দেব কি রাজনীতি ছেড়ে দিচ্ছেন? এই প্রশ্ন নিয়ে কয়েকদিন ধরে জল্পনা চলছিল বাংলার রাজনৈতিক ময়দানে। এই জল্পনা বৃদ্ধি পায় সংসদে দেবের বিদায়ী ভাষণে। বৃহস্পতিবার বাজেট অধিবেশনের শেষদিনে পার্লামেন্টে দেব বলেন, “আমি সাংসদ থাকি না থাকি, ঘাটালের মানুষের কষ্ট দূর হয় যেন। আমাকে ১০ বছর সুযোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। ধন্যবাদ ঘাটালের মানুষকে, আমি সাংসদ থাকি বা না থাকি।” তারপরেই অনেকেই মনে করতে শুরু করেন যে দেব রাজনীতি ছেড়ে দিতে পারেন। যদিও এই জল্পনার অবসান হয় শনিবার। এইদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর পরিষ্কার হয় যে দেব রাজনীতি ছাড়ছেন না। এমনকি ঘাটাল থেকে প্রার্থী হতেও তিনি তৈরি বলে জানান দেব।
আর এই নাটকীয় রাজনৈতিক টালবাহানার পর এবার খোলা মঞ্চে দেব জানিয়ে দিলেন তার রাজনীতির রুটম্যাপ। সোমবার আরামবাগের এক সভায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে বক্তৃতা রাখলেন দেব। এদিন দেব বলেন, “আমি রাজনীতিতে এসেছিলাম, দিদির হাত ধরে। আমি রাজনীতিতে থেকে গেলাম, দিদির হাত ধরে। আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কারণটাও বলব। আমি খুব স্পষ্ট কথা বলতে ভালোবাসি। আমি ঘাটালের মানুষের জন্য ফিরলাম। ঘাটালের মানুষদের দীর্ঘদিনের লড়াই ঘাটাল মাস্টার প্ল্যান। আমি সেই কারণেই আবার ঘাটালে ফিরলাম।”
তবে এখানেই শেষ নয়, আগামী লোকসভা ভোটের বিষয়েও এদিন বলতে শোনা গেল দেবকে। এদিন ভোটে প্রার্থী হওয়ার বিষয়ে দেব বলেন, “আমি জানি না ২০২৪ সালে কে থাকবে, কে জিতবে। মানুষ যাঁকে ভালোবাসবে, মানুষ যাঁকে বিশ্বাস করবে, তাকেই ভোট দেবে। আমার কাছে দিদির আবেদন, আমি ১০ বছর ধরে কেন্দ্রের সঙ্গে লড়েছি যাতে ওরা ঘাটাল মাস্টার প্ল্যান মঞ্জুর করে, কিন্তু ওরা করেনি। ২০২৪ সালে আমি জিতব কি, জিতব না, আমি জানি না। যেই জিতুক, ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন আপনার হাত ধরেই হয়, এইটুকু আবেদন রাখব। আমি মানুষের ভালোর জন্য, মানুষকে ভালো রাখার জন্য আমি দিদির উপর বিশ্বাস রাখলাম। দীর্ঘ ১০ বছর কেন্দ্রীয় সরকারের উপর বিশ্বাস রেখেছিলাম, আশাভঙ্গ হয়েছি। আমার বিশ্বাস, ২০২৪ সালের পর রাজ্য সরকার ঘাটালের দীর্ঘদিনের স্বপ্নপূরণ করবে।”
তবে এদিন দেবের প্রশংসায় পঞ্চমুখ হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বলেন, “দেব আমি তোমার আবদার রেখেছি। এখন তুমিই ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন।” কিন্তু কি কথা রাখলেন মুখ্যমন্ত্রী? দেবের অনুরোধে ঘাটাল মাস্টারপ্ল্যানকে সফল করবে রাজ্য, এমনটাই জানান তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, “ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেব আমাকে বলেছে। আমি ইতিমধ্যেই আমার মুখ্য সচিব ও সেচ দফতরের সচিবের সঙ্গে কথা বলেছি। এটা আমরা করবো। ১৭ লক্ষ মানুষ উপকৃত হবে। আমরা আমাদের টাকা দিয়ে কাজ করছি। ১ হাজার ২৫০ কোটি টাকা লাগবে। কিন্তু দেব যখন আমার কাছে চেয়েছে, দিদি ভাইকে ফেরাবে এমনটা তো হতে পারে না। আমরা এটা স্টেপ বাই স্টেপ করবো।পৃথিবীর যে কোনো রাষ্ট্র, যে কোনো রাজ্যকে আমি উন্নয়ন দিয়ে চ্যালেঞ্জ করতে পারি। আমাদের এত টাকা ওরা দেয়নি।”