প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

LPG Price: ভোটের আগেই জলের দরে মিলবে রান্নার গ্যাস সিলিন্ডার, কলকাতায় কত দাম পড়বে!

লোকসভা ভোটের আগে বিরোধীরা যাতে রান্নার গ্যাসের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ে কেন্দ্রকে খোঁচা না দিতে পারে, তার জন্য আগেভাগে গ্যাসের দাম কমিয়ে দিয়েছে কেন্দ্র। কিন্তু গ্যাসের দাম নিয়ে বাড়বাড়ন্ত…

Published By: Debaprasad Mukherjee | Published On:

লোকসভা ভোটের আগে বিরোধীরা যাতে রান্নার গ্যাসের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ে কেন্দ্রকে খোঁচা না দিতে পারে, তার জন্য আগেভাগে গ্যাসের দাম কমিয়ে দিয়েছে কেন্দ্র। কিন্তু গ্যাসের দাম নিয়ে বাড়বাড়ন্ত যেন কমতেই কমছে না। আর এই মূল্যবৃদ্ধি বেশি করে চোখে পড়তে শুরু করে করোনাকালীন সময়ের পর থেকেই। কারণ এই সময়ে দেশের ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের উপর ভর্তুকি তুলে দেয় সরকার। তারপর থেকেই আর রান্নার গ্যাসের ভর্তুকি চালু হয়নি ভারতে। তবে এবার এই বিষয়টি নিয়ে ভাবতে পারে সরকার।

এদিকে গত বছরের রাখি পূর্ণিমার আগে সারা দেশে ২০০ টাকা করে প্রতি সিলিন্ডারে কমছে রান্নার গ্যাসের দাম। তবে যেহেতু উজ্জ্বলা যোজনার অন্তর্গত গ্যাস সিলিন্ডার আগে থেকেই কম দামে পাওয়া যেত, তেই সেই সিলিন্ডার এখন মোট ৩০০ টাকা সাশ্রয়ে পাওয়া যাচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে কেন্দ্রের এই সিদ্ধান্ত দেশবাসীর কাছে অনেকটাই স্বস্তি বয়ে এনেছে। একইসঙ্গে ২০২৩-এর মাঝামাঝি সময়ে কমেছিল কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দামও। কিন্তু সেই মূল্যহ্রাস বেশিদিন স্থায়ী হয়নি। কারণ ফেব্রুয়ারির শুরু থেকেই কমার্শিয়াল গ্যাসের দাম বেড়েছে গোটা দেশে।

মনে করা হচ্ছে যে এবার থেকে ভারতে ফের রান্নার গ্যাসের ডোমেস্টিক সিলিন্ডারের উপরে ভর্তুকি বৃদ্ধি করতে পারে কেন্দ্রীয় সরকার। জানা গেছে, শীঘ্রই রান্নার গ্যাসের উপর বাড়তি ভর্তুকি চালু করতে পারে সরকার। তবে এর জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রকের খরচ বাড়তে পারে। যেখানে বর্তমানে উজ্জ্বলা যোজনার অন্তর্গত মহিলারা প্রতি বছরে ১২ টি ডোমেস্টিক রান্নার গ্যাসের সিলিন্ডারের উপর ভর্তুকি পান। ১২ টি সিলিন্ডার বাবদ মোট ৩,৬০০ টাকার ভর্তুকি পাচ্ছেন উপভোক্তারা। সেটি এবার বৃদ্ধি পেতে পারে।

তাহলে বর্তমানে কলকাতায় রান্নার গ্যাসের দাম কেমন রয়েছে? কলকাতায় বর্তমানে ওঁৰকটাই কম দামে মিলছে গ্যাসের সিলিন্ডার। উজ্জ্বলা যোজনার অন্তর্গত মহিলারা অনেক কমেই কিনতে পারছেন গ্যাসের সিলিন্ডার। বর্তমানে কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে ৯২৯ টাকা। যেখানে উজ্জ্বলা যোজনার আওতায় যেসব মহিলারা আছেন, তাঁরা বর্তমানে মাত্র ৬২৯ টাকায় সেই সিলিন্ডার কিনতে পারছেন। ভোটের আগে এই দাম ফের কমতে পারে বলে ইঙ্গিত মিলেছে।