প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Vinesh Phogat: দুর্দান্ত ‘কামব্যাক’ ভিনেশ ফোগাটের, বিপক্ষকে হেলায় হারিয়ে সোনা জয় মহিলা কুস্তিগীরের

'কামব্যাক' শব্দটা অনেকের কাছে অনেকরকম অর্থ বহন করে। তবে যারা খেলোয়াড় হন, তাদের ক্ষেত্রে এই শব্দটা পুনর্জীবনের মতোই। কারণ একজন খেলোয়াড়ের কাছে তার খেলার স্থল হল জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।…

Published By: Debaprasad Mukherjee | Published On:

‘কামব্যাক’ শব্দটা অনেকের কাছে অনেকরকম অর্থ বহন করে। তবে যারা খেলোয়াড় হন, তাদের ক্ষেত্রে এই শব্দটা পুনর্জীবনের মতোই। কারণ একজন খেলোয়াড়ের কাছে তার খেলার স্থল হল জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই সেই স্থান কোনোভাবে হারিয়ে গেলে অতল অন্ধকারে ডুবে যান অনেক খেলোয়াড়। কিন্তু অনেকেই আবার ফের চমক দিয়ে ফেরেন পরিচিত মেজাজে। আর এবার এক কামব্যাকের গল্প লিখে দিলেন ভারতের তারকা মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাট। দীর্ঘদিন পর কুস্তির ম্যাটে নিজেকে ফিরিয়ে দিতেই যেন চেনা ছন্দে পাওয়া গেল তাকে। আর কামব্যাক করেই তিনি জিতে নিলেন স্বর্ণপদক। ঠিক যেন সাফল্য তার অপেক্ষাতেই বসেছিল তার কুস্তির ম্যাটে।

এখনো অনেকেই এই মহিলা কুস্তিগীরের নাম শোনেন নি, অনেকেই আবার নাম শুনলেও তাকে খুব একটা ভালোভাবে চেনেন না। তবে এটা মনে রাখা দরকার যে ভিনেশ ফোগাট হলেন এমন একজন, যিনি প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে কমনওয়েলথ এবং এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছেন। শুধু তাই নয়, তিনিই একমাত্র ভারতীয় মহিলা কুস্তিগীর যিনি বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে একাধিক পদক জিতেছেন। এছাড়াও ফোগাট হলেন প্রথম ভারতীয় অ্যাথলিট যিনি ২০১৯ সালে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন। তাই সাফল্যকে যে তিনি নিজের মুষ্টিবদ্ধ করতে সক্ষম, তা বলে দেয় তার কেরিয়ারের রুটম্যাপ।

কিন্তু গতবছর কুস্তি ফেডারেশনের বিরুদ্ধে কুস্তিগীরদের আন্দোলনে শামিল হয়েছিলেন ভিনেশ। তিনি ফিরিয়ে দিয়েছিলেন দুটি মূল্যবান পুরস্কার। তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি লিখে জানিয়েছিলেন, ‘আমি আমার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন এবং অর্জুন পুরস্কার ফিরিয়ে দিচ্ছি। আমাকে এই পরিস্থিতিতে শক্ত থাকার জন্য সর্বশক্তিমানকে অনেক ধন্যবাদ।’ তারপর থেকেই কুস্তির ম্যাটে তাকে লড়তে দেখা যায়নি। কিন্তু ২০২৪ সালের ফেব্রুয়ারিতেই নিজেকে চেনা ছন্দে ফিরিয়ে আনলেন ভিনেশ। আর তাতেই করলেন বাজিমাত।

রবিবার সিনিয়র জাতীয় রেসলিং চ্যাম্পিয়নশিপে ৫৫ কেজির বিভাগে স্বর্ণপদক পেলেন ভিনেশ। এদিন ফাইনালে মধ্যপ্রদেশের জ্যোতিকে হেলায় হারান ভিনেশ। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ৪-০ ব্যবধানে দুর্দান্ত জয়লাভ করে নিজের সোনা জয় নিশ্চিত করেন তিনি। উল্লেখ্য, এই টুর্নামেন্টে রেলওয়ে স্পোর্টস প্রোমোশন বোর্ডের হয়ে খেলতে নেমেছিলেন ভিনেশ। রবিবার ছিল এই খেলার ফাইনাল। আর ফাইনাল ম্যাচের শুরু থেকেই আক্রমণে জোর দেন এই মহিলা কুস্তিগীর। জ্যোতির বিরুদ্ধে সুইফ্ট মুভমেন্ট করে আক্রমণ শানান ভিনেশ। আর তাতেই শেষমেষ বিপক্ষকে ‘পিন ডাউন’ করে বাজিমাত করেন তিনি।