প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Home Vastu: নতুন বাড়িতে কোনদিকে জলের ট্যাঙ্ক রাখা শুভ! জানুন সঠিক বাস্তু নিয়ম

ভারতের প্রাচীন একটি শাস্ত্র হল বাস্তুশাস্ত্র। বহু শতাব্দী ধরে এই শাস্ত্র আমাদের বসতবাড়ি সাজানো গোছানোর বিষয়ে নানা তথ্য দিয়ে আসছে। বাড়ির কোথায় কোন জিনিস রাখলে, বাড়িতে লক্ষ্মীর বসবাস হয়, সেই…

Published By: Debaprasad Mukherjee | Published On:

ভারতের প্রাচীন একটি শাস্ত্র হল বাস্তুশাস্ত্র। বহু শতাব্দী ধরে এই শাস্ত্র আমাদের বসতবাড়ি সাজানো গোছানোর বিষয়ে নানা তথ্য দিয়ে আসছে। বাড়ির কোথায় কোন জিনিস রাখলে, বাড়িতে লক্ষ্মীর বসবাস হয়, সেই বিষয়েও নানা মত দিয়ে থাকেন বাস্তুবিদরা। তেমনই বাড়িতে কোন গাছ লাগলে, সেই বাড়িতে সমৃদ্ধির দেবীর কৃপা বর্ষণ হয়, সেই বিষয়েও উল্লেখ রয়েছে বাস্তুশাস্ত্রে। এছাড়াও আরো ভিবিন্ন জিনিসের প্রভাব নিয়ে আলোচনা হয়ে থাকে বাস্তুশাস্ত্রে।

গৃহসজ্জায় আমরা নানা জিনিস ব্যাবহার করে থাকি। কেউ যেমন দেওয়ালে ছবি দিয়ে ঘর সাজিয়ে তোলেন, কেউ আবার ঘর সাজাতে ভালোবাসেন নানা শো-পিস দিয়ে। এসবের পাশাপাশি আসবাবপত্র তো হল কোনো বাড়ির প্রধান বস্তু। তবে বাস্তুশাস্ত্র মতে ঘর সাজালে ঘরের মধ্যে সদা বিরাজ করে সুখ ও শান্তি, এমনটাই মনে করেন অনেকেই। তাই বাড়ির কোন দিকটি কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তা মনে রাখা উচিত। বাড়ির সব দিকে সব জিনিস রাখা চলেনা। তাই বাস্তুশাস্ত্রে বাড়ির কোন দিকে কি কি জিনিস রাখা চলে, তা বিধান দেওয়া আছে। নিয়ম রয়েছে বাড়ির জলের ব্যবস্থার বিষয়েও। একনজরে দেখে নিন এমন কিছু নিয়মকানুন।

বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে জলের ব্যবস্থা সবদিকে রাখা উচিত নয়। এক্ষেত্রে জলের ওভারহেড ট্যাঙ্কের জন্য যেমন আলাদা দিক রয়েছে, তেমনই আবার ভূগর্ভস্থ জলের উৎসের জন্য আলাদা দিক শুভ। এছাড়াও টিউবওয়েলের জন্যও অন্য আরেকটি দিককে শুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে জলের ট্যাঙ্ক রাখার জন্য সবথেকে ভালো দিক হল উত্তর ও পূর্ব। এই দুই দিকে জলের ওভারহেড ট্যাঙ্ক রাখলে সেই বাড়িতে সুখ ও শান্তি বিরাজ করবে। তাই নতুন বাড়ি তৈরির সময় এই বিষয়টি মনে রাখা দরকার।

এছাড়াও বাড়িতে জলের পাত্র রাখা বা জল খাওয়ার জন্য উত্তর-পূর্ব দিকটিকে শুভ দিক বলে মনে করা হয়। একইসঙ্গে বাড়ির উত্তর-পূর্ব দিকে ভূগর্ভস্থ জলের ট্যাঙ্ক রাখা উচিত। এতে মা লক্ষ্মীর কৃপালাভ হয়। এছাড়াও বাড়িতে টিউবওয়েল বস কুয়ো কখনোই দক্ষিণ-পূর্ব বা উত্তর-পশ্চিম দিকে রাখা উচিত নয়। এইসব জলের উৎসের জন্য সঠিক দিক হল পূর্ব দিকে। তবে ছাদের উত্তর-পশ্চিম কোণে জলের ট্যাঙ্ক রাখতে পারেন। বাথরুম পূর্ব দিকে হওয়া উচিত। তবে বাথরুমে এমন কোনো ট্যাপ রাখবেন না যা থেকে টুপ-টুপ জল পড়ে।

Disclaimer: প্রতিবেদনটি তথ্য ও অনুমানের উপর লেখা হয়েছে। কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া আমাদের অভিপ্রায় নয়।