প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Loksabha Election: ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত সাত দফায় লোকসভা ভোট, আপনার কেন্দ্রে কবে ভোট!

গত কয়েকদিন ধরেই ভোটের নির্ঘন্ট নিয়ে আলোচনা চলছিল দেশজুড়ে। অবশেষে শনিবার ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের ঘোষণা মোতাবেক, আগামী ১৯ শে এপ্রিল থেকে দেশজুড়ে…

Published By: Debaprasad Mukherjee | Published On:

গত কয়েকদিন ধরেই ভোটের নির্ঘন্ট নিয়ে আলোচনা চলছিল দেশজুড়ে। অবশেষে শনিবার ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের ঘোষণা মোতাবেক, আগামী ১৯ শে এপ্রিল থেকে দেশজুড়ে শুরু হচ্ছে লোকসভা ভোট। সারা দেশে ভোটগ্রহণ হবে সাত দফায়। প্রায় দেড়মাস ধরে চলার পর ১ লা জুন হবে শেষ দফার ভোট। কড়া নিরাপত্তা বলয়ে এবারের ভোট হবে বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ভোটে অশান্তির শিকার হলে ১৯০৫ নম্বরে ফোন করলেই মিলবে চটজলদি সাহায্য।

এবারের লোকসভা নির্বাচনে ভোট দেবেন ৯৭ কোটি ভোটার। পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের ১৮ তম লোকসভা নির্বাচন হচ্ছে এবার। যদিও এবার ভোটের বহু আগে থাকতেই বারবার ভোট-হিংসার বিরুদ্ধে বার্তা দিয়েছে এসেছে নির্বাচন কমিশন। আবারও ভোটে সন্ত্রাস রুখতে পর্যাপ্ত সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে ঘোষণা করল নির্বাচন কমিশন। এছাড়াও নির্বাচনে সন্ত্রাস-মোকাবিলার জন্য বিশেষ পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। কমিশন ঘোষণা করেছে যে এবারের ভোটে প্রতি জেলায় নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম থাকবে। এছাড়াও কোনো বুথ থেকে কোনওরকম অভিযোগ পেলেই কড়া পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন।

এখন দেখে নিন এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কবে কোথায় ভোট হচ্ছে।

● ১৯ এপ্রিল প্রথম দফায় ভোট হবে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার লোকসভা আসনে।

● ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হবে রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিং লোকসভা আসনে।

● ৭ মে তৃতীয় দফায় ভোট হবে মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ ও বহরমপুর আসনে।

● ১৩ মে চতুর্থ দফায় ভোট হবে কষ্ণনগর, রানাঘাট, বীরভূম, বোলপুরে।

● ২০ মে পঞ্চম দফায় ভোট হবে শ্রীরামরপুর, ব্যারাকপুর, বনগাঁ, দমদম ও বসিরহাট, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি লোকসভা আসনে।

● ২৫ মে ষষ্ঠ দফায় ভোট হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কাঁথি, মেদিনীপুর, তমলুকে।

● ১ জুন সপ্তম দফার ভোট হবে উত্তর ও দক্ষিণ কলকাতা, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদম , বারাসত, বসিরহাট, যাদবপুরে।