প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Medicine Price: ওষুধ কিনতে দিতে হবে বাড়তি টাকা, সোমবার থেকেই দাম বাড়লো ৮০০ ওষুধের

৩১ শে মার্চ শেষ হয়েছে ২০২৩-২৪ অর্থবর্ষ। ১ এপ্রিল থেকেই সূচনা ঘটেছে ২০২৪-২৫ অর্থবর্ষের। আর অর্থবর্ষের শুরুর দিনেই মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জন্য একটি খারাপ খবর রয়েছে। আর সেটি হল…

Published By: Debaprasad Mukherjee | Published On:

৩১ শে মার্চ শেষ হয়েছে ২০২৩-২৪ অর্থবর্ষ। ১ এপ্রিল থেকেই সূচনা ঘটেছে ২০২৪-২৫ অর্থবর্ষের। আর অর্থবর্ষের শুরুর দিনেই মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জন্য একটি খারাপ খবর রয়েছে। আর সেটি হল এবার থেকে বেশ কিছু জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি পেয়েছে। সোমবার থেকেই দেশজুড়ে এই বর্ধিত দাম কার্যকর হয়েছে। রোগ হলে ওষুধ হল অত্যন্ত অত্যাবশ্যকীয় একটি জিনিস। তাই এটি সবার দরকার পড়বে। সেই কারণেই লোকসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে এই মূল্যবৃদ্ধিকে ইস্যু করে কেন্দ্রকে তোপ দাগতেও ছাড়ছে না বিরোধীরা। এটি নিম্ন শ্রেণীর মানুষের কাছে ধাক্কা হতে চলেছে বলে দাবি করেছে বিরোধী দলগুলি।

সম্প্রতি, কেন্দ্রীয় রসায়ন ও সার মন্ত্রক ওষুধের দামে নতুন ঊর্ধ্বসীমা বসিয়েছে। ১ এপ্রিল থেকে এই বর্ধিত দাম নেওয়া হচ্ছে সারা দেশে। জানা গেছে, মোট ৮০০ টি ওষুধের ধাম বাড়ছে আজ থেকে। ২০১৩ সালের ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার অনুযায়ী রি দাম বাড়ানো হয়েছে। সম্প্রতি, এই বিষয়ে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার থেকে স্টেরয়েড, অ্যান্টিবায়োটিক, পেনকিলার বা ব্যাথা-যন্ত্রণার ওষুধ, ভিটামিন, রক্তচাপ, সুগার, কোলেস্টেরল এবং জ্বর, সর্দি ও কাশির অনেক ওষুধের দাম বাড়ছে। তাই অনেক নিত্যপ্রয়োজনীয় ওষুধ কিনতে এবার থেকে বাড়তি টাকা দিতে হবে।

শিল্প ও বাণিজ্য মন্ত্রকের অধীন উপদেষ্টামণ্ডলীর সুপারিশ মেনে এবং হোলসেল প্রাইস ইনডেক্সের তথ্য বিবেচনা করেই ৭২৬ রকমের ওষুধের দাম বৃদ্ধি করা হয়েছে। তবে এবারের মূল্যবৃদ্ধির হার অনেকটাই কম। কারণ এবার ওষুধের দাম বাড়ছে মাত্র ০.০০৫৫১ শতাংশ। সেখানে ২০২২-২৩ অর্থবর্ষে ওষুধের দাম বাড়ানো হয়েছিল ১০ শতাংশ এবং ২০২৩-২৪ অর্থিক বর্ষে ১২ শতাংশ হারে দাম বৃদ্ধিতে ছাড়পত্র দেওয়া হয়েছিল। তাই এবারের বৃদ্ধিতে ক্রেতাদের পকেটে খুব একটা টান পড়বে না বলেই দাবি কেন্দ্রের।

যদিও, এই বিষয়টিকে ভোটের আগে হাতিয়ার করতে চাইছে বিরোধীরা। সম্প্রতি বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন কুনাল ঘোষ। এক্স হ্যান্ডেলে ওই পোস্টে কুণাল ঘোষ লেখেন, ‘আজ থেকে বাড়ছে প্রায় আটশো ওষুধের দাম। ভিটামিন, রক্তচাপ, সুগার,কোলেস্টেরল, অ্যান্টিবায়োটিক, জ্বর, সর্দি, কাশির ওষুধও এই তালিকায় থাকছে। যাঁরা নিয়মিত কোনও ওষুধ খান, তাঁদের উপর আর্থিক চাপ বাড়বে। এর তীব্র প্রতিবাদ করছি। কেন্দ্রীয় সরকার অবিলম্বে এই মূল্যবৃদ্ধি প্রত্যাহার করুক।’