যাতায়াতের গতি বৃদ্ধি করতে দারুন সব পদক্ষেপ নিয়েছে রেল। বুলেট ট্রেন সেই পরিকল্পনাগুলোর মধ্যে অন্যতম। প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর থেকেই জাপানের মতো ভারতে সুপারফার্স্ট, বুলেট ট্রেন চালু করার পরিকল্পনার কথা ঘোষণা করেন নরেন্দ্র মোদী। এবার তাঁর সেই স্বপ্নের পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে। শীঘ্রই আসতে চলেছে জাপানি প্রযুক্তিতে নির্মিত সুপারফাস্ট বুলেট ট্রেন। ইতিমধ্যে দেশের বিভিন্ন রুটে বুলেট ট্রেন চালানোর জন্য পরিকাঠামো, করিডর তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৭ সালেই ছুটবে বুলেট ট্রেন, এমনটাই জানা গেছে রেল সূত্রে।
জানা গেছে, এই বুলেট ট্রেনের জন্য ভারত চুক্তি করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির সঙ্গে। বুলেট ট্রেনে কোচের সংখ্যা হবে ১০ টি। এই ট্রেনটি ৬৯০ জন যাত্রী নিয়ে ঘন্টায় ৩২০ কিলোমিটার বেগে ছুটতে পারে। জানা গিয়েছে দেশের প্রথম ট্রেন আহমেদাবাদ ও মুম্বই রুটে চালানোর পরিকল্পনা রয়েছে রেলের। সেই জন্য গুজরাটে বেশ কিছু রেলসেতু বানানোর কাজ শেষের দিকে। এর মধ্যে একটি ইস্পাত সেতু নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। সূত্রের খবর, এমএএইচএসআর করিডোরে ২৪টি নদীর মধ্যে ছয়টি নদীর ওপর সেতুর কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। সেগুলি হল পার (ভালসাদ জেলা), পূর্ণা (নবসারি জেলা), মিন্ধোলা (নবসারি জেলা), অম্বিকা (নবসারি জেলা), আউরাঙ্গা (ভালসাদ জেলা) এবং ভেঙ্গানিয়া (নবসারি জেলা)।
তবে শুধুমাত্র, মুম্বই থেকে আহমেদাবাদ রুটেই নয়, বুলেট ট্রেন চলবে বাঙালির বুকেও। সম্প্রতি, এমন ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। জানা গেছে, বুলেট ট্রেনকে ভারতে চালু করার জন্য মুম্বই-আহমেদাবাদ রুটের পাশাপাশি আরো তিনটি গোল্ডেন রুটকে বেছে নেওয়া হয়েছে। আর সেগুলি হল কলকাতা-দিল্লি, দিল্লি-মুম্বই ও মুম্বই-চেন্নাই। এদের মধ্যে ১,৪৭৪ কিমি দীর্ঘ দিল্লি-কলকাতা রুট, ১,৪০২ কিমি দীর্ঘ হল দিল্লি-মুম্বই রুট এবং ১,৩১৭ কিমি দীর্ঘ মুম্বই-চেন্নাই রুট। তাই এমনটা হলে দিল্লির সঙ্গে হাওড়া স্টেশনকে জুড়ে দেওয়া হতে পারে এই বুলেট রুটে। তাই দেশে বুলেট ট্রেনের যাত্রা শুরুর দ্বিতীয় পর্যায়ে বাংলায় ছুটবে বুলেট ট্রেন।
এই মর্মে সম্প্রতি, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তার এক্স হ্যান্ডেল থেকে একটি ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিওতে এসেছে বুলেট ট্রেনের এই আপডেট। ভিডিওতে এনিমেটেডভাবে দেখানো হয়েছে বুলেট ট্রেনকে। একইসঙ্গে বুলেট ট্রেনের রুটের কাজও দেখানো হয়েছে। ভিডিওতে বলা হয়েছে যে মুম্বই-আহমেদাবাদ রুটে বুলেট ট্রেন ২৪টি নদী সেতু, ২৮টি স্টিল ব্রিজ ও ৭টি সুড়ঙ্গের মধ্য দিয়ে যাবে। এছাড়াও বুলেট ট্রেনকে মার্বেল অফ ওয়ার্ল্ড ক্লাস ইঞ্জিনিয়ারিং এবং ভবিষ্যৎ ভারতের দৃষ্টান্ত বলেও উল্লেখ করা হয়েছে। ভিডিয়োটির ক্যাপশনে লেখা, ‘আমরা স্বপ্নকে বাস্তব পরিণত করি। মোদী-৩.০ জমানা.য় আসছে বুলেট ট্রেন।’
सपने नहीं हकीकत बुनते हैं!
Stay tuned for #BulletTrain in Modi 3.0!#ModiKiGuarantee pic.twitter.com/0wEL5UvaY8— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) February 12, 2024