প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Tourism: দীঘার ট্রেনে একবারে পাবেন কনফার্ম টিকিট, পর্যটকদের জন্য বিরাট ব্যবস্থা চালু করলো রেল

শেষের মুখে শীতকাল। প্রবল ঠান্ডায় অনেকেই বেড়াতে যেতে পারেন না। তাই এই সময়কে অনেকেই বেছে নেন বেড়ানোর সময় হিসেবে।তাই এই সময়ে কেউ কেউ বাইরে বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন। এক্ষেত্রে কারো…

Published By: Debaprasad Mukherjee | Published On:

শেষের মুখে শীতকাল। প্রবল ঠান্ডায় অনেকেই বেড়াতে যেতে পারেন না। তাই এই সময়কে অনেকেই বেছে নেন বেড়ানোর সময় হিসেবে।তাই এই সময়ে কেউ কেউ বাইরে বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন। এক্ষেত্রে কারো গন্তব্য যেমন হবে পাহাড়, কারো সমুদ্র, কারো ঐতিহাসিক স্থান, কারো ধর্মীয় স্থান, কারো আবার কখনো কোনো শান্ত জায়গা। এর মাঝে অনেকেই বিদেশ ট্যুরে কিংবা ভিনরাজ্যের কোনো দর্শনীয় স্থানে যাওয়ার পরিকল্পনা করছেন। অনেকেই আবার কাছেপিঠের কোনো সুন্দর জায়গা খুঁজছেন নেন হলিডে ডেস্টিনেশন হিসেবে। সেখানেই দিনকয়েক কাটিয়ে আবার শুরু হবে কর্মব্যস্ততা।

বাঙালির কাছেপিঠের সুন্দর জায়গার অন্যতম হল দার্জিলিং ও দীঘা। উত্তরবঙ্গে অবস্থিত ছবির মতো শহর দার্জিলিংকে বাংলার পর্যটন শিল্পের অন্যতম আধার হিসেবে ধরা হয়। দার্জিলিংয়ে বছরের নানা সময়ে হাজার হাজার পর্যটক ভিড় জমান। তবে অক্টোবর থেকে ডিসেম্বর অবধি সেখানে সবথেকে বেশি ভিড় হয়। শুধু বাঙালি নয়, ভিনদেশ থেকেও পর্যটকরা আসেন দার্জিলিংয়ে। অন্যদিকে বাংলার অন্যতম সমুদ্র সৈকত রয়েছে দীঘায়। এই শহরটিকে সৈকত-নগরী বলা হয়ে থাকে। তাই বাঙালির হাতের কাছে ছুটির গন্তব্য বলতে অনেকেই দীঘাকে বোঝেন।

আর এই সময়ে যেহেতু পর্যটকদের সংখ্যা বেড়ে যায়, সেই কারণে ট্রেনে টিকিট পাওয়া মুশকিল হয়ে যায়। কারণ দক্ষিণবঙ্গ থেকে অর্থাৎ হাওড়া বা শিয়ালদহ স্টেশন থেকে উত্তরবঙ্গের ট্রেন খুব একটা বেশি নেই। একইভাবে উত্তরবঙ্গ থেকেও দীঘা আসার ট্রেনের সংখ্যাটা কম। সেই কারণেই এইসব ট্রেনের টিকিট পাওয়া দুরূহ হয়ে যায়। তবে এবার এই সমস্যা থেকে যাত্রীদের মুক্তি দিতে উদ্যোগী হয়েছে ভারতীয় রেল। কারণ এবার উত্তরবঙ্গের একটি ট্রেনে বাড়ানো হচ্ছে এসি কোচের সংখ্যা। একইসঙ্গে দীঘা আসার ট্রেনেও বাড়ানো হচ্ছে কোচের সংখ্যা। একনজরে দেখে নিন কোন কোন ট্রেনে বাড়ছে কোচের সংখ্যা।

রেল সূত্রে যেমনটা জানা গেছে তাতে দেখা যাচ্ছে, ১৩১৪১ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার এবং ১৩১৪২ নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ তিস্তা তোর্ষা এক্সপ্রেস ট্রেন দুটিতে একটি করে অতিরিক্ত এসি ৩-টিয়ার এবং একটি অতিরিক্ত কম্পোজিট এসি কোচ বাড়ানো হয়েছে। এদিকে ১৩১৪৮ মালদহ-দীঘা এবং ১৩১৪৭ দীঘা-মালদহ এক্সপ্রেস ট্রেন দুটিতেও স্থায়ী ভিত্তিতে একটি অতিরিক্ত সাধারণ কোচ সংযুক্ত করা হয়েছে। ৩১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকরী হয়েছে বলে জানিয়েছে রেল। এর ফলে উপকৃত হবেন হাজার হাজার যাত্রী।