যাতায়াতের গতি বৃদ্ধি করতে দারুন সব পদক্ষেপ নিয়েছে রেল। বুলেট ট্রেন সেই পরিকল্পনাগুলোর মধ্যে অন্যতম। প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর থেকেই জাপানের মতো ভারতে সুপারফার্স্ট, বুলেট ট্রেন চালু করার পরিকল্পনার কথা ঘোষণা করেন নরেন্দ্র মোদী। এবার তাঁর সেই স্বপ্নের পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে। শীঘ্রই আসতে চলেছে জাপানি প্রযুক্তিতে নির্মিত সুপারফাস্ট বুলেট ট্রেন। ইতিমধ্যে দেশের বিভিন্ন রুটে বুলেট ট্রেন চালানোর জন্য পরিকাঠামো, করিডর তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৭ সালেই ছুটবে বুলেট ট্রেন, এমনটাই জানা গেছে রেল সূত্রে।
জানা গেছে, এই বুলেট ট্রেনের জন্য ভারত চুক্তি করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির সঙ্গে। বুলেট ট্রেনে কোচের সংখ্যা হবে ১০ টি। এই ট্রেনটি ৬৯০ জন যাত্রী নিয়ে ঘন্টায় ৩২০ কিলোমিটার বেগে ছুটতে পারে। জানা গিয়েছে দেশের প্রথম ট্রেন আহমেদাবাদ ও মুম্বই রুটে চালানোর পরিকল্পনা রয়েছে রেলের। সেই জন্য গুজরাটে বেশ কিছু রেলসেতু বানানোর কাজ শেষের দিকে। এর মধ্যে একটি ইস্পাত সেতু নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। সূত্রের খবর, এমএএইচএসআর করিডোরে ২৪টি নদীর মধ্যে ছয়টি নদীর ওপর সেতুর কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। পার, পূর্ণা, মিন্ধোলা, অম্বিকা, আউরাঙ্গা এবং ভেঙ্গানিয়া নদীর উপর নির্মিত হচ্ছে সেতু।
সম্প্রতি এই বুলেট ট্রেন নিয়ে বড় আপডেট দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এক জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রেলমন্ত্রী জানিয়েছেন, “আপনি চাইলে সুরাটে প্রাতরাশ করে তারপর মুম্বাইতে গিয়ে কাজ করতে পারেন। এরপরে আপনি রাতে আবার আপনার পরিবারের কাছে ফিরে যেতে পারেন।” এছাড়াও তিনি জানান যে এই বুলেট ট্রেনের ভাড়া বিমানের ভাড়ার থেকে অনেক কম হতে চলেছে। তবে সেই ভাড়া কত হবে, তা এখনো সঠিকভাবে জানা যায়নি। তবে রেলমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, বুলেট ট্রেনকে দেশের অনেক মানুষ দূরপাল্লার যাত্রার জন্য অনায়াসে বেছে নিতে পারবেন।
জানা গেছে, প্রথম পর্যায়ে মুম্বই থেকে আহমেদাবাদ রুটে বুলেট ট্রেন চললেও পরবর্তী সময়ে এই হাইস্পিড ট্রেন চলবে বাঙালির বুকেও। রেল সূত্রে জানা গেছে, মুম্বই-আহমেদাবাদ রুটের পাশাপাশি আরো তিনটি গোল্ডেন রুটকে বেছে নেওয়া হয়েছে। আর সেগুলি হল কলকাতা-দিল্লি, দিল্লি-মুম্বই ও মুম্বই-চেন্নাই। এদের মধ্যে ১,৪৭৪ কিমি দীর্ঘ দিল্লি-কলকাতা রুট, ১,৪০২ কিমি দীর্ঘ হল দিল্লি-মুম্বই রুট এবং ১,৩১৭ কিমি দীর্ঘ মুম্বই-চেন্নাই রুট। তাই এমনটা হলে দিল্লির সঙ্গে হাওড়া স্টেশনকে জুড়ে দেওয়া হতে পারে এই বুলেট রুটে। তাই দেশে বুলেট ট্রেনের যাত্রা শুরুর দ্বিতীয় পর্যায়ে বাংলায় ছুটবে বুলেট ট্রেন।