ফের চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বর্ধমানের সভা সেরে ফওড়ার পথে আচমকা গাড়িতে ব্রেক কষার কারণেই মুখ্যমন্ত্রী চোট পান বলে জানা গেছে। সূত্রের খবর, এই ছোট্ট দুর্ঘটনার ফলে কপালে আঘাত পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই দুর্ঘটনায় তিনি গুরুতর কিছু চোট পাননি বলেই জানা গেছে। এদিন কুয়াশা ও খারাপ আবহাওয়ার কারণেই হেলিকপ্টারে সভা সেরে ফেরার পরিকল্পনা বদল করতে হয়। আর তাতেই ঘটে বিপত্তি। সড়ক পথে ফিরতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়েন মুখ্যমন্ত্রী। কিন্তু ঠিক কি ঘটেছে? সেটা এবার জেনে নিন।
সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, বুধবার সকালে বর্ধমানের গোদার মাঠে প্রশাসনিক সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সভায় তিনি পৌঁছান হেলিকপ্টারে। কিন্তু এদিনের আবহাওয়া ব্যাপকভাবে খারাপ হতে শুরু করে দুপুরের দিকে। এদিকে সময়ে মুখ্যমন্ত্রীর এই সভার কাজও শেষ হয়ে যায়। কিন্তু ফেরার সময় তার হেলিকপ্টার যাত্রা বাতিল করতে হয়। তার কারণ হিসেবে বলা হয় কুয়াশার কারণে কমে যাওয়া দৃশ্যমানতা। সেই সঙ্গে মেঘ ও বৃষ্টির কারণেই তার এই হেলিকপ্টারে ফেরার পরিকল্পনায় কিছুটা বদল করতে বাধ্য হন তার নিরাপত্তারক্ষীরা।
আর এই পরিকল্পনা বদল করে সড়ক পথে তার কলকাতা ফেরার পরিকল্পনা করা হয়। সেইমতো, সভা সেরে গাড়িতে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা স্থল থেকে জিটি রোড দিয়েই কলকাতা পৌঁছানোর পরিকল্পনা ছিল। তবে সভাস্থল থেকে জিটি রোডের পিঠ ছিল চড়াই। সেই কারণেই জিটি রোডে ওঠার মুখে জোরে ব্রেক কষতে হয় মুখ্যমন্ত্রীর গাড়ির চালককে। আর এই ব্রেক কষার ফলেই গাড়ির ভেতর কপালে চোট পান মুখ্যমন্ত্রী। তবে এই ঘটনার পর আর দাঁড়ায় নি মুখ্যমন্ত্রীর গাড়ি। সূত্রের খবর, সোজা কলকাতা রওনা দেয় গাড়িটি।
যদিও, এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে গতবছর হেলিকপ্টার থেকে নামতে গিয়ে আঘাত পান মুখ্যমন্ত্রী। সেবার জলপাইগুড়ির ক্রান্তির সভাস্থল থেকে ফেরার পথে ঘটে এই দুর্ঘটনা। সেবারেও খারাপ আবহাওয়ার কারণে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারটি শালুগাড়ায় সেনাবাহিনীর হেলিপ্যাডে জরুরি অবতরণ করেন। সেবার কোমর ও হাঁটুতে চোট পান তিনি। পরে কলকাতায় ফিরে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে।