প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Ration Card: ডিজিটাল রেশন কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন! জানুন অনলাইনে আবেদন প্রক্রিয়া

দেশে খাদ্যাভাব দূর করতে যুগান্তকারী রেশন ব্যবস্থার সূচনা ঘটে স্বাধীনতার পরেই। আর এখনো অবধি ভারতের প্রতিটি রাজ্যেই রেশন কার্ড রয়েছে এমন প্রত্যেক নাগরিক মাসে মাসে সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণ…

Published By: Debaprasad Mukherjee | Published On:

দেশে খাদ্যাভাব দূর করতে যুগান্তকারী রেশন ব্যবস্থার সূচনা ঘটে স্বাধীনতার পরেই। আর এখনো অবধি ভারতের প্রতিটি রাজ্যেই রেশন কার্ড রয়েছে এমন প্রত্যেক নাগরিক মাসে মাসে সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণ খাদ্যশস্য পেয়ে থাকেন। রেশন কার্ড থাকলে সেই কার্ডের ভিত্তিতে নির্ধারিত খাদ্য সামগ্রী দেওয়া হয় স্থানীয় রেশন দোকান থেকে। তবে সবার ক্ষেত্রে সমান খাদ্যদ্রব্য বণ্টন করা হয় না। কোন গ্রাহক কত পরিমানে খাদ্য শস্য পাবেন তা ঠিক হবে তাঁর রেশন কার্ডের ধরণের উপর।

তবে এই রেশন ব্যবস্থায় প্রচুর দুর্নীতি হয়েছে বিগত সময়ে। অনেকেই যারা মারা গেছেন, তাদের রেশন কার্ড ব্যবহার করেও অনেকেই রেশন তুলে যান। এছাড়াও করোনাকালীন সময়ে কেন্দ্রের তরফে যে বিনামূল্যে রেশন দেওয়া হত, তা নিয়েও হয়েছে দুর্নীতি। অনেক অযোগ্য ব্যক্তিও এই রেশনের সুবিধা লাভ করে থাকেন। তবে এবার এই ধরণের দুর্নীতি রুখতে বড়সড় পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তাই সরকারের তরফে এবার ডিজিটাল রেশন কার্ড চালু করা হয়েছে। আপনার হাতে যদি এমন কার্ড না থেকে থাকে, তাহলে জেনে নিন কিভাবে এই কার্ড করতে পারবেন।

অনলাইনে নন-সাবসিডি রেশন কার্ডের জন্য আবেদন করতে হলে প্রথমেই https://cfw.rabbitloader.xyz/eyJjIjp0cnVlLCJoIjoicG1tb2RpeW9qYW5hLmluIiwidiI6NjA0MjkyMzk0LCJpIjoiYjFkZGQ3NTAtOTJlOS00NTM4LWEyMzYtY2QxOGMzM2Q1ZDAwIn0/wp-content/uploads/2021/05/WEST-BENGAL-RATION-CARD.png- এই লিঙ্কে ক্লিক করে রেশন কার্ডের ফর্ম ডাউনলোড করতে হবে। তারপর ফর্ম ফিলাপ করে সেটিকে জমে দিতে হবে। সঙ্গে যেসব নথি লাগবে, সেগুলি হল- বৈধ মোবাইল নম্বর, আধার কার্ড, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, বৈধ ইমেল আইডি ইত্যাদি।

তবে পশ্চিমবঙ্গ সরকওর যে ডিজিটাল রেশন কার্ড দেয় সেটির জন্য আবেদনের প্রক্রিয়া কিন্তু আলাদা। এটির জন্যও অনলাইন আবেদন করতে হবে। তার জন্য প্রথমেই মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার থেকে ব্রাউজার খুলে ঢুকতে হবে https://wbpds.gov.in/-এর ওয়েবসাইটে। এবার হোম পেজ খুলে গেল সেখানে “Click here to apply” অপশন খুঁজে সেটিতে ক্লিক করতে হবে।দ্বার মোবাইল নম্বর লিখতে হবে। তারপর ‘GET OTP’ অপশনে ক্লিক করতে হবে। ‘OTP’ লিখে নম্বরটি যাচাই করতে ‘VALIDATE’ অপশনে ক্লিক করতে হবে। এবার আবেদনপত্র পূরণ করতে হবে। অবশেষে, ‘SUBMIT’ বাটনে ক্লিক করতে হবে। তাহলেই আপনার বাড়িতে চলার আসবে ডিজিটাল রেশন কার্ড।