রামরাজ্য অযোধ্যায় এখন সাজো সাজো রব। কারণ একটাই, রাম জন্মভূমিতে রাম মন্দিরের উদ্বোধন এক পক্ষকালও দেরি নেই। ২২ জানুয়ারি রয়েছে রামলালার অভিষেক অনুষ্ঠান। তবে কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে যাবে এই অভিষেকের আচার অনুষ্ঠান। তাই অযোধ্যায় শেষ মূহূর্তের কিছু কাজ চলছে এখন। রাম মন্দিরের কোণায় কোণায় ছড়িয়ে রয়েছে বিশেষত্ব। দেশ-বিদেশ থেকে রামলালার জন্য উপহার পাঠাচ্ছেন বহু মানুষ। ২২ জানুয়ারি একাধিক আচার-বিধি মেনে রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান সম্পন্ন হবে। যেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বহু তারকা। মোট ১১ হাজার জনকে আমন্ত্রণ জানানো হয়েছে এই উদ্বোধনী অনুষ্ঠানে।
আর এই কারণেই অযোধ্যা নগরীকে ঢেলে সাজানো হয়েছে। রাস্তাঘাট থেকে দোকানপাট এমনকি ফুটপাথ, সব জায়গাতেই যেন দেবভূমির ছোঁয়া দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর এই পরিবর্তনের কাজ চলছে ২০১৯ সাল থেকেই। অযোধ্যার গোটা নগরীর দেওয়ালে আঁকা হচ্ছে রামায়ণের ছবি, প্রাচীনকালের ছোঁয়া দিয়ে লাগানো হচ্ছে স্ট্রিটলাইট। আর সেই কারণেই অযোধ্যা এখন দেশবাসীর কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। তবে এর মাঝে আরেক কারণে উল্লেখযোগ্যতা বাড়ছে এই শহরের।
রাম মন্দিরের কাজ যত শেষ হওয়ার দিকে এগোচ্ছে, ততই অযোধ্যা নগরীর জমিজমা ও বাড়ির দাম বৃদ্ধি পাচ্ছে লাফিয়ে লাফিয়ে। এই বিষয়ে কয়েকটি পরিসংখ্যানে নজর দিকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে এই পরিবর্তনের চিত্রটা। অযোধ্যা নগরীর মধ্যে জমির দাম গত ৫ বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে ৪ থেকে ১০ গুন অবধি। একইভাবে বাড়ি ও ফ্ল্যাটের দাম বৃদ্ধি পাচ্ছে। উদাহরণস্বরূপ, যে ফ্ল্যাটের দাম ২০১৯ সালের আগে ছিল ১৬ লক্ষ টাকা, এখন তার দাম হয়েছে ৫০ লক্ষ টাকার কাছাকাছি।
কিন্তু কেন এই মূল্যবৃদ্ধি? এর পিছনে অনেক কারণ রয়েছে। প্রথমত, ভারতের নানা প্রান্তের অনেক মানুষ শেষ জীবন অযোধ্যায় কাটানোর জন্য সেখানে বাড়ি বা ফ্ল্যাট কিনছেন। একইভাবে এই শহরে হোটেল ব্যবসায় এবার বড়সড় পরিবর্তন আসতে চলেছে। সেই কারণে অনেক ব্যবসায়ী জমি কিনছেন হোটেল বানানোর জন্য। তবে শুধু দেশের ব্যবসায়ী নয়, জানা গেছে বিদেশ থেকেও বহু বিনিয়োগ আসছে এই শহরে। আর এই বিপুল পরিমাণ চাহিদার জন্যই দাম বাড়ছে সেখানের রিয়েল এস্টেটের।