বাস্তুশাস্ত্র হল এমন একটি শাস্ত্র যেখানে মানুষের রোজকার জীবনধারা নিয়ে অনেক নিয়ম বলা রয়েছে। এই প্রাচীন শাস্ত্রে মূলত গৃহসজ্জা এবং তার বিভিন্ন রীতিনীতি নিয়ে আলোচনা করা হয়। কোন জিনিস বাড়ির কোথায় রাখলে বাড়ির উপর ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পাবে বা কোন জিনিস কোন দিকে রাখলে তার প্রভাব হবে মারাত্মক, তা বিস্তারিত আলোচনা করা হয় বাস্তুশাস্ত্রে। জীবনে এর জীবন্ত প্রভাব বর্তমান। তাই অনেকেই মেনে চলে বাস্তুশাস্ত্র।
এদিকে স্বভাবত বাড়িতে নানা গাছ লাগানোর অভ্যেস আমাদের সকলের কমবেশি আছে। কেউ বাড়ির সামনে ফল ও সবজির বাগান তৈরি করেন, কেউ আবার জায়গার অভাবে বাড়ির ব্যালকনি ও ছাদে টবে নানা ফুলগাছ ও ক্যাকটাস গাছ লাগিয়ে থাকেন। কেউ আবার ঘরের ভেতরেই টবের মধ্যে বিভিন্ন ইনডোর গাছ লাগিয়ে থাকেন। বিজ্ঞান যেমন বলে ঘরের ভেতর গাছ লাগানোর সুফল, তেমনই বাস্তুশাস্ত্রে বেশ কিছু গাছ না রাখার পরামর্শ দেওয়া হয়। কারণ এইসব গাছ বাড়িতে থাকলে নানাভাবে তার কুফল পড়ে জীবনের উপর। একনজরে দেখে নিন এমন কয়েকটি গাছ, যা বাড়িতে রাখা উচিত নয়।
● বনসাই গাছ: দেখতে সুন্দর হওয়ার জন্য অনেকেই বাড়িতে বনসাই গাছ রাখেন। কিন্তু এটি এক্কেবারে উচিত নয়। বাস্তুশাস্ত্রে বলা আছে যে বনসাই গাছ বাড়িতে থাকলে কেরিয়ার ও ব্যবসায় ক্ষতি হতে পারে।
● কার্পাস গাছ: বাস্তুশাস্ত্র মতে, কার্পাস গাছ বাড়িতে রাখব উচিত নয়। এর নানা কু-প্রভাব পড়ে আমাদের জীবনের উপর। এর ফলে বাড়িতে দুঃখ ও সদস্যদের দুর্ভোগের মাত্রা বৃদ্ধি পায়।
● ক্যাকটাস গাছ: বাটিতে ক্যাকটাস গাছ রাক্ষস অশুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রে। এই গাছ বাড়িতে থসকলে জীবীন কণ্টকময় হয়ে ওঠে। বাড়িতে ঝগড়া ও অশান্তির পরিমান বৃদ্ধি পায়। প্রেমের ক্ষেত্রেও নানা বাধা এনে এই গাছ।
● তেঁতুল গাছ: তেঁতুল গাছ নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রে। তাই এই গাছ বাড়ির নেগেটিভিটি বাড়িয়ে তোলে। এই কারণেই বাড়িতে তেঁতুল গাছ না রাখাই শ্রেয়।
● আইভি গাছ: এই গাছটি মূলত একটি বিষাক্ত গাছ। এই গাছ বাড়িতে থাকলে ত্বকের নানা ক্ষতি হত্ৰ পারে। একইভাবে বাস্তুশাস্ত্রেও এই গাছ বারোটা না রাখার পরামর্শ দেওয়া হয়।
Disclaimer: প্রতিবেদনটি তথ্যভিত্তিক। কোনরূপ অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দেওয়া আমাদের উদ্দেশ্য নয়।