প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Railway Rule: অতিরিক্ত লাগেজ নিয়ে ট্রেনে উঠলেই জরিমানা! জানেন কি রেলের এই নিয়ম!

প্রতিদিনই দেশজুড়ে লক্ষ লক্ষ মানুষ ট্রেনের মাধ্যমে পৌঁছে যান নির্দিষ্ট গন্তব্যে। যাত্রী পরিবহন থেকে শুরু করে দৈর্ঘতার নিরিখে ভারতীয় রেল বিশ্বে চতুর্থ স্থান দখল করে। সুদূর জম্মু থেকে কন্যাককুমারী, আসাম…

Published By: Debaprasad Mukherjee | Published On:

প্রতিদিনই দেশজুড়ে লক্ষ লক্ষ মানুষ ট্রেনের মাধ্যমে পৌঁছে যান নির্দিষ্ট গন্তব্যে। যাত্রী পরিবহন থেকে শুরু করে দৈর্ঘতার নিরিখে ভারতীয় রেল বিশ্বে চতুর্থ স্থান দখল করে। সুদূর জম্মু থেকে কন্যাককুমারী, আসাম থেকে রাজস্থান- সর্বত্র বিছিয়ে রয়েছে রেলের যোগাযোগ। আর এই বিশাল দেশে রেল ব্যবস্থা চালু রয়েছে বছরের সবকটি দিনই। ভারতীয় রেলে অনেক ধরণের ট্রেন চলে। সাধারণ পরিবহনের জন্য যেমন রয়েছে লোকাল বা এক্সপ্রেস ট্রেন, তেমনই আবার ভারতীয় রেল এমন কিছু ট্রেন চালায়, যা বিলাসবহুল হয় এবং সেগুলি একটি বিশেষ রুটেই চলে। তবে মূলত এক্সপ্রেস বা সুপারফাস্ট ট্রেনকেই দূরের গন্তব্যে যাওয়ার জন্য বেছে নেন অনেকেই। আর এই ধরণের ট্রেনে থাকে অনেকরকম কামরা। স্লিপার কোচ থেকে এসি কোচ, এমনকি অসংরক্ষিত কোচও থাকে এক্সপ্রেস ট্রেনে।

তবে ভারতীয় রেলের বেশ কিছু নিয়ম আছে, যা জানা না থাকলে ট্রেনে সফর করা কিন্তু সমস্যার হওয়ার যাবে। অনেক ক্ষেত্রেই ভুলের জন্য যাত্রীদের জরিমানা করে থাকে রেল। এক্ষেত্রে যেমন বিনা টিকিট সফর করলে যাত্রীদের জরিমানা করেন ট্রেন টিকিট এক্সামিনার। এক্ষেত্রে অন-স্পট ফাইন করা হয় যাত্রীদের। এছাড়াও ট্রেনের আরো নানা নিয়ম ভঙ্গ করলেও যাত্রীদের ফাইন করে থাকে রেল। তবে অনেক সময় টিকিট কেটেও যাত্রীদের গুনতে হতে পারে জরিমানা। সেটি কোন ক্ষেত্রে ঘটে থাকে! জেনে নিন।

আমরা দেখি যে বিমানে লাগেজ পরিবহনের জন্য আলাদা করে অনুমতি নিতে হয়। কিন্তু অনেকেই ভাবেন যে ট্রেনে এমন কোনো নিয়ম নেই। এটি কিন্তু ভুল। কারণ ট্রেনেও একটি নির্দিষ্ট ওজনের মালপত্র নিয়ে যাওয়া যায় টিকিটের দামে। এক্ষেত্রে টিকিট অনুযায়ী সেই পরিমান আলাদা আলাদা হয়। যেমন এসি ফার্স্ট ক্লাসে সফরকালীন সময়ে একজন যাত্রী সর্বোচ্চ ৭০ কেজি মালপত্র নিয়ে যেতে পারেন। এসি সেকেন্ড ক্লাসের ক্ষেত্রে এই সীমা রয়েছে ৫০ কেজি। এছাড়াও এসি ৩ টায়ার স্লিপার, এসি চেয়ার কার ও স্লিপার ক্লাসে সফর করলে সর্বোচ্চ ৪০ কেজি অবধি মালপত্র নিয়ে যাওয়া যায়। এছাড়াও সেকেন্ড ক্লাসের যাত্রীরা সর্বোচ্চ ২৫ কেজি অবধি লাগেজ নিয়ে যেতে পারেন বিনামূল্যে।

কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এর থেকে বেশি মালপত্র নিয়ে যেতে হলে কি করতে হয়? এর জন্য আলাদা করে অনুমতি পত্র নিতে হয়। সেক্ষেত্রে অতিরিক্ত টাকা দিতে হয় যাত্রীদের। যেমন লাগেজ ফি হিসেবে ৩০ টাকা দিলে এসি ফার্স্ট ক্লাসের যাত্রীরা সর্বোচ্চ ১৫০ কেজি, এসি ২ টায়ার স্লিপারের যাত্রীরা সর্বোচ্চ ১০০ কেজি, এসি ৩ টায়ার স্লিপার, এসি চেয়ার কার ও স্লিপার ক্লাসের যাত্রীরা সর্বোচ্চ ৮০ কেজি এবং সেকেন্ড ক্লাসের যাত্রীরা সর্বোচ্চ ৭০ কেজি মালপত্র নিয়ে যেতে পারবেন। তবে কেউ যদি এই ফি জমা না দিয়ে অতিরিক্ত মালপত্র নিয়ে যান, তাহলে তাকে টিকিটের ৬ গুন টাকা দিতে হয় জরিমানা হিসেবে।