প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

LPG Price: মার্চের শুরুতেই বাড়লো গ্যাসের দাম, কলকাতায় সিলিন্ডার প্রতি ২৪ টাকা বেশি গুনতে হবে গ্রাহকদের

গত বছরের মাঝামাঝি সময়ে সারা দেশে কমেছিল বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম। কেন্দ্র সরকার দেশবাসীর নাজেহাল অবস্থার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল। কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক সমস্ত সিলিন্ডারে ২০০…

Published By: Debaprasad Mukherjee | Published On:

গত বছরের মাঝামাঝি সময়ে সারা দেশে কমেছিল বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম। কেন্দ্র সরকার দেশবাসীর নাজেহাল অবস্থার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল। কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক সমস্ত সিলিন্ডারে ২০০ টাকা করে কমছিল গ্যাসের দাম। তবে যেহেতু উজ্জ্বলা যোজনার অন্তর্গত গ্যাস সিলিন্ডার আগে থেকেই ২০০ টাকা কম দামে পাওয়া যেত, তেই সেই সিলিন্ডার এখন মোট ৪০০ টাকা সাশ্রয়ে পাওয়া যাচ্ছে। লোকসভা ভোটের আগে কেন্দ্রের এই সিদ্ধান্ত দেশবাসীর কাছে অনেকটাই স্বস্তি বয়ে এনেছে।

এদিকে দেখতে দেখতে হাজির নতুন আরেকটি মাস। ফেব্রুয়ারি পেরিয়ে আমরা এখন পা দিয়েছি মার্চে। যেহেতু এই মাসকে অর্থবর্ষের সন্ধি হিসেবে ধরা হয়, তাই দেশের নানা অর্থ ব্যবস্থার আপডেট পাওয়া যায় মার্চের শুরুতেই। আর এই নতুন মাসে রোজকার জীবনে ব্যবহৃত একটি সামগ্রী নিয়ে এল এক বড় আপডেট। এবার মার্চের শুরুতেই বেড়ে গেল এলপিজি সিলিন্ডারের দাম কমে গেল। এবার কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো গোটা দেশে। ১ লা মার্চ এই দাম বৃদ্ধির খবর ঘোষণা করেছে তেল বিপণন কোম্পানিগুলি। এবার কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার প্রতি বেড়েছে ২৪ টাকা। অর্থাৎ এবার থেকে বেশি দাম দিয়ে কিনতে হবে নীল রংয়ের এই কমার্শিয়াল গ্যাসের সিলিন্ডারেরও। আর এই খবর যথেষ্ট অস্বস্তি বাড়াবে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষকেও।

এবার থেকে শহর কলকাতায় বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার কেনা যাবে ১,৯১১ টাকায়। উল্লেখ্য, এর আগে সিলিন্ডার প্রতি এই দাম ছিল একটু কম। জানুয়ারি মাসে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার কিনতে কলকাতা শহরে গুনতে হত ১,৮৮৭ টাকা। কলকাতা ছাড়াও অন্যান্য মেট্রো শহরের দিকে নজর দিলে দেখা যাচ্ছে যে রাজধানী দিল্লিতে এখন এই দাম বেড়ে হয়েছে ১,৭৯৫ টাকা। যা ২৫.৫০ টাকা বেড়েছে। এছাড়াও মুম্বইয়ে প্রতিটি সিলিন্ডার বাণিজ্যিক গ্যাসের দাম হয়েছে ১,৭৪৯ টাকা। এই শহরের ২৫.৫০ টাকা বেড়েছে দাম। চেন্নাইয়ে সিলিন্ডার প্রতি কমার্শিয়াল গ্যাসের দাম ২৩.৫০ টাকা বেড়ে হয়েছে ১,৯৬০.৫০ টাকা।

উল্লেখ্য, গত বছর রাখী পূর্ণিমার আগেই দেশে কমেছিল গৃহস্থালির ব্যবহার্য এলপিজি সিলিন্ডারের দাম। সাধারণত সিলিন্ডার প্রতি ২০০ টাকা কমেছিল এই গ্যাসের দাম। ফলে স্বস্তি ফিরে পেয়েছিল সাধারণ মানুষ। সেই দাম আর বাড়েনি। বর্তমানে ডোমেস্টিক সিলিন্ডারের দাম কলকাতায় র্যেকগে ৯২৯ টাকা, দিল্লিতে রয়েছে ৯০৩ টাকা, মুম্বইয়ে রয়েছে ৯০২.৫ টাকা এবং চেন্নাইয়ে রয়েছে ৯১৮.৫ টাকা। তবে এই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে যাওয়ার কারণে স্বস্তি দূর হবে হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের। এর প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনের উপরেও। কারণ এর ফলে খাবারের দাম বাড়বে লাগামহীন ভাবে।