি সরকার। তার মধ্যে যেমন গুরুত্বপূর্ণ হল কলকাতার কিছু পরিবহন সংস্থা, তেমনই রয়েছে দক্ষিণবঙ্গও উত্তরবঙ্গ পরিবহন বিভাগের নাম। আর এবার একটি বিভাগের কর্মীদের জন্য রয়েছে এক সুখবর।

জানা গেছে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বা NBSTC-র বাস কর্মীদের বেতন বাড়তে চলেছে। যেমনটা খবর মিলেছে, তাতে করে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ২৯৩ জন কর্মীর বেতন বাড়ছে। তবে এর কেউই স্থায়ী কর্মী নন। জানা গেছে, অস্থায়ী কর্মীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহন নিগম। জানা গেছে, এইসব অস্থায়ী কর্মীর বেতন বাড়তে চলেছে ১,০০০ টাকা। শীঘ্রই এই বৃদ্ধি কার্যকরী হবে। এর আগে কর্মীরা মাসিক ৭,০০০ টাকা বেতন পেতেন। এবার থেকে তারাই প্রতি মাসে পাবেন ৮,০০০ টাকা।

প্রসঙ্গত, বর্তমানে দুয়ারে লোকসভা ভোটের পরিস্থিতি। দিল্লির মসনদ দখলের পাশাপাশি এই ভোট প্রতিটি এলাকায় কর্তৃত্ব কায়েমের জন্যও গুরুত্বপূর্ণ। সেই কারণেই ভোটের আগে প্রস্তুতি শুরু করে দিয়েছে সবকটি দল। সেইমতো প্রস্তুতি শুরু করে তৃণমূল। কিছুদিন আগেই রাজ্যের মহিলাদের খুশি করতে বাড়ানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতার পরিমান। এছাড়াও অনেক কর্মীদের অনেক ভাতা বৃদ্ধি ও প্রকল্পের ঘোষণা করা হয়েছে সরকারের তরফে।