প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Civic Volunteer: সিভিক ভলান্টিয়ারদের জন্য ‘হাফ-ডজন’ আপডেট! বেতন বৃদ্ধি, চাকরির নিশ্চয়তা, বদলির সুযোগ

পশ্চিমবঙ্গে দিন দিন বেকারত্বের পরিমান বাড়ছে। তাই বেকারত্বের সমস্যার সহজ সমাধান খুঁজতে নানা সব পদক্ষেপ নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার। এর মধ্যে যেমন অনেক শূন্যপদে হয়েছে নিয়োগ, তেমনই আবার শুন্যপদের…

Published By: Debaprasad Mukherjee | Published On:

পশ্চিমবঙ্গে দিন দিন বেকারত্বের পরিমান বাড়ছে। তাই বেকারত্বের সমস্যার সহজ সমাধান খুঁজতে নানা সব পদক্ষেপ নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার। এর মধ্যে যেমন অনেক শূন্যপদে হয়েছে নিয়োগ, তেমনই আবার শুন্যপদের অভাবে তৈরি হয়েছে নানা শূন্যপদ। এর ফলে উপকৃত হচ্ছেন বাংলার হাজার হাজার বেকার যুবক ও যুবতীরা।

রাজ্যের বুকে সিভিক ভলান্টিয়ার হল এমন একটি পদ, যা প্রশাসনিক স্তরে একদিকে যেমন পুলিশকে সাহায্য করে ব্যাপকভাবে, তেমনই আবার অন্যদিকে এই পদ রাজ্যের বেকারত্বের সমস্যা অনেকটাই কমিয়ে দিয়েছে। কারণ সহজ যোগ্যতার মাপকাঠিতে বিচার করে কোনরূপ পরীক্ষা না নিয়ে এই পদে নিয়োগ করে রাজ্য সরকার। আর এবার এই সিভিক পুলিশের পদ নিয়ে এল এমন ৬ টি আপডেট, যা শুনলে খুশিতে লাফিয়ে উঠবেন আপনিও।

● বেতন বৃদ্ধি: চলতি বছর পশ্চিমবঙ্গের রাজ্য বাজেটে সিভিক ভলান্টিয়ারদের বেতন বৃদ্ধির ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই বৃদ্ধির ফলে সিভিক ভলেন্টিয়ারদের মাসিক বেতন ১০ হাজার টাকা হল। প্রায় ২ লক্ষ সিভিক ভলেন্টিয়ার মার্চ মাস থেকে বর্ধিত হারও বেতন পাবেন, যা এপ্রিলে হাতে আসবে।

● বোনাস বৃদ্ধি: চলতি বছরের শুরুতেই রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের অ্যাড-হক বোনাস বৃদ্ধির ঘোষণা করা হয়। সেই মোতাবেক এবার থেকে বছরে ৫,৩০০ টাকা বোনাস পাবেন রাজ্যের সব সিভিক ভলান্টিয়ার, যা এতদিন ছিল ২,০০০ টাকা।এর ফলে গ্রাম ও শহরাঞ্চলের সিভিক ভলান্টিয়াররা একই হারে বোনাস পাবেন।

● রাজ্য পুলিশে প্রোমোশনের সুযোগ: এবার থেকে রাজ্যের সিভিক ভলান্টিয়াররা রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এক্ষেত্রে ২০ শতাংশ সংরক্ষণ পাবেন তারা।তবে তার জন্য তার সব ধরণের যোগ্যতা থাকা আবশ্যক। তবে এই সিদ্ধান্ত এখনো আলোচনার স্তরে রয়েছে।

● অবসরকালীন অর্থ সাহায্য: যেকোনো সিভিক ভলান্টিয়ার ৬০ বছর বয়সে অবসর নিলে তিনি এককালীন ৫ লক্ষ টাকার অর্থ সাহায্য পাবেন। আগে এই অঙ্কটা কম ছিল। তবে সম্প্রতি এই ঘোষনা করে রাজ্য।

● বদলির সুযোগ: রাজ্যের ৪০ শতাংশ সিভিল ভলান্টিয়ার হলেন মহিলা। এবার তাদের ক্ষেত্রে বিয়ের পর চাকরি নিয়ে সমস্যা দেখা যায়। তবে এবার থেকে শুধুমাত্র মহিলারা এক্ষেত্রে বদলির সুযোগ পেতে চলেছেন। এই সিদ্ধান্তও আলোচনার স্তরে রয়েছে।

● চাকরির নিশ্চয়তা: রাজ্যের প্রতিটি সিভিক ভলান্টিয়ার ৬০ বছর বয়স অবধি চাকরির নিশ্চয়তা পাবেন। এমনকি চাকরি করাকালীন সময়ে তার মৃত্যু হলে তার পরিবারের একজনকে চাকরিও দেবে সরকার।