প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Sugar Test: মাত্র ১০ টাকায় সুগার টেস্ট! অদ্ভুত এই কাগজ আবিষ্কার করলেন IIT গবেষকরা

বর্তমানে বিশ্বব্যাপী মানুষজন যে রোগগুলি নিয়ে সবথেকে বেশি চিন্তিত থাকেন, তার মধ্যে অন্যতম হল ডায়াবেটিস। আগে বয়স বাড়লে এই রোগের প্রকোপ দেখা যেত শরীরে। তবে আজকাল কম বয়স্ক মানুষরাও এই…

Published By: Debaprasad Mukherjee | Published On:

বর্তমানে বিশ্বব্যাপী মানুষজন যে রোগগুলি নিয়ে সবথেকে বেশি চিন্তিত থাকেন, তার মধ্যে অন্যতম হল ডায়াবেটিস। আগে বয়স বাড়লে এই রোগের প্রকোপ দেখা যেত শরীরে। তবে আজকাল কম বয়স্ক মানুষরাও এই রোগে আক্রান্ত হচ্ছেন। এখন মানুষের মধ্যে দুই ধরণের ডায়াবেটিস হয়ে থাকে। একটি হল টাইপ-১ ডায়াবেটিস, অন্যটি হল টাইপ-২ ডায়াবেটিস। এছাড়াও অন্যান্য ধরণেরও ডায়াবেটিস হতে পারে শরীরে। সেগুলির মধ্যে রয়েছে গর্ভকালীন ডায়াবেটিস, নিওনাটাল ডায়াবেটিস, জেসটেসানাল ডায়াবেটিস ইত্যাদি।

আসলে ডায়াবেটিস হল শরীরের এমন একটি গুরুতর অবস্থা, যখন আমাদের শরীর নিজে থেকে ইনসুলিন তৈরি করতে পারে না বা তৈরি হওয়া ইনসুলিন ব্যবহার করতে পারে না। এর ফলে রক্তে শর্করার বা গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হয়। ডায়াবেটিস-জনিত ইনসুলিনের তারতম্যের জন্য আমাদের রক্তে শর্করার মাত্রার তারতম্য ঘটে। শরীরে বেশ কিছু অস্বাভাবিকতা দেখা দেয়। ফলস্বরূপ অনেক সমস্যা দেখা যায় আমাদের শরীরে। ডায়াবেটিসের প্রভাব বাড়লে সেক্ষেত্রে ইনসুলিন নিতে হয়।

এই কারণেই ডায়াবেটিস রোগীদের জন্য নিয়মিত ব্লাড সুগার টেস্ট করতেই হয়। সেইমতো তাদের চিকিৎসা চলছে। এমনও অনেকে রয়েছেন যাদের প্রতি সপ্তাহে সুগার টেস্ট করতে হয়। তাই প্রতিবার ল্যাব থেকে টেস্ট করানো সম্ভব হয়না অনেকের। তাই বাজারে অনেক ধরণের সুগার টেস্ট কিট উপলব্ধ রয়েছে। তবে যেগুলি সস্তার কিট, সেগুলিতে অনেক সময় সঠিক ফলাফল পাওয়া যায়না। আর বেশি দামি কিট কেনাও সম্ভব হয়না। তবে এবার এই সমস্যা থেকে সমাধান দিতে চলেছে যোধপুর আইআইটির একটি আবিষ্কার, যার মাধ্যমে সস্তায় সুগার টেস্ট করানো সম্ভব হবে।

সম্প্রতি, যোধপুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির একদল গবেষক একটি পেপার বেসড অ্যানালিটিক্যাল ডিভাইসেস বা PADs আবিষ্কার করেছেন। এটি হল একটি বায়োডিগ্রেডেবল পেপার অর্থাৎ জৈব কাগজ। গবেষকদের দাবি, এটি দিয়েই নাকি মাপা হবে ব্লাড সুগার। স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করে দেখা যাবে রক্তে শর্করার মাত্রা। এতে বর্তমানে খরচ পড়ছে মাত্র ১০ টাকা। তবে আগামীতে যাতে ৫ টাকায় এই টেস্ট করানো যায়, তার চেষ্টা চালাচ্ছেন গবেষকরা।