আর কয়েকদিন পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে উদ্বোধন হবে ‘ইস্ট-ওয়েস্ট মেট্রো’ প্রকল্পের। এই প্রকল্পের আওতায় গঙ্গার নীচ দিয়ে মেট্রো রেল চালানোর বিষয়ে সুড়ঙ্গ নির্মাণের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যে প্রায় এক কিলোমিটার লম্বা এই সুড়ঙ্গে আলো বসানোর কাজও সম্পন্ন করেছে মেট্রো কর্তৃপক্ষ। তবে এইসব কাজ পরিদর্শন করে মাসখানেক আগে গ্রীন সিগন্যাল দেন নি রেলের সেফটি কমিশনার। কারণ, সেই সময় সেখানে সুরক্ষার একাধিক গাফিলতি ধরা পড়েছিল বলে খবর। সেই কারণে ফের অপেক্ষার প্রহর বেড়ে যায় এই রুট চালু হওয়ার জন্য।
এই রুটে যাত্রী পরিবহন বিপুল পরিমাণ হতে পারে বলে অনুমান করছে মেট্রোরেল কর্তৃপক্ষ। কারণ প্রতিদিনই হাওড়া স্টেশন থেকে কলকাতায় আসেন লক্ষ লক্ষ মানুষ, উল্টোদিক থেকেও একই পরিমান যাত্রীদের চাপ থাকবে। তাই এই কথাটি মাথায় রেখেই খুব অল্প সময়ের ব্যবধানে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। সূত্রের খবর, ১২ মিনিট অন্তর এই রুটে মেট্রো চালাবে রেল কর্তৃপক্ষ। এর মাধ্যমে এই রুটে মেট্রোর ভিড় সামাল দেওয়া যাবে বলে খবর।
কিন্তু গঙ্গার নীচে মেট্রোর ভাড়া কত হবে? এবার এই বিষয়টি নিয়ে একটি তথ্য সামনে এল, যা শুনে আনন্দে লাফিয়ে উঠবেন যাত্রীরা। কারণ, এবার একবার টিকিট কেটেই সরা থেকে যাওয়া যাবে কলকাতার যেকোনো মেট্রো স্টেশনে। এক্ষেত্রে নূন্যতম মাত্র ৫ টাকা ভাড়া রাখা হয়েছে। তবে ৫ টাকার টিকিট শুধুমাত্র হাওড়া থেকে হাওড়া ময়দান অবধি যাওয়া যাবে। হাওড়া থেকে মহাকরণ ও এসপ্ল্যানেড আসার ভাড়া রাখা হয়েছে ১০ টাকা৷ তবে হাওড়া থেকে টিকিট কেটেই এসপ্ল্যানেড থেকে ধরা যাবে নর্থ-সাউথ মেট্রো। এক্ষেত্রে এসপ্ল্যানেড থেকে উত্তরে দক্ষিণেশ্বর, বরানগর, নোয়াপাড়া এবং দক্ষিণে দক্ষিণে মাস্টারদা সূর্য সেন, গীতাঞ্জলি, কবি নজরুল, শহিদ ক্ষুদিরাম, কবি সুভাষ যাওয়ার ভাড়া পড়বে ৩০ টাকা৷
সম্প্রতি, উদ্বোধনের আগেই এই ভাড়ার তালিকা প্রকাশ করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এই তালিকা মোতাবেক হাওড়া থেকে নিউ গড়িয়া-রুবি রুটে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনে যাওয়ার জন্য যাত্রীদের ভাড়া দিতে হবে ৫০ টাকা৷ তবে হাওড়া থেকে কবি সুকান্তও যতীন্দ্রনাথ নন্দী স্টেশনের ভাড়া রয়েছে ৪০ টাকা। এছাড়াও হাওড়া থেকে সত্যজিৎ রায় স্টেশনে যাওয়ার ভাড়া রাখা হয়েছে ৩৫ টাকা৷ এছাড়াও নর্থ-সাউথ রুটে হাওড়া থেকে উত্তরে দমদম, বেলগাছিয়া, শ্যামবাজার এবং দক্ষিণে নেতাজি, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত ভাড়া রয়েছে ২৫ টাকা। এছাড়াও মাত্র ২০ টাকার টিকিটে হাওড়া থেকে যাওয়া যাবে শোভাবাজার-সুতানুটি, গিরিশ পার্ক, মহাত্মা গান্ধি রোড, রবীন্দ্র সদন, নেতাজি ভবন এবং যতীন দাস পার্ক স্টেশন। পাশাপাশি, হাওড়া থেকে সেন্ট্রাল, পার্ক স্ট্রিট, চাঁদনি ও ময়দান পর্যন্ত যেতে ভাড়া গুনতে হবে ১৫ টাকা করে এবিং হাওড়া থেকে দমদম ক্যান্টমেন্ট যেতে হলে কাটতে হবে ৪০ টাকার টিকিট।