প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Rail Station: স্টেশনে বসে অস্বস্তির দিন শেষ, একাধিক স্টেশনে অত্যাধুনিক পাখা বসাচ্ছে পূর্ব রেল

কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত ভারতীয় রেলের নেটওয়ার্ক। প্রায় প্রতিদিনই দেশজুড়ে লক্ষ লক্ষ মানুষ ট্রেনের মাধ্যমে পৌঁছে যান নির্দিষ্ট গন্তব্যে। রেলকে অন্য আঙ্গিকে দেশবাসীর কাছে তুলে ধরতে যেমন বন্দে ভারত…

Published By: Debaprasad Mukherjee | Published On:

কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত ভারতীয় রেলের নেটওয়ার্ক। প্রায় প্রতিদিনই দেশজুড়ে লক্ষ লক্ষ মানুষ ট্রেনের মাধ্যমে পৌঁছে যান নির্দিষ্ট গন্তব্যে। রেলকে অন্য আঙ্গিকে দেশবাসীর কাছে তুলে ধরতে যেমন বন্দে ভারত এক্সপ্রেসের মতো সেমি-হাইস্পিড ট্রেন চালু করা হয়েছে, তেমনই আবার ট্রেনের ট্র্যাকগুলিকে নবরূপে গঠন করা হচ্ছে কোনরূপ দুর্ঘটনা এড়াতে। টিকবে এর পাশাপাশি, দেশের স্টেশনগুলিকে সাজিয়ে তুলতে অমৃত ভারত স্কিম চালু হচ্ছে গোটা দেশে। ভারতীয় রেলের এই প্রকল্পের মাধ্যমে দেশের সব স্টেশনকে সাজিয়ে তোলা হচ্ছে অন্যরূপে। অত্যাধুনিক পরিষেবা দেওয়ার পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে নানা ব্যবস্থা চালু হচ্ছে স্টেশনে স্টেশনে।

আর এবার আমাদের রাজ্যের ৬২ টি স্টেশনকেও সাজানো হবে নবরূপে। রেল সূত্রে জানা গেছে, বাংলার ৬২ টি স্টেশনকে অমৃত ভারত স্কিমের আওতায় রাখা হয়েছে। এর মধ্যে যেসব স্টেশন রয়েছে শহুরে এলাকায় সেখানে স্টেশনের মধ্যেই রেস্তোরাঁ, ক্যাফে এবং লাউঞ্জের মতো সুবিধা দেওয়া হবে। এছাড়াও স্টেশনে চলমান সিঁড়ি ও লিফটের ব্যবস্থা চালু করা হবে। এই মর্মে, ইতিমধ্যে কাজ শুরু ককরে দিয়েছে পূর্ব রেল। তবর এবার প্রখর গ্রীষ্মে যাত্রীদের স্বস্তি দিতে বড় পদক্ষেপ নিচ্ছে পূর্ব রেল।

ইতিমধ্যে দক্ষিণবঙ্গের ভালো গরম পড়েছে। আর এই গরমে দিনের বেলায় স্টেশনে বসে থাকা দুঃসহ হয়ে পড়ে যাত্রীদের কাছে। বিশেষ করে হাওড়া এবং শিয়ালদহর মতো বড় জংশনে ভিড় ও ট্রেন বেশি থাকায় গরম আরো বেশি হয়। তবে এই দুটি স্টেশনে এবার বসানো হচ্ছে কিছু আধুনিক বৈদ্যুতিক পাখা। বড় আকৃতির ধীর গতির পাখা লাগানো হচ্ছে আরো একাধিক স্টেশনে। জানা গেছে অত্যাধুনিক প্রযুক্তির হাই-ভলিউম লো-স্পীড ফ্যান হবে এগুলি। এই ফ্যানে বিদ্যুতের খরচ কম হবে বলে জানা গেছে। এছাড়াও পাখার কোনো শব্দ হবেনা। বেশি স্থানে পৌঁছে যাবে ঠান্ডা বাতাস।

জানা গেছে, হাওড়া ওল্ড স্টেশন কমপ্লেক্স এলাকায় ১২ টি, হাওড়া নিউ স্টেশন কমপ্লেক্স এলাকায় ৭ টি, তারকেশ্বর স্টেশনের বুকিং অফিস এলাকায় ২ টি এবং একটি বর্ধমান জংশনের স্লিপার ক্লাস ওয়েটিং হলে ১ টি এমন পাখা ইতিমধ্যে চালু রয়েছে। তবে এবার হাওড়া ওল্ড স্টেশন কমপ্লেক্সে আরও ১১ টি এই পাখা বসানো হবে। এই বিষয়ে উড়বে রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “ইচভিএলএস পাখাগুলি আমাদের যাত্রীদের জন্য একটি উচ্চতর ভ্রমণ অভিজ্ঞতা প্রদানের প্রতি আমাদের প্রতিশ্রুতিকে জোরদার করবে।”