প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Darjeeling: চালু হল একজোড়া পরিবেশবান্ধব বাস, মাত্র ১৯৭ টাকাতেই পৌঁছানো যাবে দার্জিলিং

বাঙালির কাছেপিঠের সুন্দর জায়গার অন্যতম হল দার্জিলিং। পাহাড় ও জঙ্গলের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত উত্তরবঙ্গের এই শহর। এই শহরকে বাংলার রানী বলা হয়। সেই কারণেই উত্তরবঙ্গে অবস্থিত ছবির মতো…

Published By: Debaprasad Mukherjee | Published On:

বাঙালির কাছেপিঠের সুন্দর জায়গার অন্যতম হল দার্জিলিং। পাহাড় ও জঙ্গলের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত উত্তরবঙ্গের এই শহর। এই শহরকে বাংলার রানী বলা হয়। সেই কারণেই উত্তরবঙ্গে অবস্থিত ছবির মতো এই শহরকে বাংলার পর্যটন শিল্পের অন্যতম আধার হিসেবে ধরা হয়। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ভিড় জমান দার্জিলিংয়ে। এই শৈল শহরে ভিড় জমে বছরের সব সময়ই। তবে অক্টোবর থেকে জানুয়ারি অবধি এখানে চলে পিক-সিজন। আর যেহেতু সামনেই রয়েছে বসন্ত ও রংয়ের উৎসব হোলি, তাই এই সময় দার্জিলিং ট্যুর প্ল্যান করছেন অনেকেই।

তবে এবার দার্জিলিং প্রেমীদের জন্য দারুন সুখবর দিতে চলেছে একটি সরকারি পরিবহন সংস্থা। একই খবর শুনে পাহাড়প্রেমী মানুষরা খুশিতে লাফিয়ে উঠবেন। কারণ সম্প্রতি, উত্তরবঙ্গ পরিবহন সংস্থার তরফে দুটি নতুন বাস চালু করা হল। আর এই বাসে সফর করে কম খরচে পৌঁছে যাওয়া যাবে নৈসর্গিক সুন্দর শহর দার্জিলিংয়ে। তাই আপনিও দার্জিলিংয়ে যাওয়ার পরিকল্পনা করার কথা ভাবলে এই খবরটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে।

সম্প্রতি, মালদহ ও ফারাক্কা ডিপো থেকে দুটি পরিবেশবান্ধব বাস চালু করা হল। এই বাসগুলিকে বিএস-৬ বাস বলা হয়। এই দুটি বাসের মধ্যে একটি ভোর ৫.৩০-এ ছাড়বে মালদহ থেকে। এই বাস শিলিগুড়ি পৌঁছাবে বেলা ১২ টায়। অন্যদিকে ফারাক্কা থেকে আরেকটি বাস ছাড়বে ভোর ৫ টায়। এই বাস আবার পরের দিন ফিরবে ফারাক্কা। আর এই দুটি বাসের ভাড়া খুবই কম হতে চলেছে বলে খবর। জানা গেছে, এই পরিবেশবান্ধব বাসে ফারাক্কা থেকে শিলিগুড়ি অবধি ভাড়া ২২৫ টাকা। অন্যদিকে, মালদহ থেকে এই বাসে শিলিগুড়ি পৌঁছাতে দিতে হবে মাত্র ১৯৭ টাকা।

এই দুটি বাস যাত্রীদের জন্য ব্যাপক সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে। এই মর্মে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার রায়গঞ্জ ডিভিশনাল ম্যানেজার সুশান্ত মৈত্র বলেন, “খুব অল্প সময়ে এই বাসগুলি গন্তব্যস্থলে পৌঁছবে। ভাড়াও খুব একটা বেশি নয়, সমস্ত শ্রেণির যাত্রীরা যাতায়াত করতে পারবেন। পরিবেশবান্ধব এই বাসগুলির যাত্রা আরামদায়ক। বেসরকারি বাসের ভাড়া তুলনায় অনেক বেশি। পরিবেশবান্ধব এই বাসে খুব সহজেই অল্প খরচে শিলিগুড়ি পৌঁছতে পারবেন সাধারণ যাত্রীরা। সেখান থেকেই দার্জিলিং ভ্রমণ খুব সহজ। তাই অল্প খরচেই দার্জিলিং ঘোরার সুযোগ দিচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা।”