হাতেগোনা আর কয়েকটি মাস, তারপরেই দিল্লির মসনদ দখলের মহারণ শুরু হবে ভারতে। ২০২৪ সালেই লোকসভা ভোট রয়েছে দেশে। আর এই ভোটে বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে দেশের সব বিরোধী দলগুলি। যেহেতু দেশের প্রধান বিরোধী দলের তকমা হারিয়েছে কংগ্রেস, তাই এখন কংগ্রেসকে অন্যান্য রাজ্যস্তরের দলগুলির সঙ্গে গাঁটছড়া বাঁধতে হবে। এটা আগেভাগে বুঝে ২৮ টি দলকে নিয়ে তৈরি হয় ‘ইন্ডিয়া’ জোট। এই জোটের নামকরণ নিয়ে শুরুতেই বিতর্ক হয়। সম্প্রতি, জোটের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে একাধিক সমস্যা। এককথায় জোটের ভবিষ্যৎটাই এখন দাঁড়িয়ে একটা বড় প্রশ্নচিহ্নের উপর।
ইন্ডিয়া জোট ছেড়ে লোকসভা ভক্তে একলা চলো নীতি নিয়েছে তৃণমূল কংগ্রেস। কয়েকদিন আগেই এই বিষয়ে সাফ ঘোষণা করে দেন ঘাসফুল সাম্রাজ্যের সম্রাজ্ঞী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই এখন একক দল হিসেবে ভোটে লড়াই করার প্রস্তুতি চলছে দলের অন্দরে। সূত্রের খবর, আগামী কয়েকদিনের মধ্যেই লোকওভা ও রাজ্যভার প্রার্থীদের তালিকা প্রকাশ করতে পারে তৃণমূল। কিন্তু ভোটের আগে এমন মোক্ষম সময়ে তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লাইমলাইটে দেখা যাচ্ছে না তেমন। এই নিয়ে রাজনৈতিক মহলে চর্চার শেষ নেই। এমনকি বিয়টিকে নিয়ে অনেকেই মমতা-অভিষেক দ্বন্দ্বের জল্পনাও চড়াচ্ছেন।
তবে এবার নিন্দুকদের জবাব দিতে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি, আনন্দবাজার অনলাইন-কে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে দল ও তার সম্পর্কের বিষয়টি খোলসা করেন অভিষেক। এই সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়ে দেন যে দল এবং দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের বাইরে তিনি একটিও কাজ করেন না। তাই তার সামনে আসা থেকে ভোটে দাঁড়ানো এমনকি দলের হলে প্রচার অভিযান- সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হয় বলে সাফ জানান অভিষেক। আর দলের হয়ে সক্রিয়ভাবে কাজ করার একাধিক উদাহরণও দেন অভিষেক।
তবে, সাক্ষাৎকারে এই কথা বললেও ঘাসফুল শিবিরের তৃণমূল স্তরে একটা বিষয় পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে তৃণমূল দলটি বর্তমানে দু’ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। যেভাবে গত বিধানসভা ভোটের আগে বিজেপির অন্দরে আদি বনাম নব্যের লড়াই সামনে এসেছিল, সেভাবেই এখন তৃণমূলের অন্দরে মমতাপন্থী ও অভিষেকপন্থীরা আলাদা আলাদা মত পোষণ করেছেন। তবে এই বিষয়টির জবাব দিয়ে অভিষেক বলেন যে দলের অন্দরে যতগুলি ভাগই হোক না কেন, তিনি সব ভাগকে নিয়েই বাংলার বুকে ঘাসফুল ফোটাবেন।