প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Bank Holiday: দোলের আগে একটানা ৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, নোট করে নিন এই তারিখগুলি

বঙ্গে হাজির বসন্তকাল। আর বসন্তকাল মানেই যেন বাংলা জুড়ে উৎসবের মরশুম। কারণ এই ঋতুতেই অনুষ্ঠিত হয় রংয়ের উৎসব দোলযাত্রা। এই উৎসবে আপামর সবাই উদ্বেলিত হয় আবির ও রংয়ের দোলায়। একইসঙ্গে…

Published By: Debaprasad Mukherjee | Published On:

বঙ্গে হাজির বসন্তকাল। আর বসন্তকাল মানেই যেন বাংলা জুড়ে উৎসবের মরশুম। কারণ এই ঋতুতেই অনুষ্ঠিত হয় রংয়ের উৎসব দোলযাত্রা। এই উৎসবে আপামর সবাই উদ্বেলিত হয় আবির ও রংয়ের দোলায়। একইসঙ্গে এই সময়ে সেজে ওঠে প্রকৃতিও। শীতে পাতাঝরার মরশুম পেরিয়ে এই বসন্তেই গাছে গাছে আসে নতুন প্রানের স্পন্দন। সবুজ পল্লবের পাশাপাশি পলাশ ও শিমূল ফুলের সঙ্গে এই সময়ে প্রকৃতি যেন রাজবেশে সেজে ওঠে। তাই এই বসন্তের সময়ে মানুষের মনে উৎসবের মেজাজ থাকে। আবার হোলির কয়েকদিন পরেই রয়েছে বাংলা নববর্ষ। সব মিলিয়ে যেন আগত অনেক উৎসব।

আর এই সব নানা উৎসবের প্রস্তুতি কিন্তু শুরু হয় অনেকদিন আগে থেকেই। দোল ও নববর্ষের আগে ভিড় জমে বাজারে। বিশেষ করে জামাকাপড় ও বাড়ির নানা সরঞ্জামের দোকানে ভিড় জমান ক্রেতারা। আর এই বাজার করার আগে হাতে দরকার টাকাপয়সার। তাই এই মাসে ব্যাঙ্কে টাকা তোলা সহ অনেক গুরুত্বপূর্ণ কাজ করেন অনেকেই। কিন্তু এক্ষেত্রে মনে রাখা দরকার যে বসন্তের মাস অর্থাৎ মার্চে কিন্তু সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকতে চলেছে বেশ কয়েকদিন। পুরো মাসে ১৪ দিন খোলা পাবেন না ব্যাঙ্কের দরজা। এখন একনজরে দেখে নিন যে মার্চ মাসের বাকি কোন দিনগুলিতে বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক।

এবছর অর্থাৎ, ২০২৪ সালে রংয়ের উৎসব হোলি পড়েছে ২৫ শে মার্চ। এই দিনটি সপ্তাহের শুরুর দিন অর্থাৎ সোমবার পড়েছে। এদিকে এই শনিবার অর্থাৎ ২৩ শে মার্চ দিনটি হল মাসের চতুর্থ শনিবার। সেই কারণে শনিবার বন্ধ থাকবে দেশের সমস্ত ব্যাঙ্ক। আবার তার পরদিন অর্থাৎ, ২৪ শে মার্চ পড়েছে রবিবার। তাই এই দিনেও বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক। তার পরের দিন ২৫ শে মার্চও হোলির জন্য ছুটি থাকছে ব্যাঙ্ক কর্মীদের। তাই ওইদিনও বন্ধ থাকবে দেশের সব ব্যাঙ্ক। অর্থাৎ, হোলির সময় একটানা তিনদিন বন্ধ থাকছে ব্যাঙ্ক। তাই কোনো কাজ হতে থাকলে তা শুক্রবার সেরে নিতে পারেন।

তবে হোলির পরেও বেশ কয়েকটি দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তাই আপনি যদি হোলির পর কোনো ব্যাঙ্কের কাজ সেরে নেওয়ার পরিকল্পনা করেন, তাহলে আপনার এই তারিখ গুলি মনে রাখা জরুরি। হোলির পরদিন অর্থাৎ, ২৬ মার্চও বেশ কয়েকটি রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক। মঙ্গলবার ইয়াওসাংয়ের দ্বিতীয় দিন বা অতিরিক্ত হোলি হিসাবে পালিত হয়। তাই এই দিনটি ব্যাঙ্ক বন্ধ থাকবে ওড়িশা, মণিপুর এবং বিহারে রাজ্যে। তারপর ২৭ মার্চও ব্যাঙ্ক বন্ধ থাকবে দেশের একটি রাজ্যে। শুধুমাত্র বিহারে হোলির জন্য বুধবারও বন্ধ থাকবে ব্যাঙ্ক। তারপর আগামী ২৯ মার্চ, শুক্রবার ত্রিপুরা, অসম, রাজস্থান, হিমাচলপ্রদেশ এবং জম্মু ও শ্রীনগর ছাড়া অধিকাংশ রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।