প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Metro: দোলযাত্রার দিন ৮ ঘন্টা দেরিতে শুরু হবে মেট্রো পরিষেবা, দেখে নিন টাইম-টেবিল

ভারতের বুকে হাতেগোনা কয়েকটি শহরেই রয়েছে মেট্রোরেল পরিষেবা। তবে প্রথম যে শহরে এই পরিষেবা চালু হয়, তা হল মহানগরী কলকাতা। ১৯৮৪ সালে কলকাতার বুকে চালু হয় এই পরিষেবা। কলকাতার মেট্রোরেল…

Published By: Debaprasad Mukherjee | Published On:

ভারতের বুকে হাতেগোনা কয়েকটি শহরেই রয়েছে মেট্রোরেল পরিষেবা। তবে প্রথম যে শহরে এই পরিষেবা চালু হয়, তা হল মহানগরী কলকাতা। ১৯৮৪ সালে কলকাতার বুকে চালু হয় এই পরিষেবা। কলকাতার মেট্রোরেল এখনো এক প্রাচীন ও আধুনিকতার মেলবন্ধনকে প্রদর্শিত করে তিলোত্তমা নগরীতে। তবে দিনে দিনে উন্নত হয়েছে এই পাতালরেল পরিষেবা। কলকাতায় মেট্রো রেলের বিস্তার বাড়ছে দিনের পর দিন। সফর ছাড়িয়ে জেলায় জেলায় এই পরিষেবা পৌঁছে দিতেও উদ্যোগী হয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

 

বিগত এক দশকে অনেকটা ছড়িয়ে পড়েছে মেট্রো পরিষেবা। আবার মেট্রোরেলকে উন্নত করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। এর মধ্যে অন্যতম হল গঙ্গার নীচ দিয়ে ট্রেন চালানো অর্থাৎ ‘ইস্ট-ওয়েস্ট মেট্রো’। এখন হাওড়া থেকে এসপ্ল্যানেড রুটে মেট্রো ছুটছে গঙ্গার বুক চিরে। এছাড়াও আগেই হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর-৫ পর্যন্ত রুটে ইতিমধ্যে শুরু হয়েছে যাত্রী পরিবহণ। এদিকে সামনেই রয়েছে দোলযাত্রা। আর এই দিনে কিন্তু সব মেট্রো চলাচল করবে না। তাই এখন দেখে নিন যে ওইদিন কখন এবং কতগুলি মেট্রো চলবে।

আগামী সোমবার দোলযাত্রার দিনে দেরিতে শুরু হবে কলকাতার সব রুটের মেট্রো চলাচল। কলকাতা মেট্রোর তরফে জানা গেছে, ওইদিন নির্ধারিত সময়ের ৭ ঘন্টা দেরিতে শুরু হবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটের মেট্রো পরিষেবা। এছাড়াও দোলের দিন ধর্মতলা-হাওড়া এবং শিয়ালদহ-সেক্টর-৫ রুটে মেট্রো চলাচল শুরু হবে ৮ ঘণ্টা পর। অর্থাৎ অন্যান্য দিন যেখানে সকাল ৭ টা থেকে মেট্রো পরিষেবা চালু হয়, দোলের দিন এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটে পরিষেবা শুরু হবে দুপুর ৩টে থেকে। একইভাবে শিয়ালদহ-সেক্টর-৫ রুটেও ওইদিন দুপুর ৩ টে থেকে চলবে পাতালরেল।

জানা গেছে, দোলের দিন এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটে ১৩০ টি মেট্রোর পরিবর্তে চলবে মাত্র ৪২ টি মেট্রো। এর মধ্যে ২১ টি মেট্রো চলবে এসপ্ল্যানেড থেকে এবং ২১ টি মেট্রো চলবে হাওড়া ময়দান থেকে। ওইদিন ১৫ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। এদিকে শিয়ালদহ-সেক্টর ৫ রুটে দোলের দিন ১০৬ টি মেট্রোর পরিবর্তে চলবে মাত্র ২২ টি মেট্রো। যার মধ্যে ১১ টি ছাড়বে শিয়ালদহ থেকে এবং ১১ টি ছাড়বে সেক্টর-৫ থেকে। এই রুটে ৩০ মিনিট পরপর মেট্রো পাওয়া যাবে। দোলযাত্রার দিন হাওড়া ময়দান ও এসপ্ল্যানেড থেকে শেষ মেট্রো রাত ৯.৪৫ এর পরিবর্তে ছাড়বে রাত ৮ টায়। অন্যদিকে সল্টলেক সেক্টর-৫ ও শিয়ালদহ থেকে শেষ মেট্রো রাত ৯.৪০ এর পরিবর্তে ছাড়বে রাত ৮ টায়।