প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Mamata Banerjee: মমতার আরোগ্য কামনায় প্রার্থনা মোদির! সুস্থতা কামনায় সেলিম, অধীর, সুকান্ত

হাতে গোনা আর কয়েকটি সপ্তাহ। তারপরেই দেশজুড়ে শুরু হবে লোকসভা নির্বাচন। যদিও এখনো ভোটের দিনক্ষণ প্রকাশ করেনি নির্বাচন কমিশন। তবে এখন থেকে দলগুলি প্রচারে নেমেছে প্রার্থী ঘোষণার পর থেকেই। তবে…

Published By: Debaprasad Mukherjee | Published On:

হাতে গোনা আর কয়েকটি সপ্তাহ। তারপরেই দেশজুড়ে শুরু হবে লোকসভা নির্বাচন। যদিও এখনো ভোটের দিনক্ষণ প্রকাশ করেনি নির্বাচন কমিশন। তবে এখন থেকে দলগুলি প্রচারে নেমেছে প্রার্থী ঘোষণার পর থেকেই। তবে বসঙলার রাজনৈতিক মহলে বৃহস্পতিবার দিনটা ছিল একটু অন্যরকম। কারণ এদিন আচমকা দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়েন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় তার কপালে কেটে গিয়ে রক্ত ঝড়তে থাকে।

দুর্ঘটনার পরেই তড়িঘড়ি মুখ্যমন্ত্রীকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তাঁর কপালের কেটে যাওয়া অংশে চারটি সেলাই পড়ে। তারপর হাসপাতালের কেবিন থেকে বার করে হুইল চেয়ারে মমতাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম লাগোয়া বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেসের ওপিডি বিল্ডিংয়ে। সেখানে সিটি স্ক্যান-সহ একাধিক পরীক্ষা করা হয় তাঁর। কিছু ক্ষণ পর সেখান থেকে তাঁকে বার করে গাড়িতে তোলা হয়। নিয়ে যাওয়া হয় কালীঘাটের বাড়িতে।

তবে মুখ্যমন্ত্রীর এই দুর্ঘটনার খবর পেয়ে উদ্বিগ্ন দেশের রাজনৈতিক মহল। মমতার নিজের দলের নেতাকর্মী থেকে শুরু করে বিরোধীরা তার আরোগ্য কামনা করেছেন। তৃণমূল সুপ্রিমোর দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, ‘মমতা দিদির দ্রুত আরোগ্য এবং সুস্থতার জন্য প্রার্থনা করি’।

এছাড়াও তৃণমূল সুপ্রিমোর আরোগ্য কামনা করে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি লেখেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করি। দ্রুত সুস্থ হওয়ার জন্য আমরা প্রার্থনা করছি।’

পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনা করে পোস্ট করেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি লেখেন, ‘বাংলার মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করি।’ এছাড়াও এই মর্মে কংগ্রেসের পক্ষ থেকে পোস্ট করেন সাংসদ শশী তারুর। তিনি লিখেছেন, ‘এটা দেখে আমি হতভম্ব। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।’

এছাড়াও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল এই বিষয়ে পোস্ট করে লেখেন, ‘আমি দেখে বিস্মিত। দিদি, আপনার সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করছি। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন।’

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন মমতার দ্রুত আরোগ্য কামনায় পোস্ট করে লেখেন, ‘এই কঠিন সময়ে তাঁর পাশে রয়েছি। দ্রুত সুস্থতা কামনা করি।’

পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখরও মমতার দুর্ঘটনায় উদ্বিগ্ন। তিনিও তার খবর নিয়েছেন এববগ দ্রুত আরোগ্য কামনা করেছেন। তার কথা লিখে পোস্ট করেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়।

এছাড়াও কুনাল ঘোষ তার এক্স হ্যান্ডেল থেকে দিদির জন্য লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করছি। বাড়িতেই সম্ভবত আচমকা পড়ে গিয়ে তিনি গুরুতর জখম। মাথায় চোট, রক্তপাত। এসএসকেএমে চিকিৎসা চলছে। অভিষেক তাঁকে হাসপাতালে নিয়ে যান। যা যা প্রয়োজন, পরীক্ষা প্রক্রিয়া চলছে।’