প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Ayodhya Train: এই ট্রেনে চেপে সোজা পৌঁছানো যাবে রাম-জন্মভূমি অযোধ্যায়, জেনে নিন টাইম-টেবিল

দীর্ঘ পাঁচ শতাব্দী পর ফের রাম জন্মভূমি অযোধ্যার বুকে প্রতিষ্ঠিত হয়েছেন ভগবান শ্রী রাম। গত ২২ শে জানুয়ারি পুণ্য দিনের অভিজিৎ মুহূর্তে ভগবান রামের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেন ভারতের প্রধানমন্ত্রী…

Published By: Debaprasad Mukherjee | Published On:

দীর্ঘ পাঁচ শতাব্দী পর ফের রাম জন্মভূমি অযোধ্যার বুকে প্রতিষ্ঠিত হয়েছেন ভগবান শ্রী রাম। গত ২২ শে জানুয়ারি পুণ্য দিনের অভিজিৎ মুহূর্তে ভগবান রামের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে রাম ভক্তদের ভক্তির সুনামি ছড়িয়ে পড়ে দেশজুড়ে। মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরদিন অর্থাৎ, গত ২৩ শে জানুয়ারি থেকেই সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে গিয়েছে রাম মন্দিরের দরজা। অনেকেই রাম মন্দিরে যাওয়ার পরিকল্পনা করে নিয়েছেন ইতিমধ্যে। অনেকেই আবার ভিড় জমাচ্ছেন অযোধ্যায়।

আর এই বিশাল মন্দির ও রামলালাকে দর্শন করতে ইতিমধ্যে দেশের নানা প্রান্তে কোটি কোটি মানুষ উৎসুক হয়ে পড়েছেন। ইতিমধ্যে, বিভিন্ন গাড়ি ও ট্রেনে করে অযোধ্যায় গিয়ে মন্দির দর্শন করে এসেছেন অনেকেই। আবার অনেকেই ভিড় জমাচ্ছেন রাম জন্মভূমি অযোধ্যায়। ইতিমধ্যে, যেখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটেছে। সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ গত ২৩ সে জানুয়ারি খুলে গিয়েছে মন্দিরের দরজা। সেই কারণেই পশ্চিমবঙ্গ থেকেও লাখ লাখ মানুষ আগামী দিনে অযোধ্যায় যাত্রা করবেন বলে মনে করা হচ্ছে।

আর এবার পশ্চিমবঙ্গের দর্শনার্থীদের জন্য বড় সুখবর এল। কারণ এবার বাংলা থেকে অযোধ্যা পৌঁছানো হল আরো সহজ। একটি ট্রেনের মাধ্যমেই পৌঁছে যাওয়া যাবে রাম জন্মভূমিতে। তবে এই ট্রেনটি কিন্তু হাওড়া বা শিয়ালদহ বা সাঁতরাগাছি স্টেশন থেকে পাওয়া যাবে না। এক্ষেত্রে এই ট্রেনটি ধরতে হলে আপনাকে যেতে হবে মালদা স্টেশনে। কারণ ট্রেনটি পূর্ব রেলের অধীনস্থ মালদা স্টেশন থেকে ছাড়বে। এবার একনজরে দেখে নিন যে কোন ট্রেনে করে অযোধ্যা পৌঁছাবেন। একইসঙ্গে ফিরতি ট্রেনের সম্পর্কেও জেনে নিন বিস্তারিত তথ্য।

অযোধ্যা যেতে হলে ১৩৪১৩ মালদা টাউন-ভাতিন্ডা ফারাক্কা এক্সপ্রেস ভায়া সুলতানপুর ট্রেনটি ধরতে হবে। এই ট্রেনটি প্রতি সোম, বৃহস্পতি ও শনিবার সন্ধ্যা ৭.৩৫ মিনিটে মালদা টাউন থেকে ছাড়বে। এছাড়াও ১৩৪৮৩ মালদা টাউন-ভাটিন্ডা ফারাক্কা এক্সপ্রেস ভায়া অযোধ্যা ধাম ট্রেনটিও ধরতে পারেন। এই ট্রেনটি সপ্তাহে ৪ দিন চলে। প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৭.৩৫ মিনিটে মালদা টাউন থেকে ছাড়ে এই ট্রেন। এছাড়াও বুধবার, শুক্রবার ও রবিবার পাওয়া যাবে এই ট্রেন। ফিরতি পথে ১৩৪১৪ ভাটিন্ডা-মালদা টাউন ফারাক্কা এক্সপ্রেস ট্রেনটি ধরতে পারেন। প্রতি সপ্তাহের সোমবার, বুধবার এবং শনিবার বিকেল ৩টায় ভাটিন্ডা থেকে ছাড়বে ট্রেনটি। এছাড়াও ১৩৪৮৪ ভাটিন্ডা-মালদা টাউন ফারাক্কা এক্সপ্রেস পাওয়া যাবে প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শুক্রবার বিকেল ৪.২৫ মিনিটে।