প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Dankuni: এয়ারপোর্টের সব সুবিধা মিলবে ডানকুনি স্টেশনে! কয়েকমাস পর গেলে চিনতেই পারবেন না

বর্তমানে রেলের উন্নতিসাধনের জন্য একাধিক বড়সড় পদক্ষেপ নিচ্ছে ভারতীয় রেল। একদিকে ট্রেনের গতি বাড়ানোর জন্য যেমন বন্দে ভারত এক্সপ্রেস ও অমৃত ভারত এক্সপ্রেসের মতো ট্রেন লঞ্চ হয়েছে দেশে, তেমনই আবার…

Published By: Debaprasad Mukherjee | Published On:

বর্তমানে রেলের উন্নতিসাধনের জন্য একাধিক বড়সড় পদক্ষেপ নিচ্ছে ভারতীয় রেল। একদিকে ট্রেনের গতি বাড়ানোর জন্য যেমন বন্দে ভারত এক্সপ্রেস ও অমৃত ভারত এক্সপ্রেসের মতো ট্রেন লঞ্চ হয়েছে দেশে, তেমনই আবার ট্রেনের লাইনের উন্নতিসাধন ঘটাতে কাজ চলেছে জোরকদমে। একইসঙ্গে ভারতের সবকটি রেল স্টেশনকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে ভারতীয় রেল। ইতিমধ্যে অনেক স্টেশনে কাজ শুরু হয়েছে। আর এবার ডানকুনি স্টেশনকে সাজিয়ে তোলার বিষয়ে নেওয়া হল বড়সড় এক পদক্ষেপ। এই বিষয়ে এবার জেনে নিন বিস্তারিত।

ডানকুনি হল পূর্ব রেলের একটি গুরুত্বপূর্ণ স্টেশন। এই স্টেশনের গুরুত্ব এক জায়গাতেই, এই স্টেশনের থেকে যেমন হাওড়া স্টেশনেও যাওয়া যায়, তেমনই আবার এখন থেকে শিয়ালদহ যাওয়ার ট্রেনও পাবেন যাত্রীরা। অর্থাৎ, দুটি বৃহৎ জংশনকে একসাথে জুড়ে দেয় এই ডানকুনি স্টেশন। সেই কারণেই কলকাতা শহরের বাইরে অবস্থিত হয়েও কলকাতার সঙ্গে জুড়ে যায় এই ডানকুনি স্টেশনের নাম। রোজ লক্ষ লক্ষ মানুষ এই স্টেশন দিয়ে যাতায়াত করে। একইভাবে বহু লোকাল ও এক্সপ্রেস ট্রেন এই স্টেশনে দাঁড়ায়।

সেই কারণেই এবার ডানকুনি স্টেশনকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে পূর্ব রেল। এবার ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায় নতুন রূপ দেওয়া হচ্ছে ডানকুনি স্টেশনকে। আর এই কারণে স্টেশনে ইতিমধ্যে কাজও শুরু হয়ে গেছে। জানা গেছে, ডানকুনি জংশনের প্রধান বিল্ডিংটি পুরানো ছিল, যেটিকে নতুন করে গড়ে তোলা হচ্ছে। একইসঙ্গে স্টেশনে বসছে ওয়াটার কুলার। প্ল্যাটফর্মে অতিরিক্ত আলো ও পাখার গতি বাড়ানো হচ্ছে। একইসঙ্গে প্ল্যাটফর্মে ওঠানামার জন্য চলমান সিঁড়ি ও লিফট তৈরি করা হচ্ছে। সেই সঙ্গে স্টেশনের পরিচ্ছন্নতার দিকটিও লক্ষ্য রাখা হচ্ছে।

উল্লেখ্য, ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায় দেশের ৫০৮ টি স্টেশনের রূপ পরিবর্তন করার উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। ডানকুনি স্টেশনকে এই কারণেই ঢেলে সাজানো হচ্ছে। তবে শুধুমাত্র ডানকুনি নয়, রাজ্যের একাধিক স্টেশনকে একইভাবে ঢেলে সাজাচ্ছে পূর্ব রেল। সেই তালিকায় নাম রয়েছে দমদম জংশন, সোনারপুর, তারকেশ্বর, শেওড়াফুলি, চন্দননগর, পাণ্ডবেশ্বর, ব্যারাকপুর, কাটোয়া, রামপুরহাট, বোলপুর শান্তিনিকেতন। এই সব স্টেশনেই একইভাবে উন্নতমানের পরিষেবা চালু করা হচ্ছে।