প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Free Electricity: মাসে ৩০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ দিচ্ছে সরকার, এই উপায়ে করুন আবেদন

বর্তমান সময়ে ইলেকট্রিক হল একটি অপরিহার্য জিনিস। ইলেকট্রিক ছাড়া আজকের মানবজীবন জরন এক্কেবারে অন্ধকার। ইলেকট্রিক ছাড়া যেমন লাইট জ্বলে না, তেমনই চলে না পাখা কিংবা এসি, বন্ধ থাকে জলের পাম্প,…

Published By: Debaprasad Mukherjee | Published On:

বর্তমান সময়ে ইলেকট্রিক হল একটি অপরিহার্য জিনিস। ইলেকট্রিক ছাড়া আজকের মানবজীবন জরন এক্কেবারে অন্ধকার। ইলেকট্রিক ছাড়া যেমন লাইট জ্বলে না, তেমনই চলে না পাখা কিংবা এসি, বন্ধ থাকে জলের পাম্প, ফ্রিজ, চার্জ দেওয়া যাবে না মোবাইল থেকে ল্যাপটপ। এককথায় বিদ্যুৎ সংযোগ ছাড়া এক্কেবারে অচল হয়ে যায় আমাদের নিত্যদিনের জীবন। আর দিন দিন বিদ্যুৎ মানুষের অবিচ্ছেদ্য এক সঙ্গী হয়ে দাঁড়াচ্ছে।

কিন্তু ইলেকট্রিক থাকলেও ইলেকট্রিকের বিল নিয়ে অনেকেই সমস্যায় পড়েন মাঝেমধ্যে। কারণে দেশে দিন দিন বিদ্যুতের দাম বাড়ছে একটু একটু করে। এদিকে চাহিদার সঙ্গে বাড়িতে ইলেকট্রিক গ্যাজেটের সংখ্যাও বাড়াতে হচ্ছে, আর সেগুলিকে চালু করেও রাখতে হচ্ছে। এই অবস্থায় আকাশছোঁয়া বিদ্যুৎ বিলের সমস্যায় ভুগছেন কমবেশি সকলেই। আর গ্রীষ্মে বেশি বিদ্যুতের চাহিদা বেড়ে যায়। তাই গ্রীষ্মে ইলেকট্রিক বিল অনেক বেশি আসে। তবে এবার কেন্দ্র সরকারের একটি প্রকল্পে দেশের এক কোটি মানুষ বিনামূল্যে বিদ্যুৎ পেতে চলেছেন।

গত অন্তর্বর্তীকালীন বাজেটে ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা’ প্রকল্পের ঘোষণা করেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই বাজেটের ঘোষণা মোতাবেক, প্রতি মাসে ৩০০ ইউনিট বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে পাবেন ভারতের ১ কোটি পরিবার। অন্তর্বর্তী বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, বাড়ির ছাদে সোলার প্যানেল লাগিয়ে ১ কোটি পরিবারকে প্রতি মাসে বিনামূল্যে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হবে। অযোধ্যায় রামমন্দিরের সফল প্রতিষ্ঠার সৌজন্য স্বরূপ ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই প্রকল্প নেওয়া হয়েছে বলেই জানান নির্মলা সীতারামন।

যদিও এই সোলার সিস্টেম বাড়িতে লাগাতে খরচ করতে হবে কিছু টাকা। দুই কিলোওয়াট রুফটপ সোলার প্যানেল বসাতে খরচ হবে ৪৭ হাজার টাকা। তবে এক্ষেত্রে মাত্র ২৯ হাজার টাকা দিতে হবে গ্রাহককে, বাকি ১৮ হাজার টাকা দেবে সরকার। তবে এক্ষেত্রে ৩০০ ইউনিটের বাড়তি বিদ্যুৎ চলে যাবে সরকারের কাছে। তবর এক্ষেত্রে গ্রাহকের কাছে ১৬০ বর্গফুটের ছাদ থাকল জরুরি। এই প্রকল্পের জন্য আবেদন করতে হলে https://pmsuryaghar.gov.in -এই ওয়েবসাইটে গিয়ে Apply For Rooftop Solar অপশনটি সিলেক্ট করতে হবে। সব তথ্য নির্ভুলভাবে দিয়ে আবেদন করা যাবে।