প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Dev: সাতসকালে শ্যুটিং ছেড়ে ইডির দফতরে দেব! কোন মামলায় জেরা করা হবে ঘাটালের সাংসদকে!

গরু পাচার কাণ্ড নিয়ে বছরখানেক আগে থেকেই তোলপাড় হয়েছে রাজ্য। কোটি কোটির দুর্নীতি হয়েছে এই কাণ্ডে। সেই টাকায় নাকি ফুলে ফেঁপে উঠেছিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সহ তার ঘনিষ্ঠ…

Published By: Debaprasad Mukherjee | Published On:

গরু পাচার কাণ্ড নিয়ে বছরখানেক আগে থেকেই তোলপাড় হয়েছে রাজ্য। কোটি কোটির দুর্নীতি হয়েছে এই কাণ্ডে। সেই টাকায় নাকি ফুলে ফেঁপে উঠেছিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সহ তার ঘনিষ্ঠ অনেকেই। আর এই গরু পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত ছিলেন এনামুল হক। তার সঙ্গে অভিনেতা তথা ঘাটালের তৃণমূল সাংসদ দেব ওরফে দীপক অধিকারীর যোগসূত্র খুঁজে পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মর্মে বছর দেড়েক আগেই দেবকে ডেকে লম্বা জেরা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপর থেকেই দেবকে আর তলব করা হয়নি। তবে ফের একবার এই গরু পাচার সহ আর্থিক তছরূপ মামলায় দেবকে সমন করলো ইডি।

বুধবার দেবকে দিল্লির ইডি অফিসে তলব করা হয়। আর নিয়ম মেনে এদিন সকাল এগারোটার আগেই দিল্লির ইডি দফতরের সামনে পৌঁছে যান দেব। তিনি জানান যে কোনো স্পেশাল উপায়ে তিনি ভেতরে যেতে চান না। সেই কারণেই লাইনে দাঁড়িয়ে পাশ নিয়ে দেব ভেতরে ঢোকেন। ইডি’র তরফে তাকে যে সময় দেওয়া হয়েছিল, সেই নির্দিষ্ট সময়েই দেব এদিন হাজিরা দিলেন ইডির দফতরে। এদিন ছবির শ্যুটিং ছেড়ে অভিনেতা দেব পৌঁছান ইডির দফতরে। তারপরই নিজের সেক্রেটারিকে তিনি জানা যে সাধারণ মানুষের মতোই ঢুকবেন।

কিন্তু আচমকা দেবকে কেন তলব করল ইডি? এই বিষয়ে কি অভিনেতা কিছু জানালেন? এদিন ইডির দফতরে ঢোকার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ঘাটালের সাংসদ। যদিও তলবের কারণ নিয়ে কিছুই বলেননি তিনি। এদিন দেব বলেন, “দু’বছর আগেও যখন গিয়েছি তখনও আমি বলেছিলাম যতবার ডাকবে ততবার যাব। আমার দেশের তদন্তকারী সংস্থার উপর আমার যথেষ্ঠ ভরসা আছে। তদন্তে যদি কোনও সাহায্য লাগে অবশ্যই করব। আমি নিজের শুটিং বাতিল করে এখানে এসেছি।” এর পাশাপাশি, এনামূল হক প্রসঙ্গে বলতে গিয়ে দেব বলেন, “যে চুরি করে সে তো নিজে জানে চুরি করেছে। আমি কারোর এক টাকাও নিইনি। আমার ওই ভয় নেই। তাই যখনই ডাকবে তখনই যাব।”

তবে এই প্রথমবার নয়, এর আগেও গোয়েন্দাদের জেরার মুখোমুখি হতে হয়েছে ঘাটালের তারকা সাংসদ দীপক অধিকারীকে। এর আগে ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে দেবকে তলব করে সিবিআই। ওইদিন তাঁকে প্রায় পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় বলে খবর। এদিনও জেরা সেরে বেরিয়ে একইরকম বয়ান দেন অভিনেতা। সিবিআই অফিস থেকে বেরোনোর সময় দেব বলেন, “একজনকে চিনি কিনা তা নিয়ে জানতে চেয়েছিল। আমি আমার বক্তব্য জানিয়েছি। মন হয় আর ডাকবে।” তবে এবার তিনি কি বলবেন সেটাই দেখার। কারণ গত কয়েকদিন ধরে তো দেবকে নিয়ে কম জলঘোলা হচ্ছে না!