গত বছরের রাখি পূর্ণিমার আগে সারা দেশে ২০০ টাকা করে প্রতি সিলিন্ডারে কমছে রান্নার গ্যাসের দাম। তবে যেহেতু উজ্জ্বলা যোজনার অন্তর্গত গ্যাস সিলিন্ডার আগে থেকেই ২০০ টাকা কম দামে পাওয়া যেত, তেই সেই সিলিন্ডার এখন মোট ৪০০ টাকা সাশ্রয়ে পাওয়া যাচ্ছে। লোকসভা ভোটের আগে কেন্দ্রের এই সিদ্ধান্ত দেশবাসীর কাছে অনেকটাই স্বস্তি বয়ে এনেছে। একইসঙ্গে ২০২৩-এর মাঝামাঝি সময়ে কমেছিল কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দামও। কিন্তু সেই মূল্যহ্রাস বেশিদিন স্থায়ী হয়নি। কারণ ফেব্রুয়ারির শুরু থেকেই কমার্শিয়াল গ্যাসের দাম বেড়েছে গোটা দেশে।
এদিকে লোকসভা ভোটের আগে বিরোধীরা যাতে রান্নার গ্যাসের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ে কেন্দ্রকে খোঁচা না দিতে পারে, তার জন্য আগেভাগে গ্যাসের দাম কমিয়ে দিয়েছে কেন্দ্র। কিন্তু তাতে কি! এবার বিষয়টিকে নিয়ে ফের শুরু হয়ে গেল রাজনৈতিক তর্জা। এর আগে এলপিজি সিলিন্ডারের দাম নিয়ে একাধিকবার কেন্দ্রকে খোঁচা দিয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতারা। এমনকি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও বিষয়টিকে বারবার সামনে এনেছিলেন। কিন্তু গ্যাসের দাম কমে যাওয়ার পর বিরোধীদের সেই আঙুল নেমেছে।
তবে এবার লোকসভা ভোটের মুখে সেই ইস্যু নিয়ে ফের সরব হতে দেখা গেল তৃণমূল কংগ্রেসকে। এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গ্যাসের দাম কমানোর বিষয়টিকেও বিজেপির ইলেকশন ক্যাম্পেইন বলে অভিযোগ করলেন। মমতা বলেন, “গ্যাসের দাম কত বেড়েছিল? ১,১০০-র কাছে ছিল। ইলেকশন বলে ২০০ কমিয়েছে। আরও ২০০ কমাবে। তারপর যেই ইলেকশন হয়ে যাবে, ওমনি ৮০০ টাকা বাড়িয়ে দেবে। গ্যাস কিন্তু গ্যাস বেলুন হয়ে যাবে। চুলোতে যে রান্না করবেন, কেরোসিন কোথায় পাবেন? কেরোসিনের দামও বাড়িয়ে দিয়েছে। আবার আপনাদের ঘুঁটে, কাঠকয়লা বানাতে হবে। তাই দিয়ে রান্না করতে হবে।”
প্রসঙ্গত, ১ লা ফেব্রুয়ারি এবার কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার প্রতি কমছে ১৮ টাকা বাড়ছে। কলকাতার পাশাপাশি দিল্লিতে এই কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম ১৪ টাকা দাম বেড়েছে। এছাড়াও দেশের বাণিজ্য নগরী মুম্বইয়ে প্রতিটি সিলিন্ডারের দাম বেড়েছে ১৫ টাকা করে। এছাড়াও দক্ষিণ ভারতীয় মেট্রো শহর চেন্নাইয়ে ১২.৫ টাকা বেড়েছে প্রতি সিলিন্ডার বাণিজ্যিক গ্যাসের দাম। অর্থাৎ দেশের প্রায় সব শহরেই যে এই মূল্যবৃদ্ধি ঘটেছে, তা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর ১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকেই এই বর্ধিত মূল্য কার্যকর হয়েছে বলে জানা গেছে।