প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Ramlala: ঘন্টায় ঘন্টায় ভোগ নিবেদন, দিনে পাঁচবার আরতি, রামলালার ‘ডেইলি-রুটিন’ কেমন হবে জানেন!

দীর্ঘ পাঁচ শতাব্দী পর ফের রাম জন্মভূমি অযোধ্যার বুকে প্রতিষ্ঠিত হলেন ভগবান শ্রী রাম। সোমবার অভিজিৎ মুহূর্তে ভগবান রামের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে ফাম…

Published By: Debaprasad Mukherjee | Published On:

দীর্ঘ পাঁচ শতাব্দী পর ফের রাম জন্মভূমি অযোধ্যার বুকে প্রতিষ্ঠিত হলেন ভগবান শ্রী রাম। সোমবার অভিজিৎ মুহূর্তে ভগবান রামের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে ফাম ভক্তদের ভক্তির সুনামি ছড়িয়ে পড়ে দেশজুড়ে। দেশের প্রায় সব রাজ্যেই এদিন পরিস্থিতি ছিল উৎসবমুখর। দেশবাসী বাড়িতেও এই রাম মহোৎসব পালন করেছেন ওইদিন। এককথায়, রাম মন্দিরের উদ্বোধন অযোধ্যায় হলেও দেশের কোটি কোটি মানুষের মনে এক অনন্য অনুভূতির প্রকাশ ঘটিয়েছে এই বিশেষ অনুষ্ঠান।

এদিকে গত ২৩ শে জানুয়ার থেকেই সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে গিয়েছে রাম মন্দিরের দরজা। অনেকেই রাম মন্দিরে যাওয়ার পরিকল্পনা করে নিয়েছেন ইতিমধ্যে। অনেকেই আবার ভিড় জমাচ্ছেন অযোধ্যায়। আর এর মাঝেই সামনে এল রামলালার ডেইলি রুটিন। অযোধ্যা রাম জন্মভূমি ট্রাস্টের টলরফ থেকে জানানো হয়েছে যে প্রতিদিন কোন সময় রামলালার কোন উপাচার পালন করা হবে। তাই আপনিও যদি আগামী দিনে রাম মন্দির দর্শনের প্ল্যান করে থাকেন, তাহলে আপনার এই বিষয়গুলি জেনে রাখা অত্যন্ত জরুরি।

জানা গেছে, রামলালার প্রতিদিন ভোর চারটের সময় ঘুম থেকে উঠবেন। মন্ত্রোচ্চারণের মাধ্যমেই জাগানো হবে ভগবানকে। যদিও তার এক ঘন্টা আগে থেকেই শুরু হবে মন্দির পরিষ্কারের কাজ। তারপর ভোর সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে ভগবানের প্রথম আরতি করা হবে। যদিও এই আরতি আপনি চাইলেই দেখতে পারবেন না। কারণ, ভক্তদের জন্য মন্দিরের দরজা খোলা হবে সকাল ৮ টার সময়। সকাল ৮ টা থেকে দুপুর ১ টা অবধি দর্শনের জন্য খোলা থাকবে মন্দির। ১ টা থেকে ৩ টা অবধি রামলালার মধ্যাহ্নভোজের জন্য বন্ধ থাকবে মন্দির। তবে ৩ টা থেকে রাত ১০ টা অবধি দর্শন করা যাবে রামলালার। এর মাঝেই হবে সন্ধ্যা আরতি। সন্ধ্যা ৭ টার সেই আরতি দেখতে পারবেন সকলেই।

তবে এখানেই শেষ নয়, রামলালার রোজনামচায় থাকবে আরো নানা চমক। জানা গেছে, প্রতিদিন ভোগ হিসেবে রামলালাকে দেওয়া হবে দুধ ও ফল। তবে প্রতি ঘন্টায় এই খাবার দেওয়া হবে ভগবানকে। এছাড়াও, রামলালা প্রতিদিন আলাদা রংয়ের পোশাক পরবেন বলে জানা গেছে। সোমবার রামলালার পরণে থাকবে হলুদ পাহাক, মঙ্গলবার তিনি সাজবেন লাল পোশাকে, বুধবার রামলালাকে পরানো হবে সবুজ রংয়ের পোশাক, বৃহস্পতিবার রামলালার শরীরে থাকবে হলুদ পোশাক, শুক্রবার হয় হালকা হলুদ নয়তো ক্রিম রঙের পোশাক পড়বেন রামলালা, শনিবার থাকবে নীল পোশাক এবং রবিবার গোলাপি রংয়ের পোশাক।