হাতে মাত্র কয়েকটা দিন। তারপরেই লোকসভা নির্বাচন শুরু হচ্ছে দেশজুড়ে। আগামী ১৯ এপ্রিল থেকে দেশজুড়ে লোকসভা ভোট শুরু হচ্ছে। সাত দফায় হবে ভোটগ্রহণ। বেশ কয়েকসপ্তাহ আগেই নির্বাচন কমিশন লোকসভা ভোটের নির্ঘন্ট প্রকাশ করে দিয়েছে। তাই হাতে যেহেতু আর বেশিদিন সময় নেই তাই প্রচারের ময়দানে খামতি রাখতে নারাজ সবকটি রাজনৈতিক দল। ইতিমধ্যে সব দল নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে। আর নিজ নিজ কেন্দ্রে পুরোদমে ভোটের প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। শাসক থেকে বিরোধী, সবাই প্রচারে নেমেছেন ইতিমধ্যে। এদিকে প্রকাশিত সব এক্সিট পোলে সার্বিক ফলাফলে বিজেপির জয়লাভের ছবিটা স্পষ্ট হয়েছে।
আর এবার লোকসভা ভোটের আগেই রাম মন্দিরের দ্বারদঘাটন হয়েছে অযোধ্যায়। ভোটের আগে রামের ভাবনাকে দেশজুড়ে ছড়িয়ে ইতিমধ্যে নির্বাচনের আগেই চালকের আসনে পদ্ম শিবির। আর বিজেপির এবারের প্রার্থী তালিকায় রয়েছে এমন একটি নাম, যা তুরুপের তাস হতে চলেছে তাদের কাছে। কারণ এবার লোকসভা নির্বাচনের প্রার্থী খোদ রাম। না না, বাস্তবের রাম নয়, এবার ভোটের লড়াইয়ে নাম রয়েছে পর্দার ‘রাম’ অরুণ গোভিলের। তিনি সাগর প্রোডাকশন নির্মিত ‘রামায়ণ’ ধারাবাহিকে রামের চরিত্রে অভিনয় করেছিলেন। আর সেই থেকেই তিনি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন সারা দেশে। আর সেই পরিচিত নাম এবার লেখা থাকবে ভোটের ইভিএম মেশিনেও।
উত্তরপ্রদেশ রাজ্যের মিরাট লোকসভা কেন্দ্র থেকে অরুণ গোভিলকে প্রার্থী করেছে পদ্ম শিবির। আর এবার এই অভিনেতা নিজের সম্পত্তির হিসেব জমা দিলেন নির্বাচন কমিশনের কাছে। সেই হিসেবে মোতাবেক বর্তমানে অরুণ গোভিলের অস্থাবর সম্পত্তির পরিমান ৩.১৯ কোটি টাকা। তবে অভিনেতার স্থাবর সম্পত্তির পরিমাণ ৫.৬৭ কোটি টাকা। এছাড়াও অভিনেতা একটি ৬২. ৯৯ লক্ষ টাকার মার্সিডিজ বেঞ্জ গাড়ির মালিক। তবে অভিনেতার গাড়ি ঋণের পরিমাণ ১৪.৬৪ লক্ষ টাকা। এছাড়াও অভিনেতার কাছে নগদ টাকা হিসেবে আছে ৩.৭৫ লক্ষ টাকা। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ১.০৩ কোটি টাকার বেশি। এছাড়াও অভিনেতা ১.২২ কোটি টাকা স্টকে এবং ১.৪৩ কোটি টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছেন। এছাড়াও পুণে শহরে তার বেশ কিছু জমিও রয়েছে।
তবে শুধুমাত্র নিজের নয়, নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী অভিনেতা তার স্ত্রী তথা শ্রীলেখা গোভিলের নামে থাকা সম্পত্তির হিসেবও দিয়েছেন। এক্ষেত্রে অভিনেতার স্ত্রীর নামে মোট ২.৭৬ কোটি টাকার অস্থাবর সম্পত্তি। এছাড়াও তার নামে ২.৮০ কোটি টাকার স্থাবর সম্পত্তি রয়েছে বর্তমানে। পাশাপাশি শ্রীলেখা দেবীর কাছে নগদ হিসেবে রয়েছে রয়েছে ৪.০৭ লক্ষ টাকা। এছাড়াও অভিনেতার স্ত্রী’র ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ৪০.৪৩ লক্ষ টাকা। পাশাপাশি, শ্রীলেখা দেবী মোট ১.৪৩ কোটি টাকা স্টকে বিনিয়োগ করেছেন।