বর্তমান সময়ে ভারতীয় রেল আমাদের দেশের গণপরিবহণ ব্যবস্থায় এক অন্যতম ভূমিকা পালন করে থাকে। প্রায় প্রতিদিনই দেশজুড়ে লক্ষ লক্ষ মানুষ ট্রেনের মাধ্যমে পৌঁছে যান নির্দিষ্ট গন্তব্যে। ভারতীয় রেলের অধীনে অনেক ধরণের ট্রেন চলে। যেমন লোকাল ট্রেনে শহর বা জেলার এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক জেলা থেকে অন্য জেলায় যাওয়া যায়, তেমনই আবার এক্সপ্রেস ট্রেনে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়া যায়। এর মাঝেই আবার রয়েছে সুপারফাস্ট এবং সেমি-হাইস্পিড ট্রেনও।
যাত্রী পরিবহন থেকে শুরু করে দৈর্ঘতার নিরিখে ভারতীয় রেল বিশ্বে চতুর্থ স্থান দখল করে। সুদূর জম্মু থেকে কন্যাককুমারী, আসাম থেকে রাজস্থান- সর্বত্র বিছিয়ে রয়েছে রেলের যোগাযোগ। আর এই বিশাল রেল নেটওয়ার্কের মাঝেই এমন কিছু স্টেশন ও রেলপথ রয়েছে যেটা জীবনে অন্তত একবার আপনার ঘুরে দেখা উচিত। কোথাও পাবেন প্রাকৃতিক সৌন্দর্য, কোথাও আবার ইতিহাস, কোথাও আধুনিকতা। চলুন জেনে নিই এমন পাঁচ রেল স্টেশন সম্পর্কে।
● ঘুম রেল স্টেশন: উত্তরবঙ্গের এই রেল স্টেশনটি হল ভারত তথা বিশ্বের সর্বোচ্চ স্থানে অবস্থিত রেল স্টেশন। দার্জিলিং থেকে মাত্র ৭ কিলোমিটার গেলেই এই অপূর্ব সুন্দর রেলওয়ে স্টেশন দেখতে পারবেন। এখানে মূলত টয় ট্রেন চলে। ধোঁয়া ছেড়ে এমন ট্রেন ছুটে যায় পাহাড়ি উপত্যকার মাঝে। ১৯২৮ সালে নির্মিত এই স্টেশন থেকে ট্রেনে উঠলে রূপকথার একটা সফর করতে পারবেন আপনি।
● কটক রেল স্টেশন: বাইরে থেকে ওড়িশার এই স্টেশনকে স্টেশন বলে চেনার উপায় নেই। কারণ কটক রেল স্টেশনটি নির্মাণ করা হয়েছে প্রাচীন বরাবতী দুর্গের অনুকরণে। তাই এটিকে বাইরে থেকে দেখলে মনে হবে প্রাচীন কোনো দুর্গে এসেছেন। চতুর্দশ শতকে এই দুর্গ তৈরি করেছিলেন গঙ্গা রাজবংশের এক রাজা।
● দুধসাগর রেল স্টেশন: গোয়া ভ্রমণে গেলে অন্তত একবার দুধসাগর রেল স্টেশন থেকে একটা ছোট্ট সফর সেরে নেবেন। কারণ দক্ষিণ গোয়ায় অবস্থিত স্টেশনের ডান দিকে রয়েছে একটি জলপ্রপাত। সেই জলপ্রপাত থেকে বর্ষার সময় জল গুঁড়ো হয়ে পড়ে। দেখলে মনে হবে দুধের স্রোত বইছে। দুর্দান্ত অভিজ্ঞতা হবে এই স্টেশন থেকে রেল সফর করলে।
● তিরুবনন্তপুরম রেল স্টেশন: রাজ্য সরকারের অধীনে চলে কেরালার এই রেল স্টেশন। ১৯৩১ সালে নির্মিত এই স্টেশনে এলে মনেই হবেনা এর প্রাচীনত্ব। কারণ এয়ারপোর্টের মতো সুন্দর দক্ষিণ ভারতের এই রেল স্টেশন। এটি কেরলের বৃহত্তম এবং সবচেয়ে জাকজমকপূর্ণ রেল স্টেশন।
● চারবাগ রেল স্টেশন: দাবা খেলা পছন্দ করলে অন্তত একবার ঘুরে আসুন লখনৌয়ের এই রেল স্টেশন থেকে। ব্রিটিশ আমলে নির্মাণ হয় এই স্টেশনের। স্টেশনের নির্মাণ শৈলী দাবার মতো। এছাড়াও স্টেশনের ভেতরে মোঘল ও রাজপুতদের শিল্পভাবনার ছাপ পাওয়া যায়। ঐতিহাসিক অনুভূতি পাবেন এই স্টেশনে এলে।