প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Train Rules: যাত্রীরা পড়বেন চরম সমস্যায়, রেলের এই নিয়মগুলি না মানলেই হবে জরিমানা!

প্রায়ই ট্রেনে যাতায়াত করি কমবেশি সবাই। কখনো আমরা ট্রেনে সফর করি একা আবার কখনো বন্ধু বা পরিবারের সাথে দলবদ্ধভাবে। এমন অবস্থায় সবাই থাকলে ট্রেনে সফরকালীন সময়টা কাটে বেশ মজা করে।…

Published By: Debaprasad Mukherjee | Published On:

প্রায়ই ট্রেনে যাতায়াত করি কমবেশি সবাই। কখনো আমরা ট্রেনে সফর করি একা আবার কখনো বন্ধু বা পরিবারের সাথে দলবদ্ধভাবে। এমন অবস্থায় সবাই থাকলে ট্রেনে সফরকালীন সময়টা কাটে বেশ মজা করে। আবার অনেকেই ঘুমিয়ে জার্নি করতে ভালোবাসেন। তবে আপনাদের জানিয়ে রাখি যে রেলওয়ে আপনার মজা এবং ঘুমের জন্য নিয়ম করেছে। এই নিয়ম লঙ্ঘনের জন্য যাত্রীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাই আপনিও যদি প্রায়ই ট্রেনে ভ্রমণ করেন, তাহলে এই নিয়মগুলি সম্পর্কে জানা খুবই জরুরি।

ভারতীয় রেল প্রতিটি যাত্রীর সুরক্ষা এবং তাদের আরামদায়ক সফর উপহার দিতে বদ্ধপরিকর। তাই, প্রতিটি যাত্রীর যাতে ভাল ভ্রমণের অভিজ্ঞতা হয়, যার জন্য ভারতীয় রেল ভালভাবে কাজ করছে। আর এই কারণেই এই নিয়মগুলি বানানো হয়েছে৷ এর আওতায় যেমন রয়েছে রাতে উচ্চস্বরে কথা বলা সীমা, রাতে কামরার মধ্যে শব্দ করা সীমা ও গান শোনা সময় শব্দের সীমা। সেইবকারণে ট্রেনে যদি দূরে কোনো সফর করর পরিকল্পনা আপনার থাকে, তাহলে এই নিয়মগুলি জেনে নিন। তাহলে আর আপনাকে সমস্যায় পড়তে হবেনা।

আগে রাতের যাত্রায় যাত্রীরা সর্বোচ্চ ৯ ঘণ্টা ঘুমাতে পারতেন। কিন্তু এখন এই সময় কমিয়ে ৮ ঘণ্টা করা হয়েছে। এর আগে এসি ও স্লিপার কোচে রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত যাত্রীদের দেওয়া হতো। কিন্তু রেলের নিয়ম অনুযায়ী এখন আপনি রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘুমাতে পারবেন। তার মানে এখন ঘুমের সময় কমেছে ১ ঘণ্টা। তবে শুধুমাত্র যে সমস্ত ট্রেনে ঘুমানোর ব্যবস্থা আছে সেই সমস্ত ট্রেনেই এই পরিবর্তন প্রযোজ্য হবে। এ ছাড়া, ট্রেন যাত্রার সময় যদি আপার বা মিডল বার্থের কোনো যাত্রী গভীর রাতে আপনার বার্থে বসে থাকে,তাই আপনার ঘুমের সমস্যা হতে পারে। তাই নকটুন নিয়ম অনুযায়ী, আপনি এই যাত্রীদের রাত ১০টা থেকে সকাল ৬টার মধ্যে তাদের বার্থে শিয়ে পড়তে বলতে পারেন। একইভাবে, যদি মধ্যম বার্থ থেকে একজন যাত্রী দিনের বেলায় তার বার্থ খোলে, আপনি তাকে প্রত্যাখ্যান করতে পারেন।

এছাড়াও রেলের নতুন নিয়ম অনুযায়ী, কোনো যাত্রী তার সিট, বগি বা কোচে মোবাইলে জোরে কথা বলতে পারবেন না। ইয়ারফোন ছাড়া কোনো যাত্রী উচ্চস্বরে গান শুনতে পারবেন না। রাত ১০টার পর রাতের আলো ছাড়া কোনো যাত্রীকে কোনো আলো জ্বালাতে দেওয়া হবে না। রাত ১০টার পর ট্রেন পরিষেবায় অনলাইন খাবার দেওয়া হবে না। তবে আপনি ই-ক্যাটারিং পরিষেবার সাহায্যে ট্রেনে আপনার খাবার বা জলখাবার প্রি-অর্ডার করতে পারেন। পাশাপাশি, ট্রেনের বগিগুলিতে ধূমপান, মদ্যপান এবং কোনও দাহ্য বস্তু বহন করা অনুমোদিত নয় এবং এটি ভারতীয় রেলের নিয়মের বিরুদ্ধে।