প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Petrol & Diesel Price: দেশজুড়ে পেট্রোল ও ডিজেলের দাম কমলো, কলকাতায় কত দাম!

গত কয়েকবছর ধরেই ক্রমশ বেড়ে চলেছে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম। আর এভাবে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণে কার্যত জীবন দুর্বিষহ হয়ে উঠেছে মধ্যবিত্তদের। পেট্রোপণ্যের সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি…

Published By: Debaprasad Mukherjee | Published On:

গত কয়েকবছর ধরেই ক্রমশ বেড়ে চলেছে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম। আর এভাবে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণে কার্যত জীবন দুর্বিষহ হয়ে উঠেছে মধ্যবিত্তদের। পেট্রোপণ্যের সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে এলপিজি-র দামও। এই অবস্থায় পড়েই কার্যত নাভিশ্বাস উঠছে আমজনতার। তবে এই অবস্থার এর মাঝেই সুখবর এসেছে মধ্যবিত্তদের জন্য। এলপিজি-র পাশাপাশি এবার কমে গেল পেট্রোল ও ডিজেলের দাম।

এপ্রিলের শুরুতেই দেশের একাধিক রাজ্যে কমেছে পেট্রোল ও ডিজেলের দাম। জানা গেছে, উত্তর ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশে কমানো হয়েছে পেট্রোল এবং ডিজেলের দাম। এই রাজ্যে প্রতি লিটার পেট্রোলের দাম ২১ পয়সা কমে হয়েছে ৯৪.৪৯ টাকা এবং প্রতি লিটার ডিজেলের দাম ২৪ পয়সা কমে হয়েছে ৮৭.৫৫ টাকা। তবে শুধুমাত্র উত্তরপ্রদেশ নয়, উত্তর ভারতের আরেকটি রাজ্যেও কমেছে পেট্রোপণ্যের দাম। পঞ্জাবে পেট্রোলের দাম প্রতি লিটারে ২২ পয়সা কমে হয়েছে ৯৬.৫৯ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ২৫ পয়সা কমে হয়েছে ৮৬.৬৫ টাকা। এছাড়াও অরুণাচল প্রদেশ তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গেও কমেছে পেট্রোল ও ডিজেলের দাম।

তবে পেট্রোলের দাম যে এই এপ্রিলে শুধুমাত্র কমেছে তা কিন্তু নয়। পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে বেশ কয়েকটি রাজ্যে। উত্তর ভারত ও দক্ষিণ ভারত মিলিয়ে মোট ১২ রাজ্যে বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। উত্তর ভারতের হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর রাজ্যে বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, পুদুচেরি ও তেলেঙ্গানা রাজ্যে বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। উত্তর পূর্ব ভারতের মধ্যে শুধু আসাম এবং পূর্ব ভারতের ওড়িশা রাজ্যে বেড়েছে পেট্রোপণ্যের দাম। এছাড়াও পশ্চিম ভারতের যেসব রাজ্যে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে, সেগুলি হল গোয়া ও মহারাষ্ট্র।

দেশের সব মেট্রো শহরের পেট্রোল ও ডিজেলের দামের দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ৯৪.৭২ টাকা এবং প্রতি লিটার ডিজেলের দাম ৮৭.৬২ টাকা। এছাড়াও দেশের বাণিজ্যিক ক্যাপিটাল মুম্বইয়ে এক লিটার পেট্রোলের দাম রয়েছে ১০৪.২১ টাকা এবং এক লিটার ডিজেলের দাম রয়েছে ৯২.১৫ টাকা। এছাড়াও চেন্নাইয়ে দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ১০০.৭৫ টাকা এবং প্রতি লিটার ডিজেলের দাম ৯২.৩৪ টাকা। এছাড়াও কলকাতায় এক লিটার পেট্রোলের দাম পড়ছে ১০৩.৯৪ টাকা এবং এক লিটার ডিজেলের দাম রয়েছে ৯০.৭৬ টাকা।