প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Ceiling Fan: গরম পড়তেই কমে গেছে সিলিং ফ্যানের স্পিড! ঝড়ের মতো বাতাস পেতে আজই করুন এই কাজ

এপ্রিলের শুরু থেকেই তীব্র গরমে পুড়েছে গোটা বাংলা। দক্ষিণবঙ্গে কার্যত হাঁসফাঁস পরিস্থিতি তৈরি হয়েছে বিগত কয়েকদিন ধরে। ইতিমধ্যে বাঁকুড়া ও পুরুলিয়ার মতো পশ্চিমের জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে এপ্রিল মাসের…

Published By: Debaprasad Mukherjee | Published On:

এপ্রিলের শুরু থেকেই তীব্র গরমে পুড়েছে গোটা বাংলা। দক্ষিণবঙ্গে কার্যত হাঁসফাঁস পরিস্থিতি তৈরি হয়েছে বিগত কয়েকদিন ধরে। ইতিমধ্যে বাঁকুড়া ও পুরুলিয়ার মতো পশ্চিমের জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে এপ্রিল মাসের শুরুতেই। তাপমাত্রা পেরিয়েছে চল্লিশ ডিগ্রির গন্ডি। এর মাঝে কলকাতায় তাপমাত্রা প্রায় চল্লিশ ছুঁইছুঁই। পূর্বাভাস অনুযায়ী, এই তাপপ্রবাহের রেশ কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজায় থাকতে চলেছে

আর এই গরমকে মোকাবিলা করার জন্য মধ্যবিত্ত থেকে শুরু করে কমবেশি সকলের ভরসা হল ফ্যান। সিলিং ফ্যান ও টেবিল ফ্যানের ব্যবহার মোটামুটি সব বাড়তেই হওয়ার থাকে। এখন এই গরমে যদি ফ্যানের গতি কমে যায়, তাহলে সমস্যা বাড়বে বই কমবে না। কিন্তু ফ্যানের গতি ঠিক রাখা যায় তিনটি বিষয়ে নজর রাখলেই। সেই বিষয়গুলি দেখে নিন বিস্তারিতভাবে।

● ক্যাপাসিটর পরিবর্তন: একটি ইলেক্টটিক ফ্যান ঘোরার জন্য মূল যে যন্ত্রটি কাজ করে তা হল ক্যাপাসিটর। অনেকে এটিকে ‘কনডেন্সর’ও বলে থাকেন, তবে সেটি এর আসল নাম নয়। এবার আপনার ফ্যানের গতি কমে গেলেই এই ক্যাপাসিটর পরিবর্তন করতে হয় শুরুতেই। কারণ বেশিরভাগ ক্যাপাসিটর একবছর অবধি ভালো স্পিড বজায় রাখতে পারে। তাই প্রতিবছর ফ্যানের ক্যাপাসিটর বদলানো ভালো।

● নাট-বোল্ট টাইট রাখা: অনেকসময় দীর্ঘদিন ঘোরার ফলে ফ্যানের বডির অনেক নাট-বোল্ট আলগা হয়ে যায়। আর সেই কারণে ফ্যানের গতি কমে যেতে পারে। তাই ফ্যানের গতি কম মনে হলে দেখে নিতে হবে যে ফ্যানের নাট-বোল্ট টাইট রয়েছে কিনা। না থাকলে টাইট করে নিতে হবে।

● ফ্যান সার্ভিসিং করা: সার্ভিসিংয়ের অভাবে ফ্যানের গতি কমে যেতে পারে। অনেকসময় ফ্যানের ভেতরে থাকা গ্রিজ শুকিয়ে যায়। সেই কারণে ফ্যান ধীর গতিতে ঘুরতে পারে। তাই প্রতিবছর ফ্যানের সার্ভিসিং করানো উচিত।