প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Tourism: হোটেল বুকিংয়ে বাড়বে ভোগান্তি! দীঘা, মন্দারমনি প্ল্যান করার আগে জেনে নিন নতুন নিয়ম

বাঙালির কাছেপিঠের অন্যতম ট্যুর ডেস্টিনেশন হল দীঘা। কেউ যেমন ছুটি কাটাতে যান সেখানে, তেমনই অনেকে আবার শীতের আমেজে ঝাউবনের মৃদুমন্দ বাতাসের মাঝে কষ্ট করে উনুন জ্বালিয়ে বনভোজন করতেও বেছে নেন…

Published By: Debaprasad Mukherjee | Published On:

বাঙালির কাছেপিঠের অন্যতম ট্যুর ডেস্টিনেশন হল দীঘা। কেউ যেমন ছুটি কাটাতে যান সেখানে, তেমনই অনেকে আবার শীতের আমেজে ঝাউবনের মৃদুমন্দ বাতাসের মাঝে কষ্ট করে উনুন জ্বালিয়ে বনভোজন করতেও বেছে নেন দীঘাকে। আবার অনেকেই রয়েছেন ভোজনরসিক, যারা সামুদ্রিক মাছ ও কাঁকড়ার রসনাতৃপ্তির উদ্দেশ্যে পাড়ি দেন বাংলার এই সমুদ্র সৈকতে। তবে উদ্দেশ্য যাই হোক না কেন, দীঘা সমুদ্র সৈকত বাঙালির মনে যেন একটা আলাদা জায়গা পায়। কারণ দীঘায় রয়েছে শান্ত সমুদ্রের নাতিশীতোষ্ণ নোনা বাতাসের সরগম। এই সমুদ্র সৈকতের ফাঁকা বালিয়াড়িতে বসে সূর্যোদয় বা সূর্যাস্ত বেশ নয়নাভিরাম দৃশ্য।

তবে বিগত কয়েকবছরে দীঘার পাশাপাশি রাজ্যের অন্যান্য সমুদ্র সৈকতগুলিও একইভাবে জনপ্রিয়তা পাচ্ছে পর্যটকদের জন্য। এক্ষেত্রে প্রথমেই নাম আসে মন্দারমনি ও তাজপুরের। এই দুই স্থানেও আজকাল হাজার হাজার পর্যটক ভিড় জমান। তবে এইসব পর্যটন স্থানে কিন্তু সমানুপাতিকভাবে বেশি হয় অপরাধমূলক কাজকর্মও। বিগত কয়েকবছরে সেই ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। কখনো কোনো হোটেল রুম থেকে যেমন মৃতদেহ উদ্ধারের ঘটনা সামনে আসে, তেমনই আবার কোনো কোনো হোটেলে রমরমিয়ে সারাবছর ধরে বক্সে মধুচক্রের আসর।

প্রশাসনের তরফে এই সমস্ত অপরাধমূলক কার্যকলাপ রুখতে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে ইতিমধ্যে। তবে পুরোপুরিভাবে এগুলিকে বন্ধ করা যায়নি। তার কারণ হল হোটেল কর্তৃপক্ষদের দায়িত্বহীন কাজকর্ম। তবে এসব বিষয়কে রুখতে এবার থেকে একটু নতুন পোর্টাল চালু করেছে পুলিশ। জানা গেছে, ‘অতিথি’ নামের এই পোর্টালের মাধ্যমে অপরাধমূলক কার্যকলাপ অনেকাংশে কমে যাবে। কারণ, এবার থেকে এইসব পর্যটনস্থলে আগত পর্যটকরা যখনই কোনো হোটেল রুম ভাড়া নেবেন, তার সমস্ত নথি আপলোড করা হবে এই পোর্টালে। যাতে পুলিশের হাতে সব তথ্য থাকে, তার জন্যই এই পদক্ষেপ বলে জানা গেছে।

একইসঙ্গে, এবার জুনপুট থানার নতুন বিল্ডিংয়ের উদ্বোধন করা হয়। জুনপুট উপকূল থানার নতুন বিল্ডিং উদ্বোধন করেন এডিজি অ্যান্ড আইজিপি পশ্চিমাঞ্চল ত্রিপুরারি অথর্ভ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর রেঞ্জের আইজি অনুপ জয়সওয়াল ও জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। একইসঙ্গে পুলিশের গেস্ট রিপোর্টিং পোর্টাল ‘অতিথি’র উদ্বোধন করা হয়। এই বিষয়ে পূর্ব মেদিনীপুরে পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, “পেটুয়াঘাটে মৎস্য বন্দরে ৫টি ঘরে ভাড়া নিয়ে থানা চলত। প্রশাসনিক কাজকর্ম করার ক্ষেত্রে বেশ সমস্যায় পড়তে হচ্ছিল।”