শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিগত একবছরের বেশি সময় ধরেই জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিকে অন্য এক জেলে রাখা হয়েছে তার একসময়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ও। একাধিকবার আদালতে তাদের জামিনের আবেদন করা হলেও প্রত্যেকবার তার খারিজ করেছেন মহামহিম বিচারপতি। বরং তাদের জেরার পর একের পর এক রাঘব বোয়ালের সূত্র খুঁজে পেয়েছেন ইডির দুঁদে গোয়েন্দারা। তাদের মধ্যে অনেকেই এখন জেলের অন্ধকারে দিন কাটাচ্ছেন।
মঙ্গলবার হাইকোর্টে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের শুনানি ছিল। এদিন এই আর্জি ওঠে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। আর এই শুনানি চলাকালীন পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন তার বিচারপতি দাবি করেন যে তার মক্কেল, অর্থাৎ প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্যবসায়িক সম্পত্তির বাইরে কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল না। তবে এই কারণে তার মক্কেল যে অর্পিতার থেকে সুবিধা নিয়েছেন, তাও জোর গলায় বলা যায়না বলে দাবি করেন তার আইনজীবী। এই কারণেই অর্পিতার সঙ্গে এই মামলায় পার্থর নাম জড়ানোর বিরোধিতা করেন তিনি।
এই মর্মে, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন যে একটি জীবন বীমার কাগজে দুজনের সম্পর্ককে দেখানো হয়েছে। সেখানেই পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পর্ককে কাকা-ভাইঝির সম্পর্ক হিসেবে দেখানো হয়েছে। সেই কাগজে অর্পিতার নমিনি হিসেবে কাকু পার্থর নাম দেখা গেছে। এছাড়াও, ‘অপা’ নামের যে দুটি বাড়ি বাজেয়াপ্ত হয়েছিল, সেই বাড়ি দুটি পার্থ শিক্ষামন্ত্রী হওয়ার আগেই কেনা হয়েছিল বলে আদালতে দাবি করেন তিনি। এছাড়াও, পার্থর আইনজীবী বলেন যে ইডি এখনো পর্যন্ত পার্থর বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করতে পারেননি। এদিকে পার্থর বয়স ৭২ বছর হওয়ার পরেও দেড় বছরের বেশি জেলে রাখা হয়েছে। তাই তিনি তার জামিনের আবেদন জোরালো করেন এদিন। বুধবার, আবার এই মামলার শুনানি রয়েছে হাইকোর্টে।
প্রসঙ্গত, গতবছর রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের দায়ভার গ্রহণ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এর মধ্যে ২০২২ সালের ২২ শে জুলাই তৎকালীন শিক্ষামন্ত্রীর বাড়িতে হানা দেয় দুঁদে গোয়েন্দারা। সেখানে তাকে জেরার মাধ্যমে অর্পিতার সূত্র পায় তারা। অর্পিতার ফ্ল্যাটে হানা দিয়ে কোটি টাকার সন্ধান পান গোয়েন্দারা। তারপরই প্রথমে পার্থ ও অর্পিতা এবং পরে একে একে অনেক প্রভাবশালীকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।