প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Mamata Banerjee: ভোটের আগে ধর্মীয় পর্যটনে জোর দিচ্ছে রাজ্যও! রামধামের পাল্টা ইসকন!

হাতেগোনা আর কয়েকটি মাস, তারপরেই দিল্লির মসনদ দখলের মহারণ শুরু হবে ভারতে। ২০২৪ সালেই লোকসভা ভোট হওয়ার কথা রয়েছে দেশে। আর এই ভোটে বর্তমানের শাসক ও বিরোধী দুই শিবিরের গেম-প্ল্যান…

Published By: Debaprasad Mukherjee | Published On:

হাতেগোনা আর কয়েকটি মাস, তারপরেই দিল্লির মসনদ দখলের মহারণ শুরু হবে ভারতে। ২০২৪ সালেই লোকসভা ভোট হওয়ার কথা রয়েছে দেশে। আর এই ভোটে বর্তমানের শাসক ও বিরোধী দুই শিবিরের গেম-প্ল্যান কিন্তু অনেকটাই আলাদা। একদিকে যেমন শাসক দল বিজেপি আসন্ন এই লোকসভা ভোটে ফের ৩০০-র বেশি আসন পেয়ে বিরোধীদের কার্যত ‘হোয়াইট-ওয়াশ’ করতে মরিয়া, অন্যদিকে বিরোধীরা ফের একবার ঘুরে দাঁড়িয়ে পদ্ম শিবিরকে টেক্কা দেওয়ার ছক কষতে কোমর বাঁধছে। আর ঠিক এই মুহূর্তে জোট ছেড়ে একলা চলো নীতিকে আপন করে নিয়েছে জোটের অন্যতম শরিক দল তৃণমূল কংগ্রেস।

এদিকে ভোটের আগে রামের নামে বাজিমাত করতে চাইছে পদ্ম শিবির। সেই কারণেই রাম মন্দির নির্মাণ সম্পূর্ন না হলেও তার উদ্বোধন ঠিক করে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে এই রাম মন্দির উদ্বোধনকে ঘিরে দেশজুড়ে যেন রাম ভক্তির সুনামি ছড়িয়ে পড়েছে। আর সেই কারণেই ধর্মীয় অনুভূতিকে জাগিয়ে তুলে এখন লোকসভা ভোটে ৪০০-র বেশি আসন পাওয়ার স্বপ্ন দেখছে বিজেপি। কিন্তু বিষয়টি তো বিরোধীদের চোখ এড়ায় নি। বিজেপি যেভাবে ধর্মকে মিছরির ছুরি বানিয়ে লোকসভা ভোটে মালামাল হতে চাইছে, সেই পন্থা অবলম্বন করতে এবার মরিয়া বিরোধী দলগুলিও।

তাই এবার ধর্মের রাজনীতিকেই আঁকড়ে ধরতে চাইছে তৃণমূল কংগ্রেসও। রাজ্যের মধ্যে বিপুল জনপ্রিয়তা পেয়ে এই দল এখন দিল্লি জয়ের স্বপ্ন দেখছে। কিন্তু একক দল হিসেবে যে সেটা সম্ভব নয়, তা ভালোভাবেই জানেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু যতটা বাড়তি পাওয়া যায় ততোটাই তো তাল। তাই এবার দক্ষিণেশ্বরের ঐতিহ্যবাহী স্কাই-ওয়াক বাঁচাতে মেট্রোর সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়েছে রাজ্য। আর এবার এই বিতর্কে রাজ্যের অবস্থান ভালোভাবে বুঝিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো। নদিয়ার প্রচার সভায় তাই মমতা বলেন, “আবার বলে কি না, দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভাঙবে! স্কাইওয়াক আমি বুকের পাটা দিয়ে রক্ষা করব।” যদিও বিষয়টি নিয়ে কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “আমরা কখনও ওই স্কাইওয়াক ভাঙার কথা বলিনি। দক্ষিণেশ্বর স্টেশনে যাত্রী পরিষেবার উন্নতির স্বার্থে একটি অংশ সরিয়ে শূন্যে কিছুটা পরিসর বার করার কথা বলা হয়েছে।”

তবে শুধু তাই নয়, এদিন ইসকন মন্দির প্রসঙ্গ টেনেও ধর্মীয় ইস্যুকে জাগ্রত করতে উদ্যত হলেন মমতা। একদিকে বৃহস্পতিবার যখন অন্তর্বর্তীকালীন বাজেট ঘোষণার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন যে এবার দেশে ধর্মীয় পর্যটনকে গুরুত্ব দেওয়া হবে দেশে, তখন মমতাও এমনই ঘোষণা করলেন নদিয়ার বুকে। এদিন তিনি বলেন, “নবদ্বীপ ধাম হেরিটেজ টাউন হচ্ছে। ইসকনকে ৭০০ একর জমি দিয়েছি। ওখানে তীর্থনগরী তৈরি হচ্ছে।” তার এই বক্তব্য যে ধর্মীয় পর্যটনকে উন্নীত করার ইঙ্গিত দিচ্ছে, তা ফলাও করে বলাই যায়।