প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Eastern Railways: ভোল পাল্টে যাচ্ছে স্টেশনের, অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে সেজে উঠছে এই স্টেশন

বিশ্বের মধ্যে সর্বাধিক জনবহুল দেশ ভারত। তাই ভারতে নিত্যদিন মানুষের যাতায়াত করতে হয় এক স্থান থেকে অন্য স্থানে। আর বর্তমান সময়ে ভারতীয় রেল আমাদের দেশের গণপরিবহণ ব্যবস্থায় এক অন্যতম ভূমিকা…

Published By: Debaprasad Mukherjee | Published On:

বিশ্বের মধ্যে সর্বাধিক জনবহুল দেশ ভারত। তাই ভারতে নিত্যদিন মানুষের যাতায়াত করতে হয় এক স্থান থেকে অন্য স্থানে। আর বর্তমান সময়ে ভারতীয় রেল আমাদের দেশের গণপরিবহণ ব্যবস্থায় এক অন্যতম ভূমিকা পালন করে থাকে। প্রায় প্রতিদিনই দেশজুড়ে লক্ষ লক্ষ মানুষ ট্রেনের মাধ্যমে পৌঁছে যান নির্দিষ্ট গন্তব্যে। যাত্রী পরিবহন থেকে শুরু করে দৈর্ঘতার নিরিখে ভারতীয় রেল বিশ্বে চতুর্থ স্থান দখল করে। সুদূর জম্মু থেকে কন্যাককুমারী, আসাম থেকে রাজস্থান- সর্বত্র বিছিয়ে রয়েছে রেলের যোগাযোগ। আর এই বিশাল দেশে রেল ব্যবস্থা চালু রয়েছে বছরের সবকটি দিনই।

বর্তমানে রেলের উন্নতিসাধনের জন্য একাধিক বড়সড় পদক্ষেপ নিচ্ছে ভারতীয় রেল। একদিকে ট্রেনের গতি বাড়ানোর জন্য যেমন বন্দে ভারত এক্সপ্রেস ও অমৃত ভারত এক্সপ্রেসের মতো ট্রেন লঞ্চ হয়েছে দেশে, তেমনই আবার ট্রেনের লাইনের উন্নতিসাধন ঘটাতে কাজ চলেছে জোরকদমে। একইসঙ্গে ভারতের সবকটি রেল স্টেশনকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে ভারতীয় রেল। ইতিমধ্যে অনেক স্টেশনে কাজ শুরু হয়েছে। আর এবার বর্ধমান স্টেশনকে ঢেকে সাজাতে বিরাট উদ্যোগ নিয়েছে পূর্ব রেল। এই বিষয়ে এবার জেনে নিন বিস্তারিত।

উল্লেখ্য, এই স্টেশনের বিভিন্ন জিনিস নির্মাণ ও পুনঃণবিকরণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবিং এত প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে। আর এর মধ্যে এবার দ্বিতীয় পর্যায়ের কাজ শুরুর আগে প্রথম পর্যায়ের কাজের বিস্তারিত প্রকাশিত হল। রেল জানিয়েছে যে এই কাজের প্রথম পর্যায়ে ১৭.৬১ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। তাই ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত ২৪% অর্থায়নের ফলে ৪৫% নির্মাণকাজ সম্পূর্ণ হয়েছে। আর এই টাকায় যেসব কাজ হয়েছে, সেগুলি হল স্টেশন ভবন নির্মাণ, প্ল্যাটফর্ম পুনঃনির্মাণ ও যাত্রী চলাচলের এলাকা উন্নয়ন। এসবের ফলে বর্ধমান স্টেশনে যাত্রীদের অভিজ্ঞতা ভালো হয়েছে বলে জানিয়েছে রেল।

বর্ধমান স্টেশনে এসব কাজ সফলভাবে হওয়ার খতিয়ান যাত্রীদের মুখের হাসিতে ফুটে উঠছে। এই বিষয়ে পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “বর্ধমান রেল স্টেশনের পুনর্নির্মাণের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে যা যাত্রীদের জন্য পরিকাঠামো ও পরিষেবা প্রদানের ক্ষেত্রে একটি উদাহরণ ও আমাদের অঙ্গীকারের জ্বলন্ত সাক্ষ্য হয়ে থাকবে। পরবর্তী ধাপগুলিতে স্টেশনের সুযোগ-সুবিধা আরও উন্নত করার লক্ষ্যে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”