আসন্ন লোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্র থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের টিকিট পেয়ে লড়াই করছেন বাংলার দিদি নং-১ রচনা বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রে তার বিপক্ষে প্রার্থী হয়েছেন অভিনয় জগতে তার একসময়ের সহকর্মী লকেট চট্টোপাধ্যায়। বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। যদিও রাজনীতির ময়দানে রচনার থেকে কিছুটা সিনিয়র লকেট। তবে এই কেন্দ্রে লড়াই যে হবে কাঁটায়-কাঁটায় তা মোটামুটি আন্দাজ করাই যাচ্ছে। তবে নির্বাচনী প্রচারে নেমে বারবার নানা বেফাঁস মন্তব্য করে ইতিমধ্যে ট্রোল হচ্ছেন তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।
কয়েকদিন আগেই হুগলির শিল্প উন্নয়ন নিয়ে মন্তব্য করতে গিয়ে রচনা বলেন, “আমি যখন এলাম দেখলাম অনেক কারখানা হয়েছে। চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, রাস্তাঘাট অন্ধকার। শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কী করে বলছেন কারখানা হয়নি, হয়েছে আরও হবে।” এই জিয়া বিরোধী থেকে নেটিজেন, সবার কাছেই সমালোচিত হয়েছেন তিনি। তাই এবার নিজের বক্তব্যের সঠিক প্রমান দিতে ভিডিওর মাধ্যমে এক কারখানাকে দেখিয়ে রচনা বলেন, “আমাদের হুগলির ধোঁয়া। যে ধোঁয়া আমি যাতায়াতের সময় দেখি, এটা সেই ধোঁয়া। এটা সিগারেট, বিড়ির ধোঁয়া নয়। এটা মেশিনের ধোঁয়া।”
এই ভিডিও ভাইরাল হতেই ফের একবার ‘ধোঁয়া’ বিতর্কে নাম জড়িয়েছে রচনার। আর এই ভিডিও প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এইবার কী বলবে সবাই! আমি বলেছিলাম রাস্তায় যাওয়ার সময় ধোঁয়া দেখতে পেয়েছি। কী ভুলটা বলেছিলাম? আরও অনেক দেখতে পাবেন। আমাকে আর বলতে হবে না। সবাই যখন বলেছিল কীসের ধোঁয়া? অনেকে বলেছে বিড়ি ধোঁয়া দেখেছে রচনা। আমি কী ভুলটা করলাম! এবার সবাই বুঝতে পারবে। সিঙ্গুরে যে কথাটা বলেছিলাম ঘাস পালা সবুজায়ন। আমরা সকলেই সবুজায়নে বিশ্বাসী। আমরা সব সময় বলে থাকি, একটি গাছ একটি প্রাণ। আমরা সব সময় চাই সবুজায়নের মধ্যে বেঁচে থাকি। সিঙ্গুরে জমির উর্বর জমি। তা নিয়েও আমি বলেছিলাম।”
যদিও রচনার এই বক্তব্যের পাল্টা জবাব দিতে ছাড়েন নি হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তিনি এই বিষয়ে বলেন, “মানুষ জানে কোনও কিছু হয়নি। সিঙ্গুরের কৃষক কাঁদছে, বুলডোজার দিয়ে টাটাকে উঠিয়ে দেওয়া হয়েছে। ডানলপকে শেষ করে দিয়েছে। ধুলোয় মিশিয়ে দিয়েছে। সেখানের সব যন্ত্র চুরি করেছে। তবে কিসের ধোঁয়া বলতে পারব না। সিগারেটের নাকি চিমনির ধোঁয়া। আমি জানি না উনি দেখতে পেয়েছেন। আমি তো কোনও উন্ননয় দেখতে পাচ্ছি না। কোনও বড় শিল্প কি এসেছে। কোনও শিল্প কি হয়েছে? টাটা মোদীজিকে আস্বস্ত করেছেন আপানাদের সরকার আসবে সেদিন আমরা শিল্প করব।”