প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

LPG Price: সিলিন্ডার প্রতি ৩২ টাকা সস্তা হল রান্নার গ্যাস! ১ এপ্রিল থেকে কমে গেল গ্যাসের দাম

লোকসভা ভোটের আগে বিরোধীরা যাতে রান্নার গ্যাসের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ে কেন্দ্রকে খোঁচা না দিতে পারে, তার জন্য আগেভাগে গ্যাসের দাম কমিয়ে দিয়েছে কেন্দ্র। কিন্তু গ্যাসের দাম নিয়ে বাড়বাড়ন্ত…

Published By: Debaprasad Mukherjee | Published On:

লোকসভা ভোটের আগে বিরোধীরা যাতে রান্নার গ্যাসের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ে কেন্দ্রকে খোঁচা না দিতে পারে, তার জন্য আগেভাগে গ্যাসের দাম কমিয়ে দিয়েছে কেন্দ্র। কিন্তু গ্যাসের দাম নিয়ে বাড়বাড়ন্ত যেন কমতেই কমছে না। আর এই মূল্যবৃদ্ধি বেশি করে চোখে পড়তে শুরু করে করোনাকালীন সময়ের পর থেকেই। কারণ এই সময়ে দেশের ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের উপর ভর্তুকি তুলে দেয় সরকার। তারপর থেকেই আর রান্নার গ্যাসের ভর্তুকি চালু হয়নি ভারতে। তবে এবার এই বিষয়টি নিয়ে ভাবতে পারে সরকার।

এদিকে গত বছরের রাখি পূর্ণিমার আগে সারা দেশে ২০০ টাকা করে প্রতি সিলিন্ডারে কমছে রান্নার গ্যাসের দাম। তবে যেহেতু উজ্জ্বলা যোজনার অন্তর্গত গ্যাস সিলিন্ডার আগে থেকেই কম দামে পাওয়া যেত, তেই সেই সিলিন্ডার এখন মোট ৩০০ টাকা সাশ্রয়ে পাওয়া যাচ্ছে। এদিকে প্রতি মাসের শুরুতে এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হয়। এপ্রিলের শুরুতেও তেমনটাই হয়েছে। এখন একনজরে দেখে নিন যা আজ থেকে কোন গ্যাসের সিলিন্ডার কিনতে কত টাকা খরচ হবে।

● কমার্শিয়াল সিলিন্ডার: এপ্রিল থেকে ১৯ কেজির কমার্শিয়াল গ্যাসের সিলিন্ডারের দাম কমেছে। কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ৩২ টাকা। অর্থাৎ, মার্চ মাসে যে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কেনা যেত ১,৯১১ টাকায়, টস এবার থেকে মিলবে ১,৮৭৯ টাকায়। যদিও শুধু কলকাতা নয়, দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ের মতো মেট্রো শহরেও বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কোথাও কমেছে ৩০.৫ টাকা, কোথাও আবার ৩১.৫ টাকা।

● ফ্রি-ট্রেড সিলিন্ডার: এপ্রিল থেকে দেশজুড়ে ৫ কেজি ওজনের ফ্রি-ট্রেড এলপিজি গ্যাস সিলিন্ডারের দামও কমেছে কিছুটা। কলকাতায় মার্চ মাসে এই সিলিন্ডার কিনতে ৩০৮.৫০ টাকা পড়তো। এপ্রিলে এই দাম কমেছে ৭.৫০ টাকা। অর্থাৎ আজ থেকে এই সিলিন্ডারের দাম হবে ৩০১ টাকা।

● ডোমেস্টিক সিলিন্ডার: তবে কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দামে তেমন কোনো হেরফের ঘটেনি। কলকাতায় সেই দাম রয়েছে সিলিন্ডার প্রতি ৮২৯ টাকা। দিল্লিতে দাম রয়েছে ৫০৩ টাকা, মুম্বইয়ে ৫০২.৫০ টাকা এবং চেন্নাইয়ে ৫১৮.৫ টাকা।

● উজ্জ্বলা যোজনার সিলিন্ডার: উজ্জ্বলা যোজনার উপভোক্তাদের জন্য প্রতি সিলিন্ডার ১৪.২ কেজি এলপিজি গ্যাসে ৩০০ টাকা ছাড় বজায় থাকবে। কলকাতায় উজ্জ্বলা যোজনার এলপিজি সিলিন্ডার মিলবে মাত্র ৫২৯ টাকায়।