প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Vande Bharat Express: ফেব্রুয়ারিতেই নতুন বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে পূর্ব রেল, কোন রুটে চলবে এই ট্রেন!

কয়েকবছর আগে অবধি ভারতের বুকে সবথেকে দ্রুতগতির ট্রেন ছিল রাজধানী এক্সপ্রেস ও দুরন্ত এক্সপ্রেস। তবে সেই ছবিটা বদলে দিয়েছে দেশের প্রথম সেমি-হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। বর্তমানে গতি ও পরিষেবার…

Published By: Debaprasad Mukherjee | Published On:

কয়েকবছর আগে অবধি ভারতের বুকে সবথেকে দ্রুতগতির ট্রেন ছিল রাজধানী এক্সপ্রেস ও দুরন্ত এক্সপ্রেস। তবে সেই ছবিটা বদলে দিয়েছে দেশের প্রথম সেমি-হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। বর্তমানে গতি ও পরিষেবার নিরিখে জাপানের বুলেট ট্রেনকেও টক্কর দিচ্ছে সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে ভারতে তৈরি এই ট্রেন। বর্তমানে গোটা দেশেই চালু হয়ে গিয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের পরিষেবা। পশ্চিমবঙ্গেও চালু হয়েছে এই সেমি-হাই স্পিড ট্রেনের যাত্রাপথ। রাজ্যে এখন একাধিক রুটে চলে এই ট্রেন। তবে এবার বছরের প্রথম মাসে নতুনভাবে একটি সুখবর শোনা গেল।

আমাদের রাজ্যে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি চালু হয় হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে। তারপর বাংলা যে বন্দে ভারত এক্সপ্রেস পায় সেটি চলে হাওড়া-পুরী রুটে। রাজ্যের তৃতীয় সেমি-হাইস্পিড ট্রেন যায় নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি রুটে। এরপর রাজ্যে হাওড়া-পাটনা এবং হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস চালু করে রেল। সর্বসাকুল্যে এখন রাজ্যে মোট পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলছে। তবে চলতি বছর অর্থাৎ, ২০২৪-এ রাজ্যে আরো একাধিক রুটে এই সেমি-হাইস্পিড দর্শন চালানোর বিষয়ে ভাবছে রেল। আর এই পরিকল্পনা মোতাবেক রাজ্যে আরো বেশি এই ট্রেন চলার সম্ভাবনা তৈরি হয়েছে।

তবে বিশেষ সূত্রে জানা গেছে, এবার একটি অতিরিক্ত বকন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পাবে পূর্ব রেল। তবে পূর্ব রেলের এই ট্রেন চলবে দক্ষিণ পূর্ব রেলের অধীনস্থ একটি জংশন অবধি, এমনটাই জানা গেছে সূত্র মারফত। সম্প্রতি, প্রাক্তন সাংসদ সুরজ মন্ডল জানিয়েছেন যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই বিষয়ে তাকে আশ্বাস দিয়েছেন। প্রাক্তন সাংসদের দাবি মোতাবেক, এই নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি চলবে দুমকা স্টেশন, যেটি পূর্ব রেলের অধীনে পড়ে থেকে রাঁচি স্টেশন, যা দক্ষিণ-পূর্ব রেলওয়ের অধীনে পড়ে অবধি। আগামী ২ ফেব্রুয়ারি এই ট্রেনের যাত্রাপথ শুরু হতে পারে বলে জানা গেছে। তবে রেলের তরফে এই বিষয়ে এখনো কোনো অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি।

প্রসঙ্গত, বর্তমানে দেশের বুকে মোট ৪১ টি বন্দে ভারত এক্সপ্রেস চালাচ্ছে রেল। তবে ৪২ তম ট্রেন কোন রুটে চালানো হবে, তা এখনো সঠিকভাবে জানা যায়নি। তবে রেলের পূর্ব পরিকল্পনা অনুযায়ী, ২০২৪ সালে দেশের বুকে মোট ৬০ টি বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হবে। যদিও রেল সূত্রে জানা গেছে, চলতি বছরের শেষে দেশের বুকে ৭০ টি এই সেমি-হাইস্পিড ট্রেন চালু করা হবে। যার মধ্যে ৬০ টি ট্রেন আগামী ১৫ ই নভেম্বরের মধ্যেই চালু করে দেওয়া হবে বলে খবর। আর তেমনটা হলে রাজ্যও একাধিক ট্রেন যে পেতে চলেছে, তাতে সন্দেহের অবকাশ নেই।