প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Bharat Brand: রেল স্টেশনে চাল, ডাল, আটা বিক্রি করবে সরকার, বাজারের তুলনায় দাম অর্ধেক

রেশন ব্যবস্থার পাশাপাশি দেশবাসীকে সস্তায় চাল, আটা ও ডাল দিতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে, ভারতে চালু হয়েছে 'ভারত আটা' ও 'ভারত ডাল' বিক্রি। দেশের নাগরিকদের সস্তায় অন্নের যোগান দিতে…

Published By: Debaprasad Mukherjee | Published On:

রেশন ব্যবস্থার পাশাপাশি দেশবাসীকে সস্তায় চাল, আটা ও ডাল দিতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে, ভারতে চালু হয়েছে ‘ভারত আটা’ ও ‘ভারত ডাল’ বিক্রি। দেশের নাগরিকদের সস্তায় অন্নের যোগান দিতে এই ব্যবস্থা শুরু করেছে মোদি সরকার। অত্যন্ত কম দামে এই খাদ্যদ্রব্য বন্টন করছে সরকার। জানা গেছে, বর্তমানে দেশে ‘ভারত আটা’ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২৭.৫০ টাকা এবং ‘ভারত ডাল’ কেজিপ্রতি ৬০ টাকা দরে বিক্রি করছে সরকার।

আর এবার দেশে ‘ভারত চাল’ বিক্রি শুরু করতে চলেছে সরকার। সূত্রের খবর, ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড বা NAFED এবং ন্যাশনাল কো-অপারেটিভ কনজ্যুমারস ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড বা NCCF এই চাল বন্টনের ব্যবস্থাকে চালনা করবে। জানা গেছে, ইতিমধ্যে, ৫ লক্ষ টন চাল সংগ্রহ করেছে সরকার। এই চাল মিলবে ২৫ টাকা কেজি দরে। তবে ৫ কেজি ও ১০ কেজির প্যাকেটে এই চাল মিলবে। আর এর ফলে দেশবাসী বড় সুবিধা পেতে চলেছে বলে আশা করা হচ্ছে। কিন্তু এই চাল কিনবেন কোথায়? এক্ষেত্রে দুটি ব্যবস্থা জেনে নিন।

● রেল স্টেশনে: ইতিমধ্যে ভারত ব্র্যান্ডের চাল, ডাল ও আটা বিক্রি শুরু হয়েছে দেশজুড়ে। এই খাদ্যসামগ্রী বন্টনের জন্য ইতিমধ্যে ২০০ টি মোবাইল ভয়সন রাস্তায় নামানো হয়েছে বলে জানা গেছে। এই ভ্যান থেকে কিনতে পারবেন সামগ্রী। এছাড়াও দেশের বিভিন্ন রেল স্টেশনে এমন কিছু ভ্যান থাকবে। তাই রেল স্টেশনের প্ল্যাটফর্মেও কম দামে ভারত ব্র্যান্ডের চাল, ডাল ও আটা কিনতে পারবেন মানুষজন।

● অনলাইনে: তবে আপনি চাইলে বাড়িতে বসেও এই সামগ্রী অর্ডার করতে পারবেন। এর জন্য প্রথমে আপনাকে যেতে হবে নাফেড বা NAFED-এর অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটটি হল: https://www.nafedbazaar.com/product-tag/online-shopping। এই ওয়েবসাইটে ঢুকে প্রথমেই রেজিস্ট্রেশন করতে হবে। তারপর লগ ইন করে আপনার ঠিকানা ও ফোন নম্বর দিয়ে অর্ডার করতে হবে। এখানে চালের পাশাপাশি সস্তায় ডাল, চিনি এবং অন্যান্য অনেক পণ্য কেনা যাবে। অর্ডার করলেই বাড়িতে ডেলিভারি হবে এইসব সামগ্রীর।