প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Kolkata: বিদায়, এলিট! ব্রিটিশ আমলের সিনেমা হল গুঁড়িয়ে তৈরি হবে অত্যাধুনিক শপিং মল!

কলকাতা, পশ্চিমবঙ্গের প্রাণকেন্দ্র। এই একটা শহরকে ঘিরেই গোটা বিশ্ব আজ বাঙালির সঙ্গে পরিচিত। আর হবে নাই বা কেন, কলকাতা যে একসময় ভারতের রাজধানী ছিল। তাই ইতিহাস আর ঐতিহ্য কলকাতার আনাচে…

Published By: Debaprasad Mukherjee | Published On:

কলকাতা, পশ্চিমবঙ্গের প্রাণকেন্দ্র। এই একটা শহরকে ঘিরেই গোটা বিশ্ব আজ বাঙালির সঙ্গে পরিচিত। আর হবে নাই বা কেন, কলকাতা যে একসময় ভারতের রাজধানী ছিল। তাই ইতিহাস আর ঐতিহ্য কলকাতার আনাচে কানাচে ছড়িয়ে আছে। যেভাবে এই শহর কলকাতা দেখেছিল স্বাধীনতা আন্দোলনের চরম একটা রূপ, বঙ্গভঙ্গের চরম নৃশংসতা, সেভাবেই এই শহরটা এখন আর পাঁচটা শহরকে নানা দিকে টক্কর দেয়। কিন্তু আধুনিক হয়েও কলকাতার বুকে রয়ে গেছে ইতিহাসের কিছু টুকরো। কলকাতার বুকে এখনো দাঁড়িয়ে আছে ব্রিটিশ আমলে তৈরি বিল্ডিং, মনুমেন্ট, সবকিছুই।

কিন্তু এই শহর শহর কলকাতার প্রাণকেন্দ্র থেকে এবার নিশ্চিহ্ন হয়ে গেল লাখ লাখ স্মৃতি দিয়ে তৈরি একটি বিল্ডিং। এই বিল্ডিং কিন্তু সাধারণ কোনো বিল্ডিং নয়, এই বিল্ডিং বহুকাল ধরে ধর্মতলার চক্রব্যূহের সহজ ল্যান্ডমার্ক হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এবার আর থাকবে না। কথা বলছি, এলিট সিনেমা হলকে নিয়ে। এই সিনেমা হলের নাম শোনেনি এমন কলকতাবাসী খুঁজে পাওয়া যায়। তাই কলকাতার বুক থেকে এমন এক ল্যান্ডমার্কের শেষ বিদায় দেখতে সম্প্রতি ভিড় জমেছিল সেখানে। সেখানে দাঁড়িয়েই কেউ একটা বলেছিলেন, ‘চাকরি পেয়ে প্রথম এলিটে সিনেমা দেখতে এসেছিলাম’। এমন স্মৃতি অনেকেরই রয়ে গেছে এই স্থানকে ঘিরে।

কিন্তু এই সবকিছু এখন অতীত হতে চলেছে। কারণ নস্টালজিক এলিটের থেমে যাওয়াটা তো কয়েকবছর আগেই ঘটে গেছে। এলিটের মৃত্যু হয়েছে কয়েকবছর আগে। মাল্টিপ্লেক্সের দাপাদাপিতে কম্পিটিশনে আর টিকতে পারেনি জরাজীর্ণ এলিট। দাঁড়িয়ে ছিল শুধু কাঠামোটা। যেটা আবার করোনা টিকাকেন্দ্র হয়ে উঠেছিল করোনাকালীন সময়ে। কিন্তু এই সিনেমা হলের ইতিহাস বহু পুরানো। ১৯১৫ সালে প্যালেস অফ ভ্যারাইটি নাম দিয়ে এই প্রেক্ষাগৃহের পথ চলা শুরু। তারপর ১৯৩৮ সালে এর নাম বদলে হয় এলিট। ভারতীয় সিনেমার অনেক উল্লেখযোগ্য মুর্হূতের সাক্ষী এই এলিট সিনেমা৷ বাংলা সিনেমার স্বর্ণযুগের বাহক এই এলিট৷ উত্তম কুমারের সপ্তপদী থেকে হৃত্বিকের কহোনা প্যার হ্যায়- সবই চলেছে এখানে।

তবে সিনেমার স্মৃতি এবার ফিকে হতে চলেছে এই স্থানে। কারণ শোনা গেছে এখানে এবার গড়ে উঠবে একটি শপিং মল। সিনেমা বাড়ি এবার শুধু জায়গা পাবে ইতিহাসের পাতায়। তবে এই শপিং মলে মাল্টিপ্লেক্স হতে পারে। কিন্তু সেই মাল্টিপ্লেক্সের নাম কি এলিটের নামে হবে? তা এখনো জানা যায়নি। তবে প্রশাসনের তরফে একটা ইঙ্গিত মিলেছে। কিন্তু এলিট কি আর ফিরে আসবে? হয়তো না। আগামী প্রজন্ম এই স্থানকে চিনবে কোনো আধুনিক শপিং মলের নামে। গুডবাই, এলিট।