প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Voter List: চূড়ান্ত ভোটার লিষ্টে আপনার নাম রয়েছে তো! আজই এই উপায়ে জানুন মোবাইল থেকে

গত কয়েকদিন ধরেই ভোটের নির্ঘন্ট নিয়ে আলোচনা চলছিল দেশজুড়ে। অবশেষে শনিবার ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের ঘোষণা মোতাবেক, আগামী ১৯ শে এপ্রিল থেকে দেশজুড়ে…

Published By: Debaprasad Mukherjee | Published On:

গত কয়েকদিন ধরেই ভোটের নির্ঘন্ট নিয়ে আলোচনা চলছিল দেশজুড়ে। অবশেষে শনিবার ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের ঘোষণা মোতাবেক, আগামী ১৯ শে এপ্রিল থেকে দেশজুড়ে শুরু হচ্ছে লোকসভা ভোট। সারা দেশে ভোটগ্রহণ হবে সাত দফায়। প্রায় দেড়মাস ধরে চলার পর ১ লা জুন হবে শেষ দফার ভোট। কড়া নিরাপত্তা বলয়ে এবারের ভোট হবে বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ভোটে অশান্তির শিকার হলে ১৯০৫ নম্বরে ফোন করলেই মিলবে চটজলদি সাহায্য।

এবার ভোটের বহু আগে থাকতেই বারবার ভোট-হিংসার বিরুদ্ধে বার্তা দিয়েছে এসেছে নির্বাচন কমিশন। আবারও ভোটে সন্ত্রাস রুখতে পর্যাপ্ত সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে ঘোষণা করল নির্বাচন কমিশন। এবারের লোকসভা নির্বাচনে ভোট দেবেন ৯৭ কোটি ভোটার। পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের ১৮ তম লোকসভা নির্বাচন হচ্ছে এবার। তাই এবারের ভোটে একই ভোটারের একাধিক আইডি সম্পর্কিত দুর্নীতি রুখতে বড় পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। জানা গেছে, সেভাবেই এবার চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করা হয়েছে। অর্থাৎ, অনেক ভোটার কার্ড এবার বাতিল করা হয়েছে এই ধরণের ভোট দুর্নীতি বন্ধ করার জন্য।

এখন সেই তালিকায় আপনার নাম রয়েছে কিনা, তা জেনে নেওয়া দরকার। কারণ হতে বেশি সময় নেই। আর এই কাজটি আপনি করতে পারবেন বাড়িতে বসেই। কিভাবে, তা এবার জেনে নিন। অনলাইনে এই কাজটি করার জন্য শুরুতেই আপনাকে যেতে হবে https://electoralsearch.eci.gov.in/- এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের হোম পেজে আপনি তিনটি অপশনে মাধ্যমে সার্চ করার অপশন পাবেন। সেগুলি হল: ‘Search by Details’, ‘Search by EPIC’ এবং ‘Search by Mobile’। এগুলির মধ্যে যেকোনো একটি বেছে নিয়ে সেভাবে সার্চ করতে হবে।

এক্ষেত্রে আপনি যদি ‘Search by Details’-এ ক্লিক করেন তাহলে আপনাকে নির্ভুলভাবে আপনার নাম, আপনার পিতা বা স্বামীর নাম, জন্ম তারিখ, বয়স, লিঙ্গ, রাজ্য, জেলা এবং বিধানসভা কেন্দ্রের বিশদ বিবরণ লিখে ক্যাপচা কোড দিতে হবে। এছাড়াও আপনি যদি ‘Search by EPIC’ অপশন বেঁছেনিয়ে থাকেন, তাহলে আপনাকে আপনার পছন্দসই ভাষা বেছে নিয়ে আপনার EPIC নম্বর লিখে ক্যাপচা দিতে হবে। এছাড়াও আপনি যদি ‘Search by Mobile’ অপশনে ক্লিক করেন, তাহলে আপনাকে রাজ্য এবং ভাষা বেছে নিয়ে ভোটার আইডির সঙ্গে সংযুক্ত থাকা মোবাইল নম্বরটি লিখে ক্যাপচা কোড দিতে হবে। সব ক্ষেত্রেই তথ্য নির্ভুলভাবে দেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করলেই আপনার নাম দেখতে পাবেন ভোটার লিস্টে।