সময়ের সঙ্গে সমান্তরালে চলে আমাদের ভাগ্য। তাই সময় যেমন আচমকা বদলে যায়, সেভাবেই ভাগ্যের শিকে কার কখন ছিঁড়ে যায়, তা বলা মুশকিল। তার জন্য যেকোনো কিছুই কারণ হয়ে দাঁড়াতে পারে। সে কোনো লটারি পাওয়া হোক বা পুরানো সম্পত্তির হদিস পাওয়া হোক বা গুপ্তধন পাওয়ার মতো কোনো ঘটনা; ভাগ্য বদলের ক্ষেত্রে কারণের থেকেও গুরুত্বপূর্ণ হয় তার ফলাফল। কারণ আচমকা কোটিপতি হয়ে যাওয়ার পর কেউ ভাবেনা যে সে কেন বা কিভাবে কোটিপতি হয়েছে। আর এবার আপনাদের এমন একটি উপায় বলবো যার মাধ্যমে একদিনে ধনী হয়ে যেতে পারবেন আপনি।
ধরুন আপনাকে বলা হল যে, সামান্য ২০ টাকার নোট থেকে লাখপতি হওয়া যায়, আপনি কি সেটি এককথায় বিশ্বাস করবেন! অবশ্যই নয়। কারণ বিষয়টি তো আকাশ কুসুম কল্পনার মতো কিছু হয়ে দাঁড়ায়। অবশ্য অনেকেই মনে করেন যে যেভাবে ভাগ্যের পরিবর্তন শুধুমাত্র গল্পে বা সিনেমায় হয়ে থাকে, তা কিন্তু মোটেই নয়! বাস্তব জীবনেও এমনটা ঘটতে পারে। সামান্য ২০ টাকার নোট থেকেও আপনি কোটিপতি হতে পারেন। তবে সব নোটে কিন্তু ভাগ্য বদলায় না। ২০ টাকা দিয়ে লাখ টাকা নিতে হলে তার বেশ কিছু শর্ত রয়েছে। সেগুলি কি? দেখে নিন।
আজকাল বিশ্ববাজারে পুরনো ২০ টাকার নোটের চাহিদা দ্রুত বাড়ছে। যার বিনিময়ে কয়েক লক্ষ টাকা অবধি পাওয়া যাচ্ছে। এই সুযোগ কিন্তু মোটেই হাতছাড়া করবেন না। তবে এই নোটটি বিক্রি করার আগে আপনাকে এই নোটের কয়েকটি বিষয় সম্পর্কে জেনে রাখা দরকার। নাহলে হয়তো আপনি অজান্তেই লক্ষ লক্ষ টাকার ক্ষতি করে বসবেন। আর আপনার লাভের অঙ্ক চলে যাবে অন্য কারো কাছে। এর প্রথম শর্ত হল, ২০ টাকার নোটে প্রথমের বা শেষের ক্রমিক নম্বর ৭৮৬ নম্বর থাকা খুবই গুরুত্বপূর্ণ। প্রকৃতপক্ষে, ক্রমিক নম্বর ৭৮৬ হল মুসলিম ধর্মে খুবই পবিত্র বলে বিবেচিত হয়, যার জন্য লোকেরা এটি কেনার জন্য একটি উচ্চ মূল্য প্রদান করে। ইসলাম ধর্মের লোকেরা ঘরে সুখ-সমৃদ্ধি বজায় রাখতে এই নোট কেনাকে সঙ্গত মনে করেন।
তাই আপনার যদি এমন একটি ১০ টাকার নোট থাকে, তাহলে আপনি সেটি থেকে সহজেই কয়েকলক্ষ টাকা পেয়ে যাবেন। বিশ্ববাজারের এই কেনাবেচা করতে আপনাকে কোথাও যেতে হবেনা। আপনি ঘরে বসেই আরামে বিক্রি করতে পারবেন এরকম ২০ টাকার নোট। অনলাইনে নোট বিক্রি করতে হলে মোবাইল ও ল্যাপটপ থাকা খুবই জরুরি। আপনাকে প্রথমে e-Bay বা Quickr সাইটে একজন বিক্রেতা হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে। এর পরে, গ্রাহকরা নিজেরাই এখানে আপনার সাথে যোগাযোগ করবে। আপনি জিজ্ঞাসা করা মূল্যে নোটটি বিক্রি করতে পারবেন।