স্বপ্ন নিয়ে মানুষের মনে কৌতূহলের শেষ নেই। স্বপ্ন হল বাস্তব ও অবাস্তব দুনিয়ার মাঝখানের এমন একটি পর্যায়, যেখানে অনেক দৃশ্য আমরা দেখি ঘুমের মধ্যে। স্বপ্নের ব্যাখ্যা নিয়ে নানা তত্ব উঠে এসেছে বারবার। তবে সবথেকে গ্রহণযোগ্য তথ্য হল এই যে স্বপ্ন হল অবচেতন মনের চিন্তা ভাবনার একটি প্রতিফলনস্বরূপ সৃষ্ট একটি দৃশ্য। তবে অনেকেই আবার এই বিষয়টি মানতে রাজি নন। স্বপ্নের ব্যাখ্যা নিয়ে অনেকেই আরো অনেক তথ্য দিয়ে গেছেন।
তবে স্বপ্নের ব্যাখ্যা যাই হোক না কেন, স্বপ্নের অর্থ ও গুরুত্ব নিয়ে জ্যোতিশাস্ত্রে রয়েছে বেশ কিছু কথা। জ্যতিষীদের মতে, স্বপ্নে দেখা দৃশ্যের সঙ্গে আগামীতে বাস্তব জীবনের ঘটনার একটি সম্পর্ক রয়েছে। অর্থাৎ আজ আপনি স্বপ্নে কি দেখবেন, আগামীকালের আসন্ন ঘটনা তার সঙ্গে সম্পর্কযুক্ত। আসুন একনজরে দেখে নিই কোন স্বপ্নের কি ব্যাখ্যা দেয় জ্যোতিশাস্ত্র।
● রাজপ্রাসাদ: যদি ঘুমের মাঝে স্বপ্নের দেশে গিয়ে আপনি কোন রাজপ্রাসাদ বা এমন কোনো অট্টালিকা দেখেন, যেখানে অধিপতি হিসেবে আপনি নিজেকে দেখতে পান, তাহলে এই স্বপ্ন শুভ যোগ বয়ে এনে। এতে সম্পত্তি লাভের যোগ তৈরি হয়। তাই এমন স্বপ্নকে শুভ বলে মনে করা হয়।
● লাল শাড়ি: আপনি যদি ঘুমের মধ্যে লাল শাড়ি কিংবা লাল শাড়ি পরিহিতা কোনো সুন্দরী মহিলা বা শিশুকন্যাকে দেখে থাকেন, তাহলে এটি একটি শুভ ইঙ্গিত। এতে আপনার জীবনে মা লক্ষ্মীর আগমনের সম্ভাবনা তৈরি হয়। অর্থাৎ আগামীতে অর্থলাভের সম্ভাবনা রয়েছে।
● ফুল ও গয়না: স্বপ্নের মধ্যে আপনি যদি বাহারি ফুল দেখেন কিংবা সোনার গয়না দেখেন, অথবা গয়না পরিহিতা কোনো মহিলাকে দেখেন, তাহলে এটিও সুগ ইঙ্গিত হতে পারে। এই স্বপ্নও মা লক্ষ্মীর আগমনের ব্যাখ্যা দেয় জ্যোতিশাস্ত্রে।
● ঝর্ণা: স্বপ্নের মধ্যে আপনি যদি কোনো ঝর্ণা দেখে থাকেন, তাহলে জানবেন আপনার জীবনেও সুখের বৃষ্টি হতে চলেছে। কারণ জ্যোতিশাস্ত্র মতে, এমন স্বপ্ন জীবনে লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয়।
● অর্থ: স্বপ্নের মধ্যে টাকাকড়ি দেখলে সেটিও ভালো ইঙ্গিত। জ্যোতিশাস্ত্রে বলা হয়, এমন স্বপ্ন দেখলে আপনার জীবনে অপরিকল্পিত উৎস থেকে অর্থলাভ ঘটতে পারে।
Disclaimer: প্রতিবেদনটি তথ্য, অনুমান ও সমীক্ষার উপর লিখিত। বাস্তব জীবনে স্বপ্নের প্রভাব ব্যক্তিবিশেষে ভিন্ন হতে পারে।