বঙ্গের হৃদস্পন্দন হল শহর কলকাতা। প্রাচীনকাল থেকেই শহর কলকাতা জায়গা করে নিয়েছে কোটি কোটি মানুষের। ব্রিটিশ শাসনকালে শহর কলকাতার বিকাশ হয় ব্যাপকভাবে। তিনটি গ্রামকে নিয়ে তৈরি হওয়া এই শহর আজকালকার দিনে বিশ্বের সব জনপ্রিয় শহরের তালিকায় জায়গা পায়। তার কারণ হল এই শহরে প্রাচীনত্ব ও আধুনিকতার মেলবন্ধন। এখনো যেমন শহর কলকাতার বুকে রয়েছে শতাব্দী প্রাচীন অনেক অট্টালিকা ও স্থাপত্য, তেমনই আবার অত্যাধুনিক মেট্রোর সুবিধা পেয়ে থাকেন তিলোত্তমা নগরে আগত সকলেই। সেই কারণেই শহর কলকাতাকে ‘সিটি অফ জয়’ বা আনন্দের শহর বলা হয়।
তবে কলকাতা শহর এখন ঐতিহাসিক পর্যায়কাল পেরিয়ে গা ভাসিয়েছে আধুনিকতার স্রোতে। সেই কারণেই শহরের নানা নানা নানারকম ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে কলকাতা পুরসভার পক্ষ থেকে। আর এবার কলকাতা শহরের বুকে এমন এক বড় ঘোষণা হয়ে গেল, যা শুনে আনন্দে আটখানা হচ্ছেন কলকাতা শহরের বাসিন্দারা। কারণ এবার থেকে কলকাতা পুরসভার যেকোনো ওয়ার্ডে বসবাস করলেও দিতে হবে না জলের ফেরুল পরিষ্কারের কোনো টাকা। তিলোত্তমার প্রতিটি ওয়ার্ডে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে ঘোষণা করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
উল্লেখ্য, কলকাতার মতো বড় শহরের বাড়ি বাড়ি জল পরিবহন করা হয় পুরসভার পক্ষ থেকে। একটি নির্দিষ্ট সিস্টেমে এই জল পরিবহনের কাজ নিয়ন্ত্রিত হয়। এবার এই জল নেওয়ার জন্য শহরের প্রতিটি বাড়িতে লাগানো থাকে একটি করে ফেরুল। এর মাধ্যমে পুরসভার জলের পাইপলাইন থেকে পয়েন্ট করে জল নেওয়া হয় বাড়িতে। এবার জল পরিবহন ব্যবস্থা সুচারু রাখতে এই ফেরুল নিয়মিত পরিষ্কার করা জরুরি। আর এবার থেকে শহরের সব বাড়িতে এই ফেরুল পরিষ্কারের পরিষেবা বিনামূল্যে দেবে কলকাতা পুরসভা।
এতদিন ধরে বিনামূল্যে ফেরুল পরিষেবা পাওয়া যেত কলকাতা পুরসভার ১ থেকে ১০০ নম্বর ওয়ার্ড অবধি। বাকি ৪৪ ওয়ার্ডের বাসিন্দাদের এর জন্য ১০০ টাকা গুনতে হত। যদিও বাস্তবে এই টাকার অঙ্ক হাজার ছাড়িয়ে যেত। তবে এই বিষয়টি নিয়ে ওই ৪৪ ওয়ার্ডে বাড়ছিল অসন্তোষ। তবে এবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সাফ জানিয়ে দিয়েছেন যে শহরের ১৪৪ ওয়ার্ডের বাসিন্দা বিনামূল্যে এই ফেরুল পরিষ্কারের সুবিধা পাবেন। যদিও বাজেটে এই খরচ ১০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছিল। তবে এবার তা সম্পূর্ণ বিনামূল্যে হতে চলেছে।